‘অবশেষ’ শব্দটিতে ‘অব’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
A
সম্যক
B
প্রতিকুল
C
অল্পতা
D
নিম্নে
উত্তরের বিবরণ
• 'অব' একটি তৎসম বা সংস্কৃত উপসর্গ।
বিভিন্ন অর্থে 'অব' উপসর্গের ব্যবহার:
- অল্পতা অর্থে = অবশেষ, অবসান, অবেলা।
- হীনতা অর্থে = অবজ্ঞা, অবমাননা।
- নিম্নমুখী অর্থে = অবতরণ।
- সম্যকভাবে অর্থে = অবরোধ, অবগাহন।
0
Updated: 1 month ago
নিচের কোনটি শুদ্ধ বাক্য?
Created: 1 month ago
A
আমি সাক্ষী দিব না।
B
একটা গোপনীয় কথা বলি।
C
এ কথা প্রমাণ হয়েছে।
D
অনাবশ্যকীয় ব্যাপারে কৌতূহল ভালো নয়।
শুদ্ধ বাক্য: একটা গোপনীয় কথা বলি।
কিছু অশুদ্ধ ও শুদ্ধ বাক্যের উদাহরণ:
-
অশুদ্ধ: আমি সাক্ষী দিব না।
শুদ্ধ: আমি সাক্ষ্য দিব না। -
অশুদ্ধ: এ কথা প্রমাণ হয়েছে।
শুদ্ধ: এ কথা প্রমাণিত হয়েছে। -
অশুদ্ধ: অনাবশ্যকীয় ব্যাপারে কৌতূহল ভালো নয়।
শুদ্ধ: অনাবশ্যক ব্যাপারে কৌতূহল ভালো নয়।
0
Updated: 1 month ago
কোন শব্দটির কোনো স্ত্রীবাচক শব্দ হয় না?
Created: 1 month ago
A
অজ
B
নর
C
কবিরাজ
D
কবি
কতগুলো শব্দ কেবল পুরুষবাচক বোঝায়, এদের কোন স্ত্রীবাচক হয় না। যেমন: কবিরাজ, কৃতদার, অকৃতদার, ঢাকী ইত্যাদি।
0
Updated: 1 month ago
'আবাহন' শব্দের বিপরীতার্থক শব্দ কী হবে?
Created: 1 month ago
A
অবরোহন
B
আহন
C
তিরোভাব
D
বিসর্জন
বাংলা ভাষায় বিপরীতার্থক শব্দ জানার মাধ্যমে শব্দের অর্থ আরও সুস্পষ্টভাবে বোঝা যায় এবং ভাষার ব্যবহার সমৃদ্ধ হয়। নিচে কিছু গুরুত্বপূর্ণ বিপরীতার্থক শব্দ দেওয়া হলো।
-
আবাহন ↔ বিসর্জন
-
আকুঞ্চন ↔ প্রসারণ
-
সংহত ↔ বিভক্ত
-
প্রসারিত ↔ সংকুচিত
-
হত ↔ জীবিত
-
সংযত ↔ অসংযত
উৎস:
0
Updated: 1 month ago