নিচের কোন দেশটিতে রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা রয়েছে?
A
পাকিস্তান
B
ভারত
C
মালদ্বীপ
D
ভুটান
উত্তরের বিবরণ
রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা (Presidential System of Government):
-
নির্বাহী ক্ষমতা: রাষ্ট্রের সব নির্বাহী ক্ষমতা রাষ্ট্রপতির হাতে কেন্দ্রীভূত থাকে।
-
নির্বাচন পদ্ধতি: রাষ্ট্রপতি সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হন।
-
পদ ও দায়িত্ব: রাষ্ট্রপতি একই সঙ্গে রাষ্ট্রের প্রধান (Head of State) ও সরকারের প্রধান (Head of Government)।
-
কেন্দ্রীয় বৈশিষ্ট্য:
-
রাষ্ট্রপতি সরকার পরিচালনা ও নীতি নির্ধারণে প্রধান ভূমিকা পালন করেন।
-
সংসদ বা আইনসভা স্বাধীনভাবে আইন প্রণয়ন করে, তবে কার্যকর প্রয়োগের জন্য রাষ্ট্রপতির অনুমোদন প্রয়োজন।
-
-
রাষ্ট্রপতি শাসিত দেশ: যুক্তরাষ্ট্র, মালদ্বীপ, ইন্দোনেশিয়া।
-
সংসদীয় (Prime Minister) শাসিত দেশ: পাকিস্তান ও ভারত।
0
Updated: 1 month ago
অপারেশন রাইজিং লায়ন পরিচালনার মূল লক্ষবস্তু কী ছিলো?
Created: 1 month ago
A
যুদ্ধজাহাজ
B
পারমাণবিক স্থাপনা
C
বিদ্যুৎকেন্দ্র
D
যুদ্ধবিমান
অপারেশন রাইজিং লায়ন হলো ইসরায়েলের একটি সামরিক অভিযান, যা ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে লক্ষ্য করে পরিচালিত হয়েছে।
-
এই অভিযান চালানো হয় ১৩ জুন, ২০২৫ শুক্রবার এবং এর নামকরণ করা হয়েছে ‘অপারেশন রাইজিং লায়ন’।
-
মূল উদ্দেশ্য ছিল তেহরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির প্রধান কেন্দ্রবিন্দুতে আঘাত করা।
-
অভিযানের লক্ষ্য ছিল ইরায়েলের অস্তিত্বকে হুমকির মুখে ফেলা এমন ইরানি পরিকল্পনাগুলোর ওপর প্রতিরোধমূলক হামলা চালানো।
-
এর আওতায় অন্তর্ভুক্ত ছিল ইরানের পারমাণবিক অবকাঠামো, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কারখানা এবং সামরিক ঘাঁটিগুলো।
0
Updated: 1 month ago
অপারেশন রাইজিং লায়ন কোন দেশের পরিচালিত অভিযান?
Created: 2 months ago
A
ইউক্রেন
B
ইসরায়েল
C
ভারত
D
পাকিস্তান
অপারেশন রাইজিং লায়ন
-
পরিচয়: ইসরায়েল কর্তৃক ইরানে পরিচালিত সামরিক অভিযান
-
নামের অর্থ: বাইবেলের একটি অনুচ্ছেদ থেকে নেওয়া, সিংহের প্রতীকী শক্তি ও ইসরায়েলের যুদ্ধ প্রস্তুতির প্রতীক
-
তারিখ ও সময়: ১৩ জুন ২০২৫-এর ভোর
-
পরিচালন: ইসরায়েলি বিমান বাহিনী ও গোয়েন্দা সংস্থা মোসাদ যৌথভাবে
-
প্রক্রিয়া:
-
ড্রোন ব্যবহার করে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করা
-
প্রধান পারমাণবিক ও সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা
-
ইরানের প্রতিক্রিয়া:
-
পাল্টা হামলার নাম: অপারেশন টু প্রমিজ থ্রি
-
কার্যক্রম: শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়া
উৎস: যুগান্তর
0
Updated: 2 months ago
বিশ্বের বৃহত্তম লবণাক্ত হ্রদ-
Created: 2 months ago
A
আরাল হ্রদ
B
সুপিরিয়র হ্রদ
C
কাস্পিয়ান সাগর
D
উর্মিয়া হ্রদ
কাস্পিয়ান সাগর
-
ধরন: পৃথিবীর বৃহত্তম হ্রদ (লবণাক্ত জল সহ)
-
অবস্থান: ককেশাস পর্বতমালার পূর্বে, মধ্য এশিয়ার বিস্তীর্ণ মাঠের পশ্চিমে
-
সীমান্তবর্তী দেশ: তুর্কমেনিস্তান, ইরান, কাজাখস্তান, আজারবাইজান, রাশিয়া
-
বিশেষত্ব: এশিয়া ও ইউরোপের মাঝে অবস্থিত
অন্যান্য উল্লেখযোগ্য হ্রদ:
-
আরাল সাগর: মধ্য এশিয়ার এক সময়ের বৃহৎ লবণাক্ত হ্রদ
-
উর্মিয়া হ্রদ: মধ্যপ্রাচ্যের বৃহত্তম হ্রদ
-
সুপিরিয়র হ্রদ: উত্তর আমেরিকার সর্ববৃহৎ হ্রদ
0
Updated: 2 months ago