নিচের কোন দেশটিতে রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা রয়েছে?
A
পাকিস্তান
B
ভারত
C
মালদ্বীপ
D
ভুটান
উত্তরের বিবরণ
রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা:
- রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা রাষ্ট্রের নির্বাহী ক্ষমতা রাষ্ট্রপতির হাতে কেন্দ্রীভূত থাকে।
- এবং তিনি সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হন।
- এই ব্যবস্থায় রাষ্ট্রপতি একই সঙ্গে রাষ্ট্রের প্রধান (Head of State)।
- এবং সরকার প্রধান (Head of Government) হিসেবে কাজ করেন।
-রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা রয়েছে যুক্তরাষ্ট্র, মালদ্বীপ ও ইন্দোনেশিয়ায় এ পদ্ধতির সরকার ব্যবস্থা রয়েছে।
- পাকিস্তান ,ভারত, পাকিস্তান প্রধানমন্ত্রী শাসিত রাষ্ট্রব্যবস্থা।

0
Updated: 9 hours ago
বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী কে ছিলেন?
Created: 1 month ago
A
ইন্দিরা গান্ধী
B
বেনজির ভুট্টো
C
মার্গারেট থ্যাচার
D
সিরিমাভো বন্দরনায়েকে
সিরিমাভো বন্দরনায়েকে (Sirimavo Bandaranaike)
-
অবদান: বিশ্বের প্রথম নির্বাচিত মহিলা প্রধানমন্ত্রী
-
দেশ: শ্রীলঙ্কা
-
পরিবারিক পটভূমি: নিহত প্রধানমন্ত্রী সলোমন বন্দরনায়েকের স্ত্রী
-
নেতৃত্ব গ্রহণ: ১৯৬০ সালের জুলাই নির্বাচনে দলকে নেতৃত্ব দিয়ে জয়লাভ
-
শপথ গ্রহণ: ২১ জুলাই ১৯৬০, সিনেটর থেকে প্রধানমন্ত্রী হিসেবে
-
বিশেষত্ব: বিশ্বের প্রথম নির্বাচিত মহিলা প্রধানমন্ত্রী
অন্যান্য উল্লেখযোগ্য মহিলা প্রধানমন্ত্রী
নাম | দেশ | বৈশিষ্ট্য |
---|---|---|
মার্গারেট থ্যাচার | বৃটেন | বৃটেনের প্রথম মহিলা প্রধানমন্ত্রী |
ইন্দিরা গান্ধী | ভারত | একমাত্র মহিলা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন |
বেনজির ভুট্টো | পাকিস্তান | মুসলিম বিশ্বের প্রথম নির্বাচিত নারী প্রধানমন্ত্রী |
উৎস: Britannica.com

0
Updated: 1 month ago
জেনেভা কনভেনশনের কোন চুক্তিটির বিষয়বস্তু ‘যুদ্ধ-বন্দিদের প্রতি আচরণ সংক্রান্ত বিধানাবলি নির্দেশ করে?
Created: 1 day ago
A
দ্বিতীয় চুক্তি
B
তৃতীয় চুক্তি
C
চতুর্থ চুক্তি
D
প্রথম চুক্তি
জেনেভা কনভেনশন ১৯৪৯ সালে সুইজারল্যান্ডের জেনেভায় স্বাক্ষরিত একটি আন্তর্জাতিক চুক্তি, যা যুদ্ধকালীন পরিস্থিতিতে সৈন্য এবং বেসামরিকদের সুরক্ষা নিশ্চিত করার উদ্দেশ্যে গঠিত। এই কনভেনশনের আওতায় মোট চারটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
-
প্রথম জেনেভা কনভেনশন চুক্তি: যুদ্ধকালীন সময়ে ভূমি বা স্থল যুদ্ধে আহত ও অসুস্থ সৈন্যদের প্রতি আচরণ ও সুরক্ষা সংক্রান্ত।
-
দ্বিতীয় জেনেভা কনভেনশন চুক্তি: সমুদ্র বা জলের যুদ্ধে আহত, অসুস্থ এবং জাহাজডুবির শিকার সৈন্যদের প্রতি আচরণ ও সুরক্ষা সংক্রান্ত। এটি ১৯০৭ সালের "হেগ চুক্তি" সংশোধন করে স্বাক্ষরিত হয়েছে।
-
তৃতীয় জেনেভা কনভেনশন চুক্তি: যুদ্ধ-বন্দিদের প্রতি আচরণ সংক্রান্ত।
-
চতুর্থ জেনেভা কনভেনশন চুক্তি: যুদ্ধক্ষেত্র বা অবরুদ্ধ অঞ্চলের বেসামরিক নাগরিকদের সুরক্ষা সংক্রান্ত।

0
Updated: 1 day ago
জাতিসংঘের কোন দুটি সংস্থা মিলে IPCC গঠন করে?
Created: 1 week ago
A
UNEP ও WMO
B
UNFCCC ও UNEP
C
UNFCCC ও WMO
D
UNEP ও ECOSOC
• IPCC:
- পূর্ণরূপ: Intergovernmental Panel on Climate Change.
- প্রতিষ্ঠাকাল: ১৯৮৮ সাল।
- এটি জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আন্তঃসরকার প্যানেল।
- জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (UNEP) এবং বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) এর যৌথ উদ্যোগে গঠিত হয়।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- সদস্য: ১৯৫টি।(সেপ্টেম্বর, ২০২৫)

0
Updated: 1 week ago