বাংলা স্বরধ্বনিতে কয়টি দীর্ঘ স্বরধ্বনি আছে?
A
৩
B
৪
C
৫
D
৭
উত্তরের বিবরণ
হ্রস্বস্বর:
যেসব স্বরধ্বনি উচ্চারণে কম সময় লাগে, তাদেরকে হ্রস্বস্বর বলে।
যেমন: অ, ই, উ, ঋ এই (৪টি হ্রস্বস্বর)।
দীর্ঘস্বর:
যেসব স্বরধ্বনি উচ্চারণে অপেক্ষাকৃত বেশি সময় লাগে, তাদেরকে দীর্ঘস্বর বলে।
যেমন: আ,ঈ, ঊ, এ, ঐ, ও, ঔ এই ৭টি দীর্ঘস্বর।
0
Updated: 1 month ago
‘তুমি না বলেছিলে এখানে আসবে’- এখানে ‘না’ এর ব্যবহার কি অর্থে?
Created: 1 day ago
A
প্রশ্নবোধক
B
না-বোধক
C
বিস্ময়সূচক
D
হ্যাঁ-বোধক
এই বাক্যে ‘না’ অব্যয়টি প্রকৃত অর্থে নিষেধ বা অস্বীকৃতি প্রকাশ করছে না, বরং বক্তার মনে একটি বিস্ময় ও নিশ্চিততার অনুভূতি প্রকাশ করছে। সাধারণত বাংলায় কথ্যভাষায় “না” শব্দটি এমনভাবে ব্যবহৃত হয়, যা কোনো ঘটনার সত্যতা বা প্রত্যাশা নিশ্চিত করতে সাহায্য করে।
– এখানে ‘তুমি না বলেছিলে’ দ্বারা বোঝানো হয়েছে, বক্তা বিষয়টি নিশ্চিতভাবে জানে যে, সে বলেছিল।
– এই ধরনের ব্যবহারকে ‘হ্যাঁ-বোধক না’ বলা হয়, যা সম্মতি বা স্মরণ করিয়ে দেওয়ার ভাব প্রকাশ করে।
– উদাহরণস্বরূপ, “তুই না কাল আসবি?” বাক্যেও একইভাবে সম্মতি ও প্রত্যাশা বোঝায়।
0
Updated: 1 day ago
'মলিন' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
Created: 1 month ago
A
গৌরাঙ্গ
B
সুশ্রী
C
উজ্জ্বল
D
সরস
'মলিন' শব্দের বিপরীতার্থক শব্দ হলো উজ্জ্বল। এর পাশাপাশি আরও কিছু শব্দ রয়েছে যেগুলোর বিপরীতার্থক রূপ নিচে দেওয়া হলো।
-
শ্যামল: গৌরাঙ্গ
-
সুশ্রী: কুশ্রী / বিশ্রী
-
সরস: নীরস
উৎস:
0
Updated: 1 month ago
'আকাশে বেড়ায় যে' এর এক কথায় প্রকাশ -
Created: 1 month ago
A
ক্রন্দসী
B
খেচর
C
সুরম্য
D
আরোহী
'আকাশে বেড়ায় যে' এর এক কথায় প্রকাশ হলো আকাশচারী বা খেচর। এই শব্দ দ্বারা সেই সমস্ত প্রাণী বা বস্তুকে বোঝানো হয়, যারা আকাশে বিচরণ করে বা উড়তে সক্ষম।
অন্যদিকে—
-
আরোহণ করে যে — আরোহী
-
অতিশয় রমণীয় — সুরম্য
-
আকাশ ও পৃথিবী — ক্রন্দসী
0
Updated: 1 month ago