‘জমিদার দর্পণ’ নাটকের পটভূমি কী?
A
চট্টগ্রামের তেভাগা আন্দোলন
B
সাঁওতাল বিদ্রোহ
C
কুষ্টিয়ার নীল বিদ্রোহ
D
সিরাজগঞ্জের কৃষক বিদ্রোহ
উত্তরের বিবরণ
'জমিদার দর্পণ' নাটক:
- লেখক মীর মশাররফ হোসেন রচিত নাটক 'জমিদার দর্পণ'।
- নাটকটি ১৮৭২-৭৩ সালে সিরাজগঞ্জে সংঘটিত কৃষক-বিদ্রোহের পটভূমিকায় রচিত।
- অত্যাচারী ও চরিত্রহীন জমিদার হায়ওয়ান আলীর অত্যাচার এবং অধীনস্ত প্রজা আবু মোল্লার গর্ভবতী স্ত্রী নূরন্নেহারকে ধর্ষন ও হত্যার কাহিনি এর মূল ঘটনা।
- ‘জমিদার দর্পণ’ উনিশ শতকের কৃষক শ্রেণির জীবনধারার উপর ভিত্তি করে রচিত ঐ শতাব্দের একটি উল্লেখযোগ্য সাহিত্যকর্ম।
মীর মশাররফ হোসেন রচিত নাটক:
- বসন্তকুমারী,
- জমীদার দর্পণ,
- বেহুলা গীতাভিনয়।
0
Updated: 1 month ago
মীর মশাররফ হোসেন কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?
Created: 4 weeks ago
A
১৮৬১ সালে
B
১৮২০ সালে
C
১৮৪৭ সালে
D
১৮৭৭ সালে
মীর মশাররফ হোসেন বাংলা সাহিত্য ইতিহাসে একজন অগ্রগণ্য ঔপন্যাসিক, নাট্যকার ও প্রাবন্ধিক হিসেবে পরিচিত। তিনি বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিক হিসেবে বিশেষ খ্যাতি অর্জন করেন। তাঁর লেখায় সমাজ, ধর্ম, মানবপ্রেম ও নৈতিকতার বিষয় গভীরভাবে প্রতিফলিত হয়েছে।
জীবনপরিচয়:
-
জন্ম: ১৮৪৭ সালের ১৩ নভেম্বর, কুষ্টিয়া জেলার লাহিনীপাড়া গ্রামে।
-
সাহিত্যগুরু: কাঙ্গাল হরিনাথ মজুমদার, ‘গ্রামবার্তা প্রকাশিকা’ পত্রিকার সম্পাদক।
-
প্রথম গ্রন্থ: ‘রত্নাবতী’, যা তাঁর সাহিত্যজীবনের সূচনা করে।
-
ছাত্রাবস্থায় তিনি সংবাদ প্রভাকর ও গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকায় মফঃস্বল সংবাদদাতার দায়িত্ব পালন করেন, যা তাঁর লেখালেখির প্রারম্ভিক ক্ষেত্র তৈরি করে।
-
তিনি পরবর্তীতে আজিজননেহার ও হিতকরী নামে দুটি পত্রিকা সম্পাদনা করেন।
-
মীর মশাররফ ছিলেন বঙ্কিমচন্দ্র যুগের অন্যতম শ্রেষ্ঠ গদ্যশিল্পী এবং উনিশ শতকের বাঙালি মুসলমান সাহিত্যিকদের অগ্রদূত।
সাহিত্যকর্ম:
নাটক:
-
বসন্তকুমারী
-
জমিদার দর্পণ
-
বেহুলা গীতাভিনয়
প্রহসন:
-
টালা অভিনয়
-
এর উপায় কি
-
ফাঁস কাগজ
-
ভাই ভাই এইতো চাই
উপন্যাস:
-
বিষাদ-সিন্ধু — তাঁর শ্রেষ্ঠ ও সর্বাধিক জনপ্রিয় রচনা, যা কারবালার ঐতিহাসিক ট্র্যাজেডিকে অবলম্বন করে রচিত।
আত্মজীবনীমূলক রচনা:
-
উদাসীন পথিকের মনের কথা
-
গাজী মিয়াঁর বস্তানী
-
আমার জীবনী
-
কুলসুম জীবনী ইত্যাদি
0
Updated: 4 weeks ago
নিচের কোনটি শুদ্ধ বানান?
Created: 1 month ago
A
শশিভূষন
B
কুজ্ঝটীকা
C
ইন্দ্রীয়
D
দৌরাত্ম্য
• বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
- শুদ্ধ বানান- দৌরাত্ম্য।
- এটি একটি সংস্কৃত শব্দ।
অর্থ-
- দুরাত্মার কাজ, উৎপীড়ন, পাপাচার।
অন্যদিকে,
- ’শশিভূষন’ শব্দের শুদ্ধরূপ- শশিভূষণ।
- ’কুজ্ঝটীকা’ শব্দের শুদ্ধরূপ- কুজ্ঝটিকা।
- ’ইন্দ্রীয়’ শব্দের শুদ্ধরূপ- ইন্দ্রিয়।
0
Updated: 1 month ago
‘গায়ে হলুদ’ কোন সমাসের উদাহরণ?
Created: 2 months ago
A
তৎপুরুষ সমাস
B
বহুব্রীহি সমাস
C
কর্মধারয় সমাস
D
দ্বন্দ্ব সমাস
'গায়ে হলুদ' বহুব্রাহী সমাসের উদাহরণ। যে সমাসে সমস্যমান পদগুলোর কোনোটির অর্থ না বুঝিয়ে, অন্য কোনো পদকে বোঝায়, তাকে বহুব্রীহি সমাস বলে।
যেমন: বহু ব্রীহি (ধান) আছে যার = বহুব্রীহি। এখানের 'বহু' কিংবা 'ধান' কোনোটিরই অর্থের প্রাধান্য নেই, যার বহু ধান আছে এমন লোককে বোঝাচ্ছে। বহুব্রীহি সমাসে সাধারণত যার, যাতে ইত্যাদি শব্দ ব্যাসবাক্যরূপে ব্যবহৃত হয়।
0
Updated: 2 months ago