উইঘুর মুসলিম সম্প্রদায় নিচের কোন দেশে বসবাস করে?
A
তুরস্ক
B
চীন
C
রাশিয়া
D
পাকিস্তান
উত্তরের বিবরণ
উইঘুর মুসলমান:
- উইঘুর মুসলমান জাতি হলো মূলত চীন বসবাস কারী গোষ্ঠী।
- জিনজিয়াং উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চলে বসবাসকারী একটি তুর্কিক ভাষাভাষী মুসলিম জাতিগোষ্ঠী।
- তারা জাতিগতভাবে তুর্কি গোত্রভুক্ত এবং ধর্মীয়ভাবে ইসলামের অনুসারী।
- ধর্ম: ইসলাম (সুন্নি মুসলমান)
- ভাষা: উইঘুর ভাষা (Uyghur language), এটি একটি তুর্কিক ভাষা।
- প্রধান আবাসস্থল: জিনজিয়াং (Xinjiang), পশ্চিম চীন।
উল্লেখ্য,
উজবেকিস্তান, কাজাখস্তান এবং কিরগিজস্তানে বসবাস করে।

0
Updated: 9 hours ago
'আজভ ব্রিগেড' কোন দেশের সশস্ত্র বাহিনী?
Created: 1 week ago
A
জর্ডান
B
দক্ষিণ সুদান
C
ইউক্রেন
D
ইরান
আজভ ব্রিগেড হলো ইউক্রেনের একটি স্বেচ্ছাসেবী সশস্ত্র বাহিনী, যা মূলত দেশীয় স্বেচ্ছাসেবীদের নিয়ে গঠিত।
-
প্রতিষ্ঠিত হয় ২০১৪ সালের মে মাসে স্বেচ্ছাসেবী গোষ্ঠী হিসেবে
-
এর সদস্যরা সবাই স্বেচ্ছাসেবী
-
গঠনের উদ্যোক্তা ছিল ইউক্রেনীয় অতি-জাতীয়তাবাদী ও নব্য-নাৎসি সোশ্যাল ন্যাশনাল অ্যাসেম্বলি (SNA) গোষ্ঠী
-
প্রতিষ্ঠাতা নেতা ছিলেন অ্যান্ড্রি বিলেটস্কি
-
ব্যাটালিয়নের অর্থনৈতিক খরচ বহন করেন ইগর কলোময়েস্কি, যিনি ইউক্রেনিয়ান বিদ্যুৎ গ্রিডের মালিক
তথ্যসূত্র:

0
Updated: 1 week ago
সুয়েজ খাল কোন দেশে অবস্থিত?
Created: 1 month ago
A
সুদান
B
মিশর
C
জর্ডান
D
লিবিয়া
সুয়েজ খাল সম্পর্কিত তথ্য
-
অবস্থান:
-
সিনাই উপদ্বীপ, মিশর
-
-
খনন ও উদ্বোধন:
-
খনন কাজ শুরু: ১৮৫৯
-
আনুষ্ঠানিকভাবে খোলা: ১৮৬৯
-
-
দৈর্ঘ্য:
-
১৯৩ কিমি
-
-
জাতীয়করণ:
-
মিশর কর্তৃক ১৯৫৬ সালে জাতীয়করণ
-
-
সংশ্লেষণ ও পৃথককরণ:
-
সংযুক্ত করেছে: ভূমধ্যসাগর ও লোহিত সাগর
-
পৃথক করেছে: এশিয়া ও আফ্রিকা মহাদেশ
-
তথ্যসূত্র: Britannica.com

0
Updated: 1 month ago
IUCN নিচের কোন বিষয়ে কাজ করে?
Created: 1 month ago
A
জীববৈচিত্র্য সংরক্ষণ
B
আন্তর্জাতিক বাণিজ্য
C
চিকিৎসা গবেষণা
D
টেলিযোগাযোগ
IUCN (International Union for Conservation of Nature)
-
প্রতিষ্ঠা: ১৯৪৮
-
সদর দপ্তর: গ্ল্যান্ড, সুইজারল্যান্ড
-
প্রকৃতি: আন্তর্জাতিক সংস্থা যা প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণ এবং বন্যপ্রাণী রক্ষায় কাজ করে
প্রধান কাজসমূহ:
-
প্রকৃতি সংরক্ষণে গবেষণা ও পরামর্শ প্রদান
-
বিপন্ন প্রাণী ও উদ্ভিদের তালিকা তৈরি
-
বিভিন্ন দেশের সরকারকে পরিবেশবান্ধব নীতি গ্রহণে সহায়তা
-
জলবায়ু পরিবর্তন, বন রক্ষা এবং জীববৈচিত্র্য সংরক্ষণে উদ্যোগ নেওয়া
উৎস: IUCN ওয়েবসাইট

0
Updated: 1 month ago