’শাখালিন দ্বীপপুঞ্জ’ নিয়ে কোন দুই দেশের বিরোধ রয়েছে?
A
চীন – জাপান
B
রাশিয়া – জাপান
C
রাশিয়া – চীন
D
যুক্তরাজ্য – আর্জেন্টিনা
উত্তরের বিবরণ
বিরোধপূর্ণ দ্বীপ ও দ্বীপপুঞ্জসমূহ:
| দ্বীপ / দ্বীপপুঞ্জ | বিরোধপূর্ণ দেশসমূহ |
|---|---|
| সেনকাকু দ্বীপ | চীন – জাপান |
| আবু মুসা দ্বীপ | ইরান – সংযুক্ত আরব আমিরাত |
| পেরেজিল দ্বীপ | মরক্কো – স্পেন |
| শাখালিন দ্বীপপুঞ্জ | রাশিয়া – জাপান |
| স্প্রাটলি দ্বীপপুঞ্জ | চীন – তাইওয়ান – ফিলিপাইন – মালয়েশিয়া – ভিয়েতনাম |
| ফকল্যান্ড দ্বীপপুঞ্জ | যুক্তরাজ্য – আর্জেন্টিনা |
| কুরিল দ্বীপপুঞ্জ | রাশিয়া – জাপান |
0
Updated: 1 month ago
IMF-এর 'World Economic Outlook-2025' প্রতিবেদন অনুযায়ী, মাথাপিছু আয়ে শীর্ষ দেশ কোনটি?
Created: 4 weeks ago
A
সিঙ্গাপুর
B
নরওয়ে
C
ফিনল্যান্ড
D
লুক্সেমবার্গ
World Economic Outlook (WEO):
‘World Economic Outlook’ হলো আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) কর্তৃক প্রকাশিত একটি বার্ষিক প্রতিবেদন, যা বিশ্ব অর্থনীতির সামগ্রিক চিত্র, প্রবৃদ্ধির পূর্বাভাস এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রবণতা বিশ্লেষণ করে।
এই প্রতিবেদনে IMF তার সদস্য দেশগুলোর সামষ্টিক অর্থনীতি (macroeconomy) সম্পর্কে বিস্তারিত মূল্যায়ন করে—যেমন অর্থনৈতিক প্রবৃদ্ধি, মুদ্রাস্ফীতি, কর্মসংস্থান, বাণিজ্য, বিনিয়োগ, এবং আর্থিক স্থিতিশীলতা।
প্রকাশনা ও উদ্দেশ্য:
-
প্রকাশক সংস্থা: International Monetary Fund (IMF)
-
প্রতিবেদন প্রকাশের সময়: বছরে দুইবার (সাধারণত এপ্রিল ও অক্টোবর)
-
সর্বশেষ প্রকাশিত সংস্করণ: এপ্রিল, ২০২৫
-
মূল উদ্দেশ্য: বিশ্বব্যাপী অর্থনৈতিক কার্যক্রমের প্রবণতা বিশ্লেষণ করা এবং ভবিষ্যতের ঝুঁকি ও সম্ভাবনার পূর্বাভাস দেওয়া।
‘World Economic Outlook – 2025’ প্রতিবেদনের তথ্য অনুযায়ী:
মাথাপিছু আয়ে (Per Capita Income) শীর্ষ দেশসমূহ:
১. লুক্সেমবার্গ (Luxembourg)
২. সুইজারল্যান্ড (Switzerland)
৩. আয়ারল্যান্ড (Ireland)
৪. সিঙ্গাপুর (Singapore)
৫. নরওয়ে (Norway)
মাথাপিছু আয়ে সর্বনিম্ন দেশ:
-
বুরুন্ডি (Burundi)
World Economic Outlook প্রতিবেদনের গুরুত্ব:
-
এটি বিশ্ব অর্থনীতির স্বাস্থ্যের সূচক হিসেবে কাজ করে।
-
নীতিনির্ধারক, অর্থনীতিবিদ ও গবেষকরা বৈশ্বিক আর্থিক পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণে এই প্রতিবেদনের ওপর নির্ভর করেন।
-
এতে বৈশ্বিক মুদ্রানীতি, রাজস্বনীতি, বাণিজ্যনীতি এবং অর্থনৈতিক উন্নয়ন নিয়ে বিশদ বিশ্লেষণ থাকে।
0
Updated: 4 weeks ago
যুক্তরাজ্যে আইনসভার নিম্নকক্ষের নাম-
Created: 1 month ago
A
হাউস অব কমন্স
B
সিনেট
C
হাউস অব লর্ডস
D
হাউজ অব রিপ্রেজেন্টেটিভ
যুক্তরাজ্যের পার্লামেন্ট:
-
রূপ: দুইকক্ষবিশিষ্ট
-
উচ্চকক্ষ: হাউস অব লর্ডস (House of Lords)
-
সদস্য সংখ্যা: ৭৯৩ জন
-
-
নিম্নকক্ষ: হাউস অব কমন্স (House of Commons)
-
সদস্য নির্বাচন: জনগণের প্রত্যক্ষ ভোটে
-
মেয়াদ: ৫ বছর
-
আসনের সংখ্যা: ৬৫০
-
-
যুক্তরাষ্ট্রের কংগ্রেস:
-
নিম্নকক্ষ: হাউজ অব রিপ্রেজেন্টেটিভস (House of Representatives)
-
সদস্য সংখ্যা: ৪৩৫ জন
-
-
উচ্চকক্ষ: সিনেট (Senate)
-
সদস্য সংখ্যা: ১০০ জন (প্রতি রাজ্য থেকে ২ জন করে)
-
তুলনামূলক বিষয়:
-
উভয় দেশেই দুইকক্ষবিশিষ্ট আইনসভা রয়েছে।
-
যুক্তরাজ্যে নিম্নকক্ষের নির্বাচন সরাসরি জনগণের মাধ্যমে হয়, হাউস অব লর্ডস প্রধানত নিয়োগ বা উত্তরাধিকার ভিত্তিক।
-
যুক্তরাষ্ট্রে উভয় কক্ষই নির্বাচিত; হাউজ অব রিপ্রেজেন্টেটিভস জনগণের দ্বারা সরাসরি এবং সিনেট প্রাথমিকভাবে নির্বাচিত হলেও (বর্তমানে সরাসরি ভোটে)।
0
Updated: 1 month ago
'প্যারিস জলবায়ু চুক্তি' (Paris Agreement) কার্যকর হয় কত সালে?
Created: 1 month ago
A
২০১২ সালে
B
২০১৬ সালে
C
২০১৮ সালে
D
২০১৩ সালে
• প্যারিস জলবায়ু চুক্তি:
- পূর্ণরূপ: Paris Agreement under the United Nations Framework Convention on Climate Change (UNFCCC)।
- গৃহীত হয়: ১২ ডিসেম্বর ২০১৫.
- স্থান: প্যারিস, ফ্রান্স।
- কার্যকর তারিখ: ৪ নভেম্বর, ২০১৬।
- উদ্দেশ্য: বৈশ্বিক উষ্ণায়ন ২°C এর নিচে সীমাবদ্ধ করা, এবং ১.৫°C লক্ষ্য অর্জনে প্রচেষ্টা করা।
- অংশগ্রহণকারী দেশ: ১৯৫ দেশ।
0
Updated: 1 month ago