’উইম্বলডন’ নামটি কোন খেলার সাথে জড়িত?
A
ফুটবল খেলা
B
ক্রিকেট খেলা
C
টেনিস খেলা
D
হকি খেলা
উত্তরের বিবরণ
- উইম্বলডন’
নামটি টেনিস খেলার সাথে জড়িত।
• উইম্বলডন টেনিস প্রতিযোগিতা:
- উইম্বলডন (Wimbledon)
হচ্ছে বিশ্বের সবচেয়ে পুরাতন এবং সবচেয়ে মর্যাদাপূর্ণ
টেনিস প্রতিযোগিতা।
- এটি চারটি গ্র্যান্ড স্ল্যাম টেনিস টুর্নামেন্টের মধ্যে অন্যতম এবং একমাত্র গ্রাস
কোর্টে (ঘাসে) অনুষ্ঠিত হওয়া গ্র্যান্ড স্ল্যাম।
• সময় ও স্থান:
- স্থান: অল ইংল্যান্ড ক্লাব,
উইম্বলডন, লন্ডন, ইংল্যান্ড,
- প্রতিবছর: জুনের শেষ সপ্তাহ থেকে
জুলাইয়ের শুরু পর্যন্ত।
- প্রথম আয়োজন: ১৮৭৭ সালে।
- ১৮৭৭ সালে প্রথমবার উইম্বলডন
টেনিস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
- প্রথমে এটি ছিল শুধু
পুরুষ একক (Men’s Singles) বিভাগে সীমাবদ্ধ।
- পরবর্তীতে নারী একক (1884) ও
ডাবলস বিভাগ যোগ করা হয়।
- এটি পরিচালনা করে: All England Lawn Tennis
and Croquet Club (AELTC)।

0
Updated: 9 hours ago
ন্যাটোর কোন অনুচ্ছেদে 'Open Door Policy' সম্পর্কে বর্ণনা করা হয়েছে?
Created: 19 hours ago
A
অনুচ্ছেদ - ৬
B
অনুচ্ছেদ - ৮
C
অনুচ্ছেদ - ১০
D
অনুচ্ছেদ - ১২
ন্যাটো (NATO) হলো একটি সামরিক ও প্রতিরক্ষা জোট, যার প্রতিষ্ঠার চুক্তিটি ১৪টি অনুচ্ছেদে বিন্যস্ত। ন্যাটোর সদস্য হওয়ার জন্য দেশকে ইউরোপীয় হওয়ার শর্ত পূরণ করতে হয়, এবং নতুন সদস্য অন্তর্ভুক্তি করা হয় অনুচ্ছেদ ১০: Open Door Policy অনুযায়ী।
-
অনুচ্ছেদ ১: শান্তিপূর্ণ সমাধান
-
অনুচ্ছেদ ২: বন্ধুত্বপূর্ণ সম্পর্ক
-
অনুচ্ছেদ ৩: প্রতিরক্ষা সক্ষমতা
-
অনুচ্ছেদ ৪: পরামর্শ
-
অনুচ্ছেদ ৫: সম্মিলিত প্রতিরক্ষা
-
অনুচ্ছেদ ৬: আক্রমণের সংজ্ঞা
-
অনুচ্ছেদ ৭: জাতিসংঘ সনদের বাধ্যবাধকতা
-
অনুচ্ছেদ ৮: অ-দ্বন্দ্বমূলক সম্পৃক্ততা
-
অনুচ্ছেদ ৯: বাস্তবায়ন পরিষদ
-
অনুচ্ছেদ ১০: অতিরিক্ত পক্ষসমূহ / নতুন সদস্য দেশ অন্তর্ভুক্তি (Open Door Policy)
-
অনুচ্ছেদ ১১: চুক্তি অনুমোদন এবং প্রয়োগ
-
অনুচ্ছেদ ১২: চুক্তি পর্যালোচনা
-
অনুচ্ছেদ ১৩: জোটের সদস্যতা ত্যাগ
-
অনুচ্ছেদ ১৪: চুক্তির অন্যান্য সংস্করণের গ্রহণযোগ্যতা
উৎস:

0
Updated: 19 hours ago
কোন দেশে 'ভেলভেট বিপ্লব' (Velvet Revolution) সংঘটিত হয়েছিল?
Created: 2 days ago
A
তিউনিশিয়া
B
স্লোভারিয়া
C
জর্জিয়া
D
স্লোভাকিয়া
ভেলভেট বিপ্লব (Velvet Revolution) সংঘটিত হয় ১৯৮৯ সালের নভেম্বর-ডিসেম্বরে চেকোস্লোভাকিয়ায় (বর্তমানে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া) এবং এটি ৪০ বছরের বেশি সময় ধরে চলা কমিউনিস্ট শাসনের অবসান ঘটায়। এই বিপ্লবকে Gentle Revolution ও বলা হয়।
মূল তথ্য:
-
১৬ নভেম্বর: ব্রাটিস্লাভায় ছাত্ররা শান্তিপূর্ণ প্রতিবাদে অংশ নেয়
-
১৭ নভেম্বর: প্রাগে ছাত্র মিছিল, যা ৫০ বছর আগে জার্মান অধিকৃত প্রাগের ছাত্র বিক্ষোভকে স্মরণে অনুষ্ঠিত হয়; পুলিশ ছাত্রদের নৃশংসভাবে দমন করে
-
আন্দোলনের নেতৃত্ব দেয় "সিভিক ফোরাম"
-
২৭ নভেম্বর: সাধারণ ধর্মঘটের মাধ্যমে জনগণ মুক্ত নির্বাচন এবং একদলীয় শাসনের অবসান দাবি করে
-
১০ ডিসেম্বর ১৯৮৯: প্রেসিডেন্ট গুস্তাভ হুসাক পদত্যাগ করেন
-
২৯ ডিসেম্বর ১৯৮৯: ভ্যাক্লাভ হাভেল (Václav Havel) অন্তর্বর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হন
-
জুলাই ১৯৯০: হাভেল চেকোস্লোভাকিয়ার প্রথম noncommunist নেতা হন
অন্যান্য শান্তিপূর্ণ বা জনপ্রতিবাদী বিপ্লবের উদাহরণ:
-
রোজ বিপ্লব: জর্জিয়া, ২০০৩, নির্বাচনী কারচুপির প্রতিবাদে
-
জেসমিন বিপ্লব: তিউনিশিয়া, ২০১১, স্বৈরশাসনের বিরুদ্ধে
-
টিউলিপ বিপ্লব: কিরগিজস্তান, ২০০৫, নির্বাচনী কারচুপির প্রতিবাদে
উৎস:

0
Updated: 2 days ago
পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ কোনটি?
Created: 1 month ago
A
মাদাগাস্কার
B
গ্রিনল্যান্ড
C
বোর্নিও
D
নিউ গিনি
গ্রিনল্যান্ড সম্পর্কিত তথ্য
-
অবস্থান ও আকৃতি:
-
পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ
-
অবস্থান: উত্তর আটলান্টিক মহাসাগরে
-
দ্বীপটির অধিকাংশ উত্তর অর্ধগোলার মধ্যে
-
-
রাজনৈতিক অবস্থা:
-
ডেনমার্কের অধীনে স্বায়ত্বশাসিত দ্বীপরাষ্ট্র
-
রাজধানী: নুক (Nuuk)
-
আয়তন: ২১,৬৬,০০০ বর্গ কিমি (প্রায়)
-
-
অন্যান্য গুরুত্বপূর্ণ দ্বীপের আয়তন:
-
নিউ গিনি: ৮২১,৪০০ বর্গ কিমি
-
বোর্নিও: ৭৪৮,১৬৮ বর্গ কিমি
-
মাদাগাস্কার: ৫৮৭,২৯৫ বর্গ কিমি
-
তথ্যসূত্র: Britannica.com

0
Updated: 1 month ago