যুক্তরাজ্যে আইনসভার নিম্নকক্ষের নাম-
A
হাউস অব কমন্স
B
সিনেট
C
হাউস অব লর্ডস
D
হাউজ অব রিপ্রেজেন্টেটিভ
উত্তরের বিবরণ
যুক্তরাজ্যের পার্লামেন্ট:
- যুক্তরাজ্যের পালামেন্ট দুই কক্ষবিশিষ্ট।
- উচ্চকক্ষ হলো হাউস অব লর্ডস।
- হাউজ অব লর্ডস ৭৯৩ জন সদস্য।
- এবং নিম্নকক্ষ হলো হাউস অব কমন্স।
- হাউস অব কমন্সের সদস্যরা জনগণের প্রত্যক্ষ ভোটে পাঁচ বছরের জন্যে নির্বাচিত হয়।
- এর আসন সংখ্যা ৬৫০টি।
অন্যদিকে,
- যুক্তরাষ্ট্রের আইন সভার নাম কংগ্রেস।
-হাউজ অব রিপ্রেজেন্টেটিভ হলো যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষ।
- হাউজ অব রিপ্রেজেন্টেটিভস ৪৩৫ জন সদস্য।
- সিনেট উচ্চ কক্ষ।
- সিনেট (৫০*২ = ১০০ জন) সদস্য।

0
Updated: 9 hours ago
Federal Bureau of Investigation এর প্রতিষ্ঠাতা কে?
Created: 2 days ago
A
জোসেফ ওনাপার্ট
B
চার্লস জোসে
C
জোসেফ বোনাপার্ট
D
চার্লস হ্যারি
FBI (Federal Bureau of Investigation)
-
পূর্ণরূপ: Federal Bureau of Investigation
-
প্রকার: যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা ও আইন প্রয়োগকারী সংস্থা
-
সংস্থার অধীন: মার্কিন যুক্তরাষ্ট্রের আইন মন্ত্রণালয় (United States Department of Justice)
-
সদর দপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র
-
প্রতিষ্ঠাতা: চার্লস জোসেফ বোনাপার্ট
সূত্র:

0
Updated: 2 days ago
বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ-
Created: 1 month ago
A
নিউগিনি
B
গ্রিনল্যান্ড
C
মাদাগাস্কার
D
বোর্নিও
গ্রীনল্যান্ড
-
গ্রীনল্যান্ড পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ।
-
এটি উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত।
-
স্থানীয় ভাষায় গ্রীনল্যান্ডকে বলা হয় কালালিত নুনাত, যার অর্থ “গ্রীনল্যান্ডবাসীদের দেশ”।
-
এটি পরিচিত এর বিশাল তুন্দ্রা অঞ্চল ও হিমবাহের জন্য।
-
গ্রীনল্যান্ডের রাজধানী হলো নুক (ডেনিশ ভাষায় গোথহোব)।
বিশ্বের অন্যান্য বৃহত্তম দ্বীপ
-
২য় বৃহত্তম দ্বীপ → নিউ গিনি
-
৩য় বৃহত্তম দ্বীপ → বোর্নিও
-
৪র্থ বৃহত্তম দ্বীপ → মাদাগাস্কার
উৎস: Britannica

0
Updated: 1 month ago
বিশ্বের সর্বোচ্চ 'গ্র্যান্ড ক্যানিয়ন' সেতু নির্মাণ করেছে কোন দেশ? (সেপ্টেম্বর, ২০২৫)
Created: 1 week ago
A
যুক্তরাষ্ট্র
B
চীন
C
ফ্রান্স
D
জার্মানি
বিশ্বের সর্বোচ্চ সেতু:
- বিশ্বের সবচেয়ে উঁচু সেতু চীনের হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজ।
- চীনের গুইঝৌ প্রদেশের হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন সেতুর মোট দৈর্ঘ্য ২,৯০০ মিটার, যার মূল অংশ ১,৪২০ মিটার লম্বা।
- ব্রিজটি নদীর স্তর থেকে ২,০৫১ ফুট (৬২৫ মিটার) উঁচুতে অবস্থিত।
- উদ্বোধনের পর এটি বিশ্বের সর্বোচ্চ সেতু এবং পাহাড়ি এলাকায় নির্মিত সবচেয়ে দীর্ঘ স্প্যানের সেতুর রেকর্ড গড়বে।
- সেতুর নির্মাণ প্রকল্প ২০২২ সালের জানুয়ারি থেকে কাজ শুরু হয় এবং সেপ্টেম্বর ২০২৫ সালে জনসাধারণের জন্য এটি উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে।
- বিশ্বের ১০টি সর্বোচ্চ সেতুর মধ্যে আটটি চীনের গুইঝৌতে অবস্থিত।

0
Updated: 1 week ago