পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি (CTBT) অনুমোদনকারী দেশ কতটি? [সেপ্টেম্বর, ২০২৫]
A
১৭০টি
B
১৭৮টি
C
১৮০টি
D
১৯২টি
উত্তরের বিবরণ
পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি (CTBT):
-
পূর্ণরূপ: Comprehensive Nuclear-Test-Ban Treaty
-
স্বাক্ষরিত: ১৯৯৬ সালের ২৪ সেপ্টেম্বর, নিউইয়র্কে
-
বাংলাদেশ: ১৯৯৬ সালের ২৪ সেপ্টেম্বর চুক্তিটি স্বাক্ষর করে
সদস্য ও অনুমোদন পরিস্থিতি:
-
স্বাক্ষরকারী দেশ: ১৮৭টি
-
অনুমোদনকারী দেশ: ১৭৮টি
-
যারা স্বাক্ষর করেনি: ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া
-
যারা স্বাক্ষর করে অনুমোদন দেয়নি: চীন, মিশর, ইরান, ইসরায়েল, রাশিয়া, যুক্তরাষ্ট্র
চুক্তির কার্যকারিতা:
-
চুক্তিটি কার্যকর হতে হলে Annex 2 দেশগুলোর মধ্যে ৪৪টি দেশের স্বাক্ষর ও অনুমোদন আবশ্যক।
-
এদের মধ্যে ৯টি দেশ এখনও অনুমোদন দেয়নি।
-
রাশিয়া ২০২৩ সালে তার অনুমোদন প্রত্যাহার করেছে।
-
এই কারণে চুক্তিটি এখনও কার্যকর হয়নি।
উদ্দেশ্য: পারমাণবিক অস্ত্র পরীক্ষা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা এবং বিশ্বে পারমাণবিক হুমকি কমানো।
0
Updated: 1 month ago
জাতিসংঘে নিযুক্ত বর্তমানে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কে? [সেপ্টেম্বর, ২০২৫]
Created: 4 weeks ago
A
সালাহউদ্দিন নোমান চৌধুরী
B
মুহাম্মদ আবদুল মুহিত
C
ইসমত জাহান
D
তৌহিদ হোসেন
জাতিসংঘ ও বাংলাদেশ:
বাংলাদেশ ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের ২৯তম অধিবেশনে সদস্যপদ লাভ করে। এই সদস্যপদ অর্জনের মাধ্যমে বাংলাদেশ আন্তর্জাতিক পরিমণ্ডলে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি পায়।
বাংলাদেশ জাতিসংঘের ১৩৬তম সদস্য দেশ, এবং সদস্যপদ অনুমোদনের পরপরই দেশটিকে জাতিসংঘের বিভিন্ন অঙ্গ ও সংস্থায় সক্রিয়ভাবে যুক্ত করা হয়।
মূল তথ্যাবলি:
-
সদস্যপদ লাভের তারিখ: ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪
-
অধিবেশন: জাতিসংঘ সাধারণ পরিষদের ২৯তম অধিবেশন
-
সদস্যপদ ক্রম: ১৩৬তম
-
প্রথম জাতিসংঘ সংস্থা, যেখানে বাংলাদেশকে স্বাগত জানানো হয়: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)
-
জাতিসংঘ বাজেটে বাংলাদেশের চাঁদার হার: ০.০১ শতাংশ
জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব:
-
বর্তমান স্থায়ী প্রতিনিধি: সালাহউদ্দিন নোমান চৌধুরী
-
১৬তম স্থায়ী প্রতিনিধি: মুহাম্মদ আবদুল মুহিত
বাংলাদেশের জাতিসংঘে ভূমিকা:
বাংলাদেশ জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে অন্যতম বৃহৎ অবদানকারী দেশ। এছাড়া দারিদ্র্য বিমোচন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, টেকসই উন্নয়ন লক্ষ্য (SDGs) বাস্তবায়ন এবং মানবাধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে দেশটি সক্রিয় ভূমিকা পালন করছে।
0
Updated: 4 weeks ago
যুক্তরাজ্যে আইনসভার নিম্নকক্ষের নাম-
Created: 1 month ago
A
হাউস অব কমন্স
B
সিনেট
C
হাউস অব লর্ডস
D
হাউজ অব রিপ্রেজেন্টেটিভ
যুক্তরাজ্যের পার্লামেন্ট:
-
রূপ: দুইকক্ষবিশিষ্ট
-
উচ্চকক্ষ: হাউস অব লর্ডস (House of Lords)
-
সদস্য সংখ্যা: ৭৯৩ জন
-
-
নিম্নকক্ষ: হাউস অব কমন্স (House of Commons)
-
সদস্য নির্বাচন: জনগণের প্রত্যক্ষ ভোটে
-
মেয়াদ: ৫ বছর
-
আসনের সংখ্যা: ৬৫০
-
-
যুক্তরাষ্ট্রের কংগ্রেস:
-
নিম্নকক্ষ: হাউজ অব রিপ্রেজেন্টেটিভস (House of Representatives)
-
সদস্য সংখ্যা: ৪৩৫ জন
-
-
উচ্চকক্ষ: সিনেট (Senate)
-
সদস্য সংখ্যা: ১০০ জন (প্রতি রাজ্য থেকে ২ জন করে)
-
তুলনামূলক বিষয়:
-
উভয় দেশেই দুইকক্ষবিশিষ্ট আইনসভা রয়েছে।
-
যুক্তরাজ্যে নিম্নকক্ষের নির্বাচন সরাসরি জনগণের মাধ্যমে হয়, হাউস অব লর্ডস প্রধানত নিয়োগ বা উত্তরাধিকার ভিত্তিক।
-
যুক্তরাষ্ট্রে উভয় কক্ষই নির্বাচিত; হাউজ অব রিপ্রেজেন্টেটিভস জনগণের দ্বারা সরাসরি এবং সিনেট প্রাথমিকভাবে নির্বাচিত হলেও (বর্তমানে সরাসরি ভোটে)।
0
Updated: 1 month ago
’বৈশ্বিক জলবায়ু ঝুঁকি সূচক‘ প্রকাশ করে কোন সংস্থা?
Created: 2 months ago
A
Earth Watch
B
World Watch
C
German watch
D
Green Watch
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
বাংলাদেশ ও বৈশ্বিক পরিবেশ পরিবর্তন
বৈশ্বিক উষ্ণতা মোকাবেলায়
Germanwatch
-
ধরন: অলাভজনক বেসরকারি সংস্থা (NGO)
-
কার্যক্রম: পরিবেশ এবং বাণিজ্য সম্পর্কিত বিষয়গুলোতে কাজ করে, বিশেষ করে উন্নত দেশ ও উন্নয়নশীল দেশের মধ্যে সম্পর্ক স্থাপন।
-
উল্লেখযোগ্য প্রকাশনা: Global Climate Risk Index (বৈশ্বিক জলবায়ু ঝুঁকি সূচক) প্রতি বছর প্রকাশিত হয়।
-
সদর দপ্তর: বন, জার্মানি
-
প্রতিষ্ঠা: ১৯৯১
উৎস: Germanwatch ওয়েবসাইট।
0
Updated: 2 months ago