কোন দুই দেশের মধ্যে শত বছরব্যাপী যুদ্ধ হয়েছিল?
A
স্পেন ও তুরস্ক
B
যুক্তরাষ্ট্র ও রাশিয়া
C
ফ্রান্স ও ইংল্যান্ড
D
জার্মানি ও ফ্রান্স
উত্তরের বিবরণ
শতবর্ষব্যাপী যুদ্ধ (১৩৩৭–১৪৫৩):
- সময়কাল: ১৩৩৭ থেকে ১৪৫৩ সাল পর্যন্ত (মোট ১১৬ বছর)।
- পক্ষসমূহ: ইংল্যান্ড বনাম ফ্রান্স
• যুদ্ধের সূচনা:
- ইংল্যান্ডের রাজা এডওয়ার্ড তৃতীয়, যিনি ফ্রান্সের রাজা ফিলিপ চতুর্থের নাতি, ফরাসি সিংহাসনের উত্তরাধিকার হিসেবে নিজেকে দাবি করেন।
- তার দাবি প্রত্যাখ্যান করলে, তিনি প্রতিশোধ হিসেবে ফ্রান্স আক্রমণ শুরু করেন।
• উল্লেখযোগ্য ব্যক্তিত্ব:
- জোয়ান অব আর্ক (Joan of Arc): ফরাসিদের অনুপ্রাণিত করেন মাতৃভূমি রক্ষায়।
- ইংরেজদের ফ্রান্স থেকে বিতাড়িত করা হয়, শুধুমাত্র কালাই শহর (Calais) ইংরেজদের দখলে থাকে।
• ফলাফল:
- উভয় দেশের অর্থনীতি ও সমাজব্যবস্থায় ব্যাপক ধ্বংস।
- ফরাসি রাজতন্ত্র শক্তিশালী হয়।
- ইংল্যান্ড ইউরোপের
বদলে ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারে মনোনিবেশ করে।

0
Updated: 9 hours ago
’সাত পাহাড়ের শহর’ নামে পরিচিত-
Created: 1 month ago
A
রোম
B
ইস্তাম্বুল
C
লিসবন
D
ভিয়েনা
রোমের ভৌগলিক উপনাম
-
রাজধানী: রোম, ইতালি
-
উপনাম: “সাত পাহাড়ের শহর”
-
কারণ: প্রাচীন রোম শহরটি গঠিত হয়েছিল সাতটি ছোট পাহাড় বা টিলার উপর
-
সাতটি পাহাড়:
-
Aventine Hill
-
Caelian Hill
-
Capitoline Hill
-
Esquiline Hill
-
Palatine Hill
-
Quirinal Hill
-
Viminal Hill
-
উৎস: ঐতিহাসিক ও ভৌগলিক তথ্য

0
Updated: 1 month ago
নিচের কোনটি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সামরিক পুরস্কার হিসেবে পরিচিত?
Created: 2 days ago
A
Medal of Honor
B
Honour for Velour
C
Legion of Honor
D
Victoria Cross
Medal of Honor হলো যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সামরিক পুরস্কার, যা প্রদত্ত হয় সৈনিকদের অসাধারণ সাহসিকতা ও আত্মত্যাগের জন্য।
মূল তথ্য:
-
প্রবর্তিত: নৌবাহিনীর জন্য ১৮৬১, সেনাবাহিনীর জন্য ১৮৬২
-
প্রাথমিকভাবে কেবল সৈনিকদের জন্য, পরবর্তীতে অফিসাররাও পান
-
ধরণ অনুযায়ী:
-
সেনাবাহিনীর মেডাল: শুধুমাত্র যুদ্ধক্ষেত্রে বীরত্বের জন্য
-
নৌবাহিনীর মেডাল: যুদ্ধ ও অযুদ্ধক্ষেত্র উভয়ের জন্য (১৯৪২ পর্যন্ত), পরবর্তীতে শুধুমাত্র যুদ্ধক্ষেত্রের জন্য সীমাবদ্ধ
-
-
বৈশিষ্ট্য:
-
নীল ফিতায় ঝুলানো
-
ফিতার কেন্দ্রে ১৩টি সাদা তারা
-
মেডালের পেছনে খোদাই: "The Congress to…"
-
বিজয়ীর নাম মেডালে উল্লেখিত
-
-
গুরুত্ব: আত্মত্যাগ, বীরত্ব এবং নিষ্ঠার সর্বোচ্চ প্রতীক
অন্য দেশের সমতুল্য সর্বোচ্চ সামরিক খেতাব:
-
ব্রিটেন: Victoria Cross (ভিক্টোরিয়া ক্রস)
-
ফ্রান্স: Legion of Honor (লিজিয়ন অব অনার)
-
জার্মানি: The Cross of Honour for Valour
-
ভারত: Param Vir Chakra (পরম বীর চক্র)
উৎস:

0
Updated: 2 days ago
নিচের কোন দেশটি পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র নয়?
Created: 1 month ago
A
ফ্রান্স
B
ভারত
C
জার্মানি
D
পাকিস্তান
জার্মানির পারমাণবিক অবস্থান:
-
জার্মানি পারমাণবিক অস্ত্রধারী দেশ নয়।
-
এটি NPT (Non-Proliferation Treaty) এর সদস্য এবং তার নিরাপত্তা নির্ভর করে NATO ও যুক্তরাষ্ট্রের পারমাণবিক ছাউনি/নিরাপত্তার ওপর।
-
জার্মান ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের কিছু পারমাণবিক অস্ত্র মোতায়েন আছে, তবে নিয়ন্ত্রণ সম্পূর্ণ যুক্তরাষ্ট্রের হাতে।
পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রের উদাহরণ:
-
চীন (১৯৬৪)
-
ভারত (১৯৭৪, "Smiling Buddha")
-
পাকিস্তান (১৯৯৮)
উৎস: Britannica, The Daily Star।

0
Updated: 1 month ago