’দাহনা মরুভূমি’ কোন দেশে অবস্থিত?
A
মঙ্গোলিয়া
B
সৌদি আরব
C
পাকিস্তান
D
অস্ট্রেলিয়া
উত্তরের বিবরণ
মরুভূমি:
- সাহারা মরুভূমি - পৃথিবীর সর্ববৃহৎ উষ্ণ মরুভূমি (আফ্রিকার দুঃখ)।
• অ্যারাবিয়ান মরুভূমি:
- রাব আল খালি- সৌদি আরব, ওমান, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন।
- আন নাফুদ - সৌদি আরব,
- দাহনা- সৌদি আরব।
- গোবি মরুভূমি - মঙ্গোলিয়া এবং চীন।
- কালাহারি - আফ্রিকা (নামিবিয়া, বতসোয়ানা, দক্ষিণ আফ্রিকা)।
- গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি – অস্ট্রেলিয়া।
- সোনোরান মরুভূমি যুক্তরাষ্ট্র ও মেক্সিকো।
- থর মরুভূমি – ভারত ও পাকিস্তান।

0
Updated: 9 hours ago
স্কাউট আন্দোলনের মূলমন্ত্র কী?
Created: 21 hours ago
A
Truth and Loyalty
B
Be Prepared
C
Duty First
D
Always Active
স্কাউট আন্দোলনের মূলমন্ত্র হলো "Be Prepared" (প্রস্তুত থাকো)। এটি বিশ্বব্যাপী তরুণদের চরিত্র, নেতৃত্ব ও দায়িত্ববোধ গঠনের এক অনন্য সামাজিক আন্দোলন।
-
প্রতিষ্ঠার সাল: ১৯০৭
-
প্রতিষ্ঠাতা: রবার্ট ব্যাডেন-পাওয়েল (Robert Baden-Powell)
-
প্রথম স্কাউট ক্যাম্প: ব্রাউনসি দ্বীপ, ইংল্যান্ড (১৯০৭)
-
মূল সংগঠন: World Organization of the Scout Movement (WOSM)
-
প্রধান কার্যালয়: জেনেভা, সুইজারল্যান্ড
মূল উদ্দেশ্য
-
তরুণদের শারীরিক, মানসিক, নৈতিক ও সামাজিক বিকাশ ঘটিয়ে ভালো নাগরিক তৈরি করা
-
মূলমন্ত্র (Motto): "Be Prepared" (প্রস্তুত থাকো)
-
মূলনীতি: কর্তব্যপরায়ণতা, সাহায্যকারিতা ও চরিত্রগঠন
ঐতিহাসিক তথ্য
-
১৯০৮: রবার্ট ব্যাডেন-পাওয়েলের লেখা “Scouting for Boys” বই প্রকাশিত হয়, যা আন্দোলনের বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে
-
১৯১০: নারীদের জন্য Girl Guides প্রতিষ্ঠিত হয়
-
১৯২০: প্রথম World Scout Jamboree অনুষ্ঠিত হয় লন্ডনে
-
১৯২২: World Organization of the Scout Movement (WOSM) গঠিত হয়
-
বাংলাদেশ স্কাউটস: স্বাধীনতার পর ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়
উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট

0
Updated: 21 hours ago
আফ্রিকা মহাদেশের আয়তনে বৃহত্তম দেশ কোনটি?
Created: 1 month ago
A
লিবিয়া
B
সুদান
C
আলজেরিয়া
D
কঙ্গো
আফ্রিকা মহাদেশের আয়তনে বৃহত্তম দেশ:
১) আলজেরিয়া - ৯১৯,৫৯০ মাইল (২,৩৮১,৭৪১ বর্গ কি.মি)।
২) কঙ্গো - ৯০৫,৪০৫ মাইল (২,৩৪৫,০০০ বর্গ কি.মি)।
৩) সুদান - ৭১০,৬৮৯ মাইল (১,৮৪০,৬৮৭ বর্গ কি.মি)।
৪) লিবিয়া - ৬৪৭,১৮০ মাইল (১,৬৭৬,১৯৮ বর্গ কি.মি)।
৫) চাদ - ৪৯৫,৭৫৩ মাইল (১,২৮৪,০০০ বর্গ কি.মি)।
আফ্রিকা মহাদেশের আয়তনে ক্ষুদ্রতম দেশ:
১) সিচেলিস - ১৭২ মাইল (৪৪৬ বর্গ কি.মি)।
২) সাও টোমে এবং প্রিনসিপে - ৩৮৬ মাইল (১,০০১ বর্গ কি.মি)।
৩) কোমোরোস - ৭১৯ মাইল (১,৮৬১ বর্গ কি.মি)।
৪) মরিশাস - ৭৭৫ মাইল (২,০০৭ বর্গ কি.মি)।
৫) কাবো ভার্দে - ১,৫৫৭ মাইল (৪,০৩৩ বর্গ কি.মি)।
তথ্যসূত্র - Britannica.com

0
Updated: 1 month ago
বর্তমানে বৈশ্বিক সন্ত্রাস সূচকে শীর্ষ দেশ- [ আগস্ট, ২০২৫]
Created: 1 month ago
A
সোমালিয়া
B
বুরকিনা ফাসো
C
দক্ষিণ সুদান
D
সিরিয়া
বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক ২০২৫ (Global Terrorism Index 2025):
-
প্রকাশক: Institute for Economics & Peace (IEP), অস্ট্রেলিয়া
-
প্রকাশের তারিখ: মার্চ ২০২৫
-
শীর্ষ ৫টি দেশ সন্ত্রাসের প্রভাবের দিক থেকে:
-
বুরকিনা ফাসো
-
পাকিস্তান
-
সিরিয়া
-
মালি
-
নাইজার
-

0
Updated: 1 month ago