'ইলশেগুড়িঁ' বাগ্ধারার অর্থ কী?
A
অত্যন্ত ছোট মাছ
B
গুড়িগুড়ি বৃষ্টি
C
গুড়ি গুড়ি কচুরিপানা
D
ইলিশের মৌসুম
উত্তরের বিবরণ
• 'ইলশেগুড়িঁ' বাগ্ধারার অর্থ গুড়িগুড়ি বৃষ্টি।
গুরুত্বপূর্ণ কয়েকটি এক কথায় প্রকাশ:
- কচুপোড়া - অখাদ্য বস্তু।
- একবনের শিয়াল - একদলের লোক।
- একডাকের পথ - অনতিদূর, খুব অল্প পথ।
- ঊনপঞ্চাশ বায়ু - পাগলামি।
- উদীচী ঊষা - উত্তর বা সুমেরুজ্যোতি।
- ইলশেগুড়ি - গুড়িগুড়ি বৃষ্টি।
- অন্নজল ওঠা - আয়ু শেষ হওয়া।
- অগাধ জল/সমুদ্র - চরম বিপদ।

0
Updated: 17 hours ago
নিচের কোনটি পারিভাষিক শব্দ?
Created: 2 weeks ago
A
ডাব
B
সচিব
C
কুচ্ছিত
D
বালতি
উপরোক্ত চারটি অপশনের মধ্যে "সচিব" পারিভাষিক শব্দ। secretary - সচিব

0
Updated: 2 weeks ago
'বেটাইম' শব্দটি গঠিত হয়েছে-
Created: 2 months ago
A
ফারসি ও ইংরেজি শব্দে
B
ফরাসি ও ইংরেজি শব্দে
C
ফারসি ও ফরাসি শব্দে
D
ফারসি ও হিন্দি শব্দে
‘বেটাইম’ শব্দে বে ফারসি উপসর্গ এবং টাইম ইংরেজি শব্দ।
- অর্থাৎ ফারসি উপসর্গ এবং ইংরেজি শব্দের সমন্বয়ে বেটাইম শব্দটি গঠিত।
অর্থ:
- অসময়,
- অসুবিধাজনক সময়।
- কোনাে কোনাে সময় দেশি ও বিদেশি শব্দের মিলনে শব্দদ্বৈত সৃষ্টি হয়ে থাকে।
যেমন:
- ‘কাঁচামাল’ (বাংলা + আরবি),
- রাজা-বাদশা (তৎসম + ফারসি),
- হাট-বাজার (বাংলা + ফারসি),
- চৌহদ্দি ( বাংলা + ফারসি),
- হেড-পণ্ডিত (ইংরেজি+তৎসম) ইত্যাদি।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

0
Updated: 2 months ago
‘Invoice’ এর বাংলা পারিভাষিক রূপ কোনটি?
Created: 2 weeks ago
A
চালান
B
পণ্যাগার
C
শুল্ক
D
বিনিয়োগ
Invoice হলো ব্যবসা-বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ নথি। এটি ক্রেতা ও বিক্রেতার মধ্যে লেনদেনের প্রমাণস্বরূপ দেওয়া হয়, যেখানে বিক্রিত পণ্য বা সেবার মূল্য, পরিমাণ, তারিখ, শর্তাবলী ইত্যাদি উল্লেখ থাকে। বাংলায় এর পারিভাষিক রূপ হলো চালান।
-
চালান: ক্রয়-বিক্রয় লেনদেনের কাগজ বা রশিদ, যা Invoice এর যথার্থ বাংলা প্রতিশব্দ।
-
পণ্যাগার: যেখানে পণ্য মজুদ থাকে, অর্থাৎ গুদামঘর। Invoice এর সাথে সম্পর্কিত নয়।
-
শুল্ক: আমদানি-রপ্তানির উপর সরকারের আরোপিত কর।
-
বিনিয়োগ: মুনাফার আশায় অর্থ, সম্পদ বা শ্রম ব্যয় করা।
তাই, Invoice = চালান।

0
Updated: 2 weeks ago