ন্যাটোর ইউরোপের বাইরে প্রথম সামরিক অভিযান পরিচালনা করে কোথায়?
A
ইরানে
B
দক্ষিণ সুদানে
C
আফগানিস্তানে
D
ইরাকে
উত্তরের বিবরণ
NATO:
- উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা (ন্যাটো) g
- এটি ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর মূল লক্ষ্য ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পূর্ব ও মধ্য ইউরোপে সোভিয়েত সামরিক প্রভাবের ভারসাম্য রক্ষা করা।
- ঠান্ডা যুদ্ধ শেষে ন্যাটো একটি "সহযোগিতামূলক নিরাপত্তা" সংস্থায় রূপ নেয়।
- ন্যাটোর ভিত্তি হলো সম্মিলিত প্রতিরক্ষা নীতি, যা উত্তর আটলান্টিক চুক্তির অনুচ্ছেদ ৫-এ উল্লেখ করা হয়েছে।
- বর্তমানে ন্যাটোর সদস্য রাষ্ট্রের সংখ্যা ৩২টি।[সেপ্টেম্বর,২০২৫]
- ন্যাটোর ইউরোপের বাইরে প্রথম সামরিক অভিযান আফগানিস্তানে হয়।
- ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর ন্যাটো অনুচ্ছেদ ৫ কার্যকর করে।
- এই অনুচ্ছেদ অনুযায়ী, এক সদস্যের ওপর আক্রমণ পুরো ন্যাটোর ওপর আক্রমণ হিসেবে গণ্য হয়।
- এর ফলে ন্যাটো ২০০৩ সালের গ্রীষ্মে
উৎস: Britannica.

0
Updated: 9 hours ago
’দাহনা মরুভূমি’ কোন দেশে অবস্থিত?
Created: 9 hours ago
A
মঙ্গোলিয়া
B
সৌদি আরব
C
পাকিস্তান
D
অস্ট্রেলিয়া
মরুভূমি:
- সাহারা মরুভূমি - পৃথিবীর সর্ববৃহৎ উষ্ণ মরুভূমি (আফ্রিকার দুঃখ)।
• অ্যারাবিয়ান মরুভূমি:
- রাব আল খালি- সৌদি আরব, ওমান, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন।
- আন নাফুদ - সৌদি আরব,
- দাহনা- সৌদি আরব।
- গোবি মরুভূমি - মঙ্গোলিয়া এবং চীন।
- কালাহারি - আফ্রিকা (নামিবিয়া, বতসোয়ানা, দক্ষিণ আফ্রিকা)।
- গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি – অস্ট্রেলিয়া।
- সোনোরান মরুভূমি যুক্তরাষ্ট্র ও মেক্সিকো।
- থর মরুভূমি – ভারত ও পাকিস্তান।

0
Updated: 9 hours ago
নিচের কোন দেশটি APEC-এর সদস্য?
Created: 1 month ago
A
বাংলাদেশ
B
বাংলাদেশ
C
ভিয়েতনাম
D
পাকিস্তান

0
Updated: 1 month ago
Green Cross International-এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
Created: 3 weeks ago
A
আমস্টারডাম, নেদারল্যান্ডস
B
কানকুন, মেক্সিকো
C
জেনেভা, সুইজারল্যান্ড
D
ইয়েনচিয়ন, দক্ষিণ কোরিয়া
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
আন্তর্জাতিক রাজনৈতিক সংস্থা
আন্তর্জাতিক রেড ক্রস
আন্তর্জাতিক সংস্থা
জেনেভা কনভেনশন
Green Cross International (GCI)
-
ধরন: পরিবেশবাদী আন্তর্জাতিক সংস্থা
-
প্রতিষ্ঠা: ১৯৯৩
-
আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: ১৮ এপ্রিল, ১৯৯৩
-
প্রতিষ্ঠাতা: প্রাক্তন সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ
-
সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড
-
সদস্যসংখ্যা: বর্তমানে ৩০টি দেশে
প্রতিষ্ঠার প্রেক্ষাপট
-
রিও ডি জেনিরোতে ১৯৯২ সালের Earth Summit (আর্থ সামিট) এর মাধ্যমে গঠিত উদ্যোগের ভিত্তিতে GCI তৈরি হয়।
-
৬ জুন, ১৯৯২, রিও সামিটে প্রতিনিধিরা গর্বাচেভকে GCI প্রতিষ্ঠার আহ্বান জানান।
-
একই সময়ে, সুইস ন্যাশনাল কাউন্সিলের এমপি রোল্যান্ড উইডারকেহর 'World Green Cross' প্রতিষ্ঠা করেন।
-
পরবর্তীতে দুইটি সংস্থা একীভূত হয়ে Green Cross International নামে প্রতিষ্ঠিত হয়।
-
আনুষ্ঠানিকভাবে ১৮ এপ্রিল, ১৯৯৩ সালে কিয়োটো, জাপান এ কার্যক্রম শুরু হয়।
উৎস: Green Cross International ওয়েবসাইট

0
Updated: 3 weeks ago