নিচের কোনটি অশুদ্ধ বানান?
A
চৌহান
B
চ্যাংদোলা
C
চ্যাংড়ামি
D
চ্যাচামেচি
উত্তরের বিবরণ
প্রশ্ন: “নিচের কোনটি অশুদ্ধ বানান?”
সমাধান:
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে—
-
অশুদ্ধ বানান: চ্যাচামেচি
-
শুদ্ধ রূপ: চ্যাঁচামেচি (বিশেষ্য)
অর্থ:
-
একাধিক ব্যক্তির একসঙ্গে চিৎকার
-
হট্টগোল

0
Updated: 17 hours ago
কোনটি শুদ্ধ বানান?
Created: 3 weeks ago
A
স্বায়ত্ত্বশাসন
B
সায়ত্তশাসন
C
সায়ত্ত্বশাসন
D
স্বায়ত্তশাসন
শুদ্ধ বানান: স্বায়ত্তশাসন
উচ্চারণ: শায়ত্তশাশোন্
শব্দমূল: সংস্কৃত থেকে আগত। গঠিত হয়েছে – স্বায়ত্ত + শাসন।
অর্থ: এটি এমন একটি রাষ্ট্রব্যবস্থা বা কর্তৃত্ব বোঝায় যেখানে নিজস্বভাবে শাসন বা পরিচালনার ক্ষমতা থাকে। অর্থাৎ, রাষ্ট্র বা অঞ্চল স্বশাসিত, তবে একনায়কতান্ত্রিক শাসন বোঝায় না।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান

0
Updated: 3 weeks ago
শুদ্ধ বানান কোনটি?
Created: 1 month ago
A
নিরপরাধী
B
দারিদ্র্যতা
C
স্বার্থকতা
D
প্রাণিকুল
প্রাণিকুল বানানটি শুদ্ধ। 'নিরপরাধী' শব্দটির শুদ্ধ বানান নিরাপরাধ। 'দারিদ্রতা' শব্দটির শুদ্ধ বানান 'দারিদ্র্য' । স্বার্থকতার শুদ্ধ বানান হলো সার্থকতা।

0
Updated: 1 month ago
শুদ্ধ বানান কোনটি?
Created: 1 week ago
A
মুমুর্ষু
B
মূমুর্ষূ
C
মুমূর্ষু
D
মূমূর্ষ
মুমূর্ষু শব্দটির সঠিক বানান হলো মুমূর্ষু। এটি একটি বিশেষণ যা মূলত সংস্কৃত ভাষা থেকে এসেছে।
-
অর্থ:
-
মৃত্যুকাল আসন্ন এমন ব্যক্তি বা প্রাণী।
-
মরণাপন্ন।
-
মৃতপ্রায়।
-

0
Updated: 1 week ago