নিচের কোনটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ নয়?
A
যুক্তরাষ্ট্র
B
যুক্তরাজ্য
C
কানাডা
D
ফ্রান্স
উত্তরের বিবরণ
- কানাডা
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ নয়।
জাতিসংঘ:
- জাতিসংঘের ছয়টি মূল অঙ্গসংস্থার
মধ্যে নিরাপত্তা পরিষদ অন্যতম ও সর্বাধিক প্রভাবশালী।
- এই পরিষদের প্রধান দায়িত্ব হলো বিশ্ব শান্তি
ও নিরাপত্তা রক্ষা করা।
- নিরাপত্তা পরিষদে মোট ১৫টি সদস্যরাষ্ট্র
রয়েছে,
- এর মধ্যে পাঁচটি স্থায়ী ও দশটি অস্থায়ী
সদস্য।
- পাঁচটি স্থায়ী সদস্য হলো: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া এবং চীন।
- ভেটো শব্দের অর্থ "আমি ইহা মানি
না"- অর্থাৎ, এই ক্ষমতার মাধ্যমে
একটি প্রস্তাব আটকে দেওয়া যায়।
- নিরাপত্তা পরিষদে কোনো প্রস্তাব গৃহীত
হতে হলে পাঁচটি স্থায়ী
সদস্যসহ মোট ৯টি সদস্যের
সম্মতি প্রয়োজন হয়।
- কিন্তু যদি যেকোনো একটি
স্থায়ী সদস্য ভেটো প্রয়োগ করে,
তাহলে প্রস্তাবটি বাতিল হয়ে যায়।

0
Updated: 9 hours ago
কোন দেশে সর্ব প্রথম ‘ওরেশনিক ক্ষেপণাস্ত্র’ ব্যবহার করা হয়?
Created: 1 week ago
A
ফিলিস্তিন
B
রাশিয়া
C
ইউক্রেন
D
উপরের কোনটি নয়
ক্ষেপণাস্ত্র:
- ওরেশনিক, রাশিয়ায় যার অর্থ ‘হ্যাজেল ট্রি’ (বিশেষ ধরনের একটি বৃক্ষ) এক নতুন মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র।
- ‘আরএস–২৬ রুবেজ’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) ওপর ভিত্তি করে তৈরি করা হয় ওরেশনিক।
- ওরেশনিক ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে ১০ গুণ গতিতে যেতে পারে।
- এ ক্ষেপণাস্ত্রের তিন থেকে ছয়টি ওয়ারহেড (ক্ষেপণাস্ত্রের মুখ বা যে অংশ বিস্ফোরক থাকে) রয়েছে।
- ইউক্রেনের নিপ্রোতে ওরেশনিক ক্ষেপণাস্ত্র প্রথম ব্যবহার করে রাশিয়া।

0
Updated: 1 week ago
ন্যাটোর সর্বশেষ সদস্য পদ লাভ করে কোন দেশ? [আগস্ট , ২০২৫]
Created: 2 days ago
A
ফিনল্যান্ড
B
উত্তর মেসিডোনিয়া
C
সুইডেন
D
কোনটি নয়
NATO (North Atlantic Treaty Organisation) হলো একটি রাজনৈতিক ও সামরিক জোট, যা ১৯৪৯ সালে যৌথ নিরাপত্তার নীতিতে প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর ব্রাসেলস, বেলজিয়ামে অবস্থিত।
মূল তথ্য:
-
প্রতিষ্ঠাতা সদস্য দেশ: ১২টি
-
বর্তমান সদস্য দেশ: ৩২টি (আগস্ট, ২০২৫ অনুযায়ী)
-
মুসলিম সদস্য দেশ: তুরস্ক (১৯৫২), আলবেনিয়া (২০০৯)
-
সর্বশেষ সদস্য দেশ: সুইডেন, ২০২৪ সালে যোগদান
-
ন্যাটো উত্তর আটলান্টিক চুক্তির উপর ভিত্তি করে গঠিত আন্তঃসরকারি সামরিক জোট
-
লক্ষ্য: পশ্চিম ইউরোপে সম্মিলিত নিরাপত্তা নিশ্চিত করা
-
মূলমন্ত্র: "A mind unfettered in deliberation"
-
ন্যাটোর গঠনতন্ত্র ও চুক্তি শুধুমাত্র সদস্য দেশগুলোর জন্য প্রযোজ্য
উৎস:

0
Updated: 2 days ago
’হিজরি সন’ গণনা শুরু হয় কত খ্রিস্টাব্দ থেকে?
Created: 1 week ago
A
৬২০ খ্রিস্টাব্দে
B
৬২২ খ্রিস্টাব্দে
C
৬২৮ খ্রিস্টাব্দে
D
৬২৫ খ্রিস্টাব্দে
হিজরি বর্ষপঞ্জি:
- ৬৩৮ খ্রীস্টাব্দে- হযরত ওমর কর্তৃক হিজরি বর্ষপঞ্জি (ইসলামি বর্ষপঞ্জি) প্রবর্তন হয়।
- ৬২২ খ্রীস্টাব্দে থেকে হিজরি সন গণনা শুরু [ হযরত মুহাম্মদ (সা.) এর মক্কা থেকে মদীনা হিযরতের দিন থেকে]।
- ৩৫৪/৩৫৫ দিনে বছর গণনা ।
- মোট মাস ১২ টি।
- মুহররম, সফর রবিউল আউয়াল, রবিউস সানি, জমাদিউস সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জ্বিলকদ এবং জ্বিলহজ্জ ।
উৎস:

0
Updated: 1 week ago