"উদয়াস্ত পরিশ্রম করব, তথাপি অন্যের দ্বারস্থ হব না।" বাক্যটি কোন ধরনের?
A
সরল
B
যৌগিক
C
জটিল
D
কোনোটিই নয়
উত্তরের বিবরণ
যৌগিক বাক্য:
- পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা মিশ্র বাক্য মিলিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করলে তাকে যৌগিক বাক্য বলে।যৌগিক বাক্যের অন্তর্গত নিরপেক্ষ বাক্যগুলো এবং, ও, কিন্তু, অথবা, অথচ, কিংবা, বরং, তথাপি প্রভৃতি অব্যয় যোগে সংযুক্ত বা সমন্বিত থাকে।
যেমন
- নেতা জনগণকে উৎসাহিত করলেন বটে, কিন্তু, কোনো পথ দেখাতে পারলেন না।
- বস্ত্র মলিন কেন, কেহ জিজ্ঞাসা করিলে সে ধোপাকে গালি পাড়ে, অথচ ধৌত বস্ত্রে তাহার গৃহ পরিপূর্ণ।
- উদয়াস্ত পরিশ্রম করব, তথাপি অন্যের দ্বারস্থ হব না।

0
Updated: 17 hours ago
শুদ্ধ বানান নির্ণয় করুন-
Created: 1 day ago
A
বুদ্ধিজীবি
B
গোধূলী
C
অন্তর্জগত
D
প্রোজ্জ্বল
বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধান অনুযায়ী শুদ্ধ ও অশুদ্ধ বানান পার্থক্য ভাষার সঠিক ব্যবহার নিশ্চিত করে। কিছু উদাহরণ নিচে দেওয়া হলো।
-
শুদ্ধ বানান: প্রোজ্জ্বল
-
অশুদ্ধ বানান ও সংশোধিত শুদ্ধ রূপ:
-
গোধূলি → গোধূলী
-
বুদ্ধিজীবি → বুদ্ধিজীবী
-
অন্তর্জগৎ → অন্তর্জগত
-
উৎস:

0
Updated: 1 day ago
'অনুরক্ত'- এর বিপরীত শব্দ কোনটি?
Created: 4 days ago
A
ত্যক্ত
B
বিরক্ত
C
আরক্ত
D
আসক্ত
অনুরক্ত শব্দের বিপরীত হলো বিরক্ত।
কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ:
-
নিয়ত = বিরত
-
উদ্ধত = বিনীত
-
ঔদ্ধত্য = বিনয়
-
প্রবিষ্ট = প্রস্থিত
-
দরদি = নির্মম, নির্দয়
উৎস:

0
Updated: 4 days ago
শুদ্ধ বাক্য নির্ণয় করুন-
Created: 1 day ago
A
শশীভূষণ কাল বাসায় এসেছিল।
B
কালীদাস বিখ্যাত কবি।
C
সে সম্ভ্রান্তশালী পরিবারে জন্মগ্রহণ করেছে।
D
বিপদগ্রস্তকে সাহায্য করো।
বাংলা ভাষায় শুদ্ধ বানান ও সঠিক শব্দচয়ন বাক্যের সঠিক অর্থ ও প্রাঞ্জলতা নিশ্চিত করে। নিচে কিছু উদাহরণ দেওয়া হলো।
-
শুদ্ধ বাক্য: বিপদগ্রস্তকে সাহায্য করো।
-
অশুদ্ধ ও শুদ্ধ বাকানের উদাহরণ:
-
অশুদ্ধ: কালীদাস বিখ্যাত কবি।
শুদ্ধ: কালিদাস বিখ্যাত কবি। -
অশুদ্ধ: শশীভূষণ কাল বাসায় এসেছিল।
শুদ্ধ: শশিভূষণ কাল বাসায় এসেছিল। -
অশুদ্ধ: সে সম্ভ্রান্তশালী পরিবারে জন্মগ্রহণ করেছে।
শুদ্ধ: সে সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছে।
-
উৎস:

0
Updated: 1 day ago