উইঘুর মুসলিম সম্প্রদায় নিচের কোন দেশে বসবাস করে?
A
তুরস্ক
B
চীন
C
রাশিয়া
D
পাকিস্তান
উত্তরের বিবরণ
উইঘুর মুসলমান:
-
জাতি ও সম্প্রদায়: মূলত চীনের পশ্চিমাঞ্চল জিনজিয়াং-এ বসবাসকারী তুর্কিক ভাষাভাষী মুসলিম জাতিগোষ্ঠী।
-
প্রধান আবাসস্থল: জিনজিয়াং উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চল, পশ্চিম চীন।
-
ধর্ম: ইসলাম, প্রধানত সুন্নি মুসলিম।
-
ভাষা: উইঘুর ভাষা (Uyghur language), তুর্কিক ভাষা পরিবারভুক্ত।
-
জাতিগত সংযোগ: তুর্কি গোত্রভুক্ত।
-
আঞ্চলিক বিস্তার: উজবেকিস্তান, কাজাখস্তান, কিরগিজস্তানেও কিছু সংখ্যক উইঘুর বসবাস করে।
0
Updated: 1 month ago
জাতিসংঘের সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্রে কয়টি ধারা রয়েছে?
Created: 1 month ago
A
২৮টি
B
৩০টি
C
২৬টি
D
৩৫টি
International Bill of Human Rights হলো জাতিসংঘের গৃহীত একটি গুরুত্বপূর্ণ নথি, যা মানবাধিকারের সুরক্ষা ও বিকাশে বৈশ্বিক মানদণ্ড স্থাপন করেছে। এটি মূলত একটি ঘোষণা ও দুটি আন্তর্জাতিক চুক্তির সমন্বয়ে গঠিত।
-
এটি জাতিসংঘ সাধারণ পরিষদ কর্তৃক গৃহীত।
-
International Bill of Human Rights গঠিত হয়েছে মানবাধিকারের সার্বজনীন ঘোষণা (UDHR) এবং দুটি আন্তর্জাতিক চুক্তি দ্বারা।
-
মানবাধিকারের সার্বজনীন ঘোষণা (UDHR) গৃহীত হয় ১৯৪৮ সালে।
-
জাতিসংঘ মানবাধিকার কমিশন ১৯৪৬ সালে খসড়া প্রণয়ন শুরু করে।
-
১০ ডিসেম্বর ১৯৪৮ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে এটি গৃহীত হয়।
-
এতে মোট ৩০টি ধারা অন্তর্ভুক্ত রয়েছে।
-
প্রথম আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলন ১৯৬৮ সালে ইরানের তেহরান শহরে অনুষ্ঠিত হয়, যা ঘোষণার ২০ বছর পূর্তিকে কেন্দ্র করে আয়োজন করা হয়েছিল।
-
দ্বিতীয় বৈশ্বিক মানবাধিকার সম্মেলন অনুষ্ঠিত হয় ১৯৯৩ সালে অস্ট্রিয়ার ভিয়েনা শহরে।
উৎস:
0
Updated: 1 month ago
ক্রিমিয়ার যুদ্ধে বিজয়ী হয় -
Created: 1 month ago
A
অটোমান সাম্রাজ্য
B
ফ্রান্স
C
ব্রিটেন
D
উপরের সবগুলো
ক্রিমিয়ার যুদ্ধ চলেছিল ১৮৫৩ থেকে ১৮৫৬ সাল পর্যন্ত। এই যুদ্ধ রাশিয়ার এবং তুরস্ক (অটোমান সাম্রাজ্য)-এর মিত্রশক্তি ব্রিটেন, ফ্রান্স ও সারডিনিয়া-এর মধ্যে সংঘটিত হয়।
যুদ্ধের মূল তথ্য:
-
১৮৫৩ সালে রাশিয়া ইউরোপের তুর্কি এলাকায় আক্রমণ চালায়, যা যুদ্ধের সূচনা।
-
রাশিয়ার উদ্দেশ্য ছিল দারদানেলিস প্রণালীতে যুদ্ধ জাহাজ চলাচলের অধিকার প্রতিষ্ঠা এবং তুরস্কের খ্রিস্টানদের রক্ষা করার অজুহাত দেখানো।
-
তুরস্কের সহায়তায় ব্রিটেন ও ফ্রান্স যুদ্ধের মধ্যে প্রবেশ করে।
-
যুদ্ধের সমাপ্তি ঘটে ১৮৫৬ সালে প্যারিস চুক্তি স্বাক্ষরের মাধ্যমে।
-
এই যুদ্ধে রাশিয়া পরাজিত হয় এবং বিজয়ী হয় ফ্রান্স, ব্রিটেন ও অটোমান সাম্রাজ্য।
উৎস:
0
Updated: 1 month ago
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) চতুর্থ লক্ষ্যমাত্রা কোনটি?
Created: 1 day ago
A
জলবায়ু কার্যক্রম
B
মানসম্মত শিক্ষা
C
দারিদ্র বিমোচন
D
শান্তি, ন্যায়বিচার ও কার্যকর প্রতিষ্ঠান
জাতিসংঘের (United Nations) ২০১৫
সালের সেপ্টেম্বর মাসে গৃহীত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (Sustainable Development Goals - SDGs) হলো ১৭টি বৈশ্বিক লক্ষ্য, যা
২০৩০ সালের মধ্যে অর্জনের লক্ষ্যে নির্ধারিত। এর মধ্যে চতুর্থ লক্ষ্যমাত্রা হচ্ছে
“মানসম্মত শিক্ষা” (Quality
Education)। এর উদ্দেশ্য হলো- সবার জন্য অন্তর্ভুক্তিমূলক, সমতাভিত্তিক
ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং আজীবন শিক্ষার সুযোগ বৃদ্ধি করা।
0
Updated: 1 day ago