Amnesty International এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
A
লন্ডন
B
নিউইয়র্ক
C
মন্ট্রিল
D
নাইরোবি
উত্তরের বিবরণ
Amnesty
International:
- অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একটি মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক বেসরকারী সংস্থা।
- আন্তর্জাতিক পর্যায়ে মানবাধিকার বিষয়ের উত্তরণ ও মর্যাদা রক্ষায় জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত সার্বজনীন মানব অধিকার - সংক্রান্ত ঘোষণাপত্র বাস্তবায়নে সংস্থাটি একযোগে কাজ করে যাচ্ছে।
- প্রতিষ্ঠা- ১৯৬১, লন্ডন।
- প্রতিষ্ঠাতা – পিটার বেনেনসন, এরিক বেকার।
- সদর দপ্তর- লন্ডন।
- শান্তিতে নোবেল পুরস্কার লাভ ১৯৭৭ সালে।
- বর্তমান মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড।

0
Updated: 9 hours ago
ন্যাটোর সর্বশেষ সদস্য পদ লাভ করে কোন দেশ? [আগস্ট , ২০২৫]
Created: 2 days ago
A
ফিনল্যান্ড
B
উত্তর মেসিডোনিয়া
C
সুইডেন
D
কোনটি নয়
NATO (North Atlantic Treaty Organisation) হলো একটি রাজনৈতিক ও সামরিক জোট, যা ১৯৪৯ সালে যৌথ নিরাপত্তার নীতিতে প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর ব্রাসেলস, বেলজিয়ামে অবস্থিত।
মূল তথ্য:
-
প্রতিষ্ঠাতা সদস্য দেশ: ১২টি
-
বর্তমান সদস্য দেশ: ৩২টি (আগস্ট, ২০২৫ অনুযায়ী)
-
মুসলিম সদস্য দেশ: তুরস্ক (১৯৫২), আলবেনিয়া (২০০৯)
-
সর্বশেষ সদস্য দেশ: সুইডেন, ২০২৪ সালে যোগদান
-
ন্যাটো উত্তর আটলান্টিক চুক্তির উপর ভিত্তি করে গঠিত আন্তঃসরকারি সামরিক জোট
-
লক্ষ্য: পশ্চিম ইউরোপে সম্মিলিত নিরাপত্তা নিশ্চিত করা
-
মূলমন্ত্র: "A mind unfettered in deliberation"
-
ন্যাটোর গঠনতন্ত্র ও চুক্তি শুধুমাত্র সদস্য দেশগুলোর জন্য প্রযোজ্য
উৎস:

0
Updated: 2 days ago
G20 বিশ্বের মোট জিডিপির কত শতাংশের প্রতিনিধিত্ব করে?[ আগস্ট, ২০২৫]
Created: 20 hours ago
A
৭৫%
B
৬০%
C
৮৫%
D
৯০%
G-20 হলো একটি আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতা ফোরাম, যা বৈশ্বিক আর্থিক স্থিতিশীলতা, টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন এবং আন্তর্জাতিক বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে কাজ করে। এটি বৈশ্বিক মোট জিডিপির (GDP) ৮৫% এবং আন্তর্জাতিক বাণিজ্যের ৭৫%-এর বেশি প্রতিনিধিত্ব করে।
-
প্রতিষ্ঠাকাল: ১৯৯৯
-
ধরন: আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতা ফোরাম
-
মোট সদস্য সংখ্যা: ২১টি
-
১৯টি দেশ: আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র
-
২টি সংস্থা: ইউরোপীয় ইউনিয়ন এবং আফ্রিকান ইউনিয়ন (২১তম সদস্য)
-
-
সদস্য নয়: সুইজারল্যান্ড
উৎস:

0
Updated: 20 hours ago
Arab League গঠনের মূল ভিত্তি কোন প্রোটোকল?
Created: 21 hours ago
A
Cairo Protocol
B
Alexandria Protocol
C
Riyadh Agreement
D
Baghdad Treaty
আরব লীগের ভিত্তি হলো Alexandria Protocol, যা সদস্য দেশগুলোর মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতার পথ সুগম করে। এটি মূলত মধ্যপ্রাচ্যের দেশগুলোর একটি আঞ্চলিক সংগঠন।
-
উদ্দেশ্য: রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সমন্বয় সাধন এবং সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে বন্ধন সুদৃঢ় করা
-
প্রটোকল স্বাক্ষরের তারিখ: ৭ অক্টোবর, ১৯৪৪
-
গঠনকাল: ২২ মার্চ, ১৯৪৫ (Alexandria Protocol-এর ভিত্তিতে)
-
প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ: মিশর, ইরাক, জর্ডান, লেবানন, সৌদি আরব, সিরিয়া ও উত্তর ইয়েমেন (মোট ৭টি)
-
সদরদপ্তর: কায়রো, মিশর
-
বর্তমান সদস্য সংখ্যা: ২২টি রাষ্ট্র [আগস্ট ২০২৫ অনুযায়ী]
-
সেক্রেটারি জেনারেল: Mr. Ahmed Aboul Gheit [আগস্ট ২০২৫ অনুযায়ী]
-
অফিসিয়াল ভাষা: আরবি
উৎস:

0
Updated: 21 hours ago