’শাখালিন দ্বীপপুঞ্জ’ নিয়ে কোন দুই দেশের বিরোধ রয়েছে?
A
চীন – জাপান
B
রাশিয়া – জাপান
C
রাশিয়া – চীন
D
যুক্তরাজ্য – আর্জেন্টিনা
উত্তরের বিবরণ
বিরোধপূর্ণ দ্বীপ ও দ্বীপপুঞ্জ:
- সেনকাকু দ্বীপ: চীন–জাপান।
- আবু মুসা দ্বীপ: ইরান সংযুক্ত আরব আমিরাত।
- পেরেজিল দ্বীপ: মরক্কো -স্পেন।
- শাখালিন দ্বীপপুঞ্জ: রাশিয়া – জাপান।
- স্প্রাটলি দ্বীপপুঞ্জ: চীন- তাইওয়ান ফিলিপাইন মালয়েশিয়া-ভিয়েতনাম।
- ফকল্যান্ড দ্বীপপুঞ্জ: যুক্তরাজ্য ও আর্জেন্টিনা।
- কুরিল দ্বীপপুঞ্জ: রাশিয়া – জাপান।

0
Updated: 9 hours ago
ন্যাটোর কোন অনুচ্ছেদে 'Open Door Policy' সম্পর্কে বর্ণনা করা হয়েছে?
Created: 19 hours ago
A
অনুচ্ছেদ - ৬
B
অনুচ্ছেদ - ৮
C
অনুচ্ছেদ - ১০
D
অনুচ্ছেদ - ১২
ন্যাটো (NATO) হলো একটি সামরিক ও প্রতিরক্ষা জোট, যার প্রতিষ্ঠার চুক্তিটি ১৪টি অনুচ্ছেদে বিন্যস্ত। ন্যাটোর সদস্য হওয়ার জন্য দেশকে ইউরোপীয় হওয়ার শর্ত পূরণ করতে হয়, এবং নতুন সদস্য অন্তর্ভুক্তি করা হয় অনুচ্ছেদ ১০: Open Door Policy অনুযায়ী।
-
অনুচ্ছেদ ১: শান্তিপূর্ণ সমাধান
-
অনুচ্ছেদ ২: বন্ধুত্বপূর্ণ সম্পর্ক
-
অনুচ্ছেদ ৩: প্রতিরক্ষা সক্ষমতা
-
অনুচ্ছেদ ৪: পরামর্শ
-
অনুচ্ছেদ ৫: সম্মিলিত প্রতিরক্ষা
-
অনুচ্ছেদ ৬: আক্রমণের সংজ্ঞা
-
অনুচ্ছেদ ৭: জাতিসংঘ সনদের বাধ্যবাধকতা
-
অনুচ্ছেদ ৮: অ-দ্বন্দ্বমূলক সম্পৃক্ততা
-
অনুচ্ছেদ ৯: বাস্তবায়ন পরিষদ
-
অনুচ্ছেদ ১০: অতিরিক্ত পক্ষসমূহ / নতুন সদস্য দেশ অন্তর্ভুক্তি (Open Door Policy)
-
অনুচ্ছেদ ১১: চুক্তি অনুমোদন এবং প্রয়োগ
-
অনুচ্ছেদ ১২: চুক্তি পর্যালোচনা
-
অনুচ্ছেদ ১৩: জোটের সদস্যতা ত্যাগ
-
অনুচ্ছেদ ১৪: চুক্তির অন্যান্য সংস্করণের গ্রহণযোগ্যতা
উৎস:

0
Updated: 19 hours ago
শেনজেন ভুক্ত দেশের সংখ্যা কত? (আগস্ট, ২০২৫)
Created: 1 week ago
A
২৮টি
B
২৯টি
C
৩০টি
D
৩১টি
শেনজেন অঞ্চল হলো একটি আন্তর্জাতিক চুক্তি, যা ইউরোপীয় দেশগুলোর মধ্যে ব্যক্তিদের অবাধ চলাচলের অনুমতি প্রদান করে।
-
চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৮৫ সালে, স্থান: লুক্সেমবার্গের শেনজেন শহর
-
কার্যকর হওয়ার তারিখ: ২৬ মার্চ ১৯৯৫, যার মাধ্যমে ভিসামুক্ত ইউরোপের যাত্রা শুরু হয়
-
শেনজেন ভুক্ত দেশ সংখ্যা: ২৯টি (আগস্ট, ২০২৫)
-
সর্বশেষ যোগদানকারী দেশ: রোমানিয়া ও বুলগেরিয়া, যোগদানের তারিখ: ১ জানুয়ারি ২০২৫
উল্লেখযোগ্য:
-
লিচেনস্টাইন, আইসল্যান্ড, সুইজারল্যান্ড এবং নরওয়ে ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত না হলেও শেনজেনভুক্ত দেশের তালিকায় রয়েছে
তথ্যসূত্র:

0
Updated: 1 week ago
এঞ্জেল জলপ্রপাত কোথায় অবস্থিত?
Created: 1 month ago
A
ভেনিজুয়েলা
B
আর্জেন্টিনা
C
জিম্বাবুয়ে
D
যুক্তরাষ্ট্র
এঞ্জেল জলপ্রপাত (Angel Falls)
-
অবস্থান: বলিভার রাজ্য, ভেনেজুয়েলা; কানাইমা ন্যাশনাল পার্কে
-
উচ্চতা: ৩,২১২ ফুট (৯৭৯ মিটার) – পৃথিবীর সর্বোচ্চ জলপ্রপাত
-
প্রশস্ততা: ৫০০ ফুট (১৫০ মিটার)
-
নদী: রিও কারোনি নদীর উপর অবস্থিত
-
বিশেষত্ব: পৃথিবীর উচ্চতম জলপ্রপাত
-
ইতিহাস: ১৯৩০ সালে আমেরিকান অভিযাত্রিক জেমস অ্যাঞ্জেল প্রথম বহিরাগত হিসেবে দেখেন
-
নতুন নাম: ২০০৯ সালে প্রেসিডেন্ট হুগো চাভেজ আদিবাসী ভাষায় ‘কেরেপাকুপাই মেরু’ নামকরণের প্রস্তাব দেন
তথ্যসূত্র: Britannica.com

0
Updated: 1 month ago