’বেলফোর ঘোষণা’ কোন বিষয়টির সাথে সম্পর্কযুক্ত?
A
আয়ারল্যান্ড রাষ্ট্র প্রতিষ্ঠা
B
ইহুদিদের জন্য একটি জাতীয় আবাস প্রতিষ্ঠা
C
ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠা
D
জাতিসংঘ সদস্য পদ লাভ করা
উত্তরের বিবরণ
বেলফোর ঘোষণা (১৯১৭)
-
তারিখ: ২ নভেম্বর, ১৯১৭
-
প্রেক্ষাপট: ব্রিটিশ পররাষ্ট্র সচিব আর্থার জেমস বেলফোর লিওনেল ওয়াল্টার রথসচাইল্ড (অ্যাংলো-ইহুদি সম্প্রদায়ের নেতা)কে চিঠি প্রেরণ করেন
-
উদ্দেশ্য: প্যালেস্টাইনে ইহুদিদের জন্য একটি জাতীয় আবাস প্রতিষ্ঠার প্রতি ব্রিটিশ সরকারের সমর্থন
-
প্রভাব:
-
ইহুদি জনগণের জন্য জাতীয় আবাসের প্রতিশ্রুতি দিলেও এর সুনির্দিষ্ট অর্থ বিতর্কিত
-
সাইকস-পিকট চুক্তি ও হুসেইন-ম্যাকমোহন পত্রাচারের সঙ্গে সাংঘর্ষিক
-
১৯৪৮ সালের ১৪ মে ইসরাইল রাষ্ট্রের জন্মের ভিত্তি হিসেবে প্রভাব ফেলে
-
-
মূল নথি: ব্রিটিশ লাইব্রেরিতে সংরক্ষিত
0
Updated: 1 month ago
'লস্কর-ই-তৈয়বা' কোন ধরনের সংগঠন?
Created: 2 months ago
A
আরব মানবাধিকার সংস্থা
B
ভারতের বামপন্থী দল
C
পাকিস্তানি জঙ্গি সংগঠন
D
মহাকাশ গবেষণা সংস্থা
লস্কর-ই-তৈয়বা
-
অর্থ: “শুদ্ধদের বাহিনী” বা “Army of the Pure”
-
সংজ্ঞা: পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী সংগঠন, যা মূলত ভারতের জম্মু ও কাশ্মীর উপত্যকায় তৎপর।
-
অঞ্চল: কাশ্মীর উপত্যকায় কার্যক্রম হলেও এর পরিচালনা পাকিস্তান থেকে হয়।
-
ধর্মীয় প্রভাব: সুন্নি ইসলামের ওয়াহাবি সম্প্রদায় দ্বারা প্রভাবিত।
-
প্রতিষ্ঠাতা: হাফিজ সাঈদ
-
প্রতিষ্ঠার সময়: ১৯৮০ সালের দিকে
-
প্রথম অনুপ্রবেশ: ১৯৯৩ সালে জম্মু ও কাশ্মীরে
সংশ্লিষ্ট সংগঠন:
-
জামাত-উদ-দাওয়া (Jamaat-ud-Dawa): লস্কর-এর মূল সামাজিক-মুখো সংগঠন।
উৎস: ব্রিটানিকা
0
Updated: 2 months ago
Green Cross International-এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
Created: 2 months ago
A
আমস্টারডাম, নেদারল্যান্ডস
B
কানকুন, মেক্সিকো
C
জেনেভা, সুইজারল্যান্ড
D
ইয়েনচিয়ন, দক্ষিণ কোরিয়া
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
আন্তর্জাতিক রাজনৈতিক সংস্থা
আন্তর্জাতিক রেড ক্রস
আন্তর্জাতিক সংস্থা
জেনেভা কনভেনশন
Green Cross International (GCI)
-
ধরন: পরিবেশবাদী আন্তর্জাতিক সংস্থা
-
প্রতিষ্ঠা: ১৯৯৩
-
আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: ১৮ এপ্রিল, ১৯৯৩
-
প্রতিষ্ঠাতা: প্রাক্তন সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ
-
সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড
-
সদস্যসংখ্যা: বর্তমানে ৩০টি দেশে
প্রতিষ্ঠার প্রেক্ষাপট
-
রিও ডি জেনিরোতে ১৯৯২ সালের Earth Summit (আর্থ সামিট) এর মাধ্যমে গঠিত উদ্যোগের ভিত্তিতে GCI তৈরি হয়।
-
৬ জুন, ১৯৯২, রিও সামিটে প্রতিনিধিরা গর্বাচেভকে GCI প্রতিষ্ঠার আহ্বান জানান।
-
একই সময়ে, সুইস ন্যাশনাল কাউন্সিলের এমপি রোল্যান্ড উইডারকেহর 'World Green Cross' প্রতিষ্ঠা করেন।
-
পরবর্তীতে দুইটি সংস্থা একীভূত হয়ে Green Cross International নামে প্রতিষ্ঠিত হয়।
-
আনুষ্ঠানিকভাবে ১৮ এপ্রিল, ১৯৯৩ সালে কিয়োটো, জাপান এ কার্যক্রম শুরু হয়।
উৎস: Green Cross International ওয়েবসাইট
0
Updated: 2 months ago
ভারত-পাকিস্তানের মধ্যে তাসখন্দ চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়?
Created: 1 month ago
A
১৯৬৩ সালে
B
১৯৬৪ সালে
C
১৯৬৫ সালে
D
১৯৬৬ সালে
তাসখন্দ চুক্তি
-
১৯৬৬ সালের ১০ জানুয়ারি স্বাক্ষরিত।
-
কাশ্মীরকে কেন্দ্র করে ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের আপাত অবসান ঘটায়।
-
স্বাক্ষর স্থল: তাসখন্দ, উজবেকিস্তান (সাবেক সোভিয়েত ইউনিয়ন)।
-
মধ্যস্থতাকারী: সোভিয়েত প্রধানমন্ত্রী আলেক্সি কোসিজিন।
-
স্বাক্ষরকারী: ভারতীয় প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রী ও পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ূব খান।
0
Updated: 1 month ago