পেট্রোলের আগুন পানি দ্বারা নেভানো যায় না, কারণ-
A
পেট্রোলের সাথে পানি মিশে যায়
B
পেট্রোল পানির সাথে মিশে না
C
পেট্রোল পানির চেয়ে হালকা
D
খ ও গ উভয়ই ঠিক
উত্তরের বিবরণ
পেট্রোল হল একটি প্রাকৃতিক হাইড্রোকার্বন যা পানির তুলনায় অনেক হালকা। এই কারণে, যখন পেট্রোলের আগুনে পানি ঢালা হয়, পানি পেট্রোলের নিচে চলে যায় এবং দুইটি একসাথে মিশে না।
ফলে পেট্রোল আগুন উপরে থেকে অব্যাহত থাকে। পেট্রোলের আগুনের তাপমাত্রা খুব বেশি হওয়ায় পানি দ্রুত বাষ্পীভূত হয়ে যায় এবং আগুন নিভে না। তাই, পানি ব্যবহার করে পেট্রোলের আগুন নিভানো কার্যকর হয় না।
উৎস: "Fire Safety and Prevention," National Fire Protection Association (NFPA), nfpa.org

0
Updated: 2 months ago
ফারেনহাইট ও সেলসিয়াসের স্কেলে কত ডিগ্রি তাপমাত্রায় সমান তাপমাত্রা নির্দেশ করে?
Created: 2 months ago
A
০°
B
১০০°
C
৪°
D
- ৪০°
সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক নির্ধারণের জন্য আমরা নিচের সূত্রটি ব্যবহার করি:
C/5 = (F - 32)/9
এখানে, C = সেলসিয়াস তাপমাত্রা এবং F = ফারেনহাইট তাপমাত্রা।
এখন, যদি ধরা হয় উভয় স্কেলে তাপমাত্রা সমান (x), তাহলে সমীকরণ দাঁড়ায়—
x/5 = (x - 32)/9
এখন উভয় পক্ষকে গুণ করলে:
9x = 5x - 160
=> 4x = -160
=> x = -40
অতএব, সেলসিয়াস ও ফারেনহাইট উভয় স্কেলেই -৪০ ডিগ্রি তাপমাত্রা একই রকম মান নির্দেশ করে।
উৎস: পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড।

0
Updated: 2 months ago
পৃথিবীর প্রথম বাণিজ্যিক যোগাযোগ কৃত্রিম উপগ্রহ কোনটি?
Created: 1 month ago
A
আর্লিবার্ড হল
B
এস্ট্রোলার হল
C
ওবেরী হল
D
কসমস
পৃথিবীর প্রথম বাণিজ্যিক যোগাযোগের কৃত্রিম উপগ্রহ ছিল ইনটেলসেট-১, যেটি আর্লি বার্ড (Early Bird) নামেও পরিচিত।
এই উপগ্রহটি ১৯৬৫ সালের ৬ এপ্রিল মহাশূন্যে পাঠানো হয়।
নাসা এটি পৃথিবীর উপরে একটি নির্দিষ্ট কক্ষপথে (geosynchronous orbit) স্থাপন করে।
উৎস: নাসার ওয়েবসাইট

0
Updated: 1 month ago
CNG-এর অর্থ-
Created: 1 month ago
A
কার্বনমুক্ত নতুন পরিবেশ-বান্ধব তেল
B
নতুন ধরনের ট্যাক্সি ক্যাব
C
সীসামুক্ত পেট্রোল
D
কমপ্রেস করা প্রাকৃতিক গ্যাস
সিএনজি (CNG) বা কমপ্রেসড ন্যাচারাল গ্যাস হলো প্রাকৃতিক গ্যাসের একটি সংকুচিত রূপ। যখন প্রাকৃতিক গ্যাসকে অত্যন্ত উচ্চ চাপ দিয়ে সংকুচিত করা হয়, তখন যে জ্বালানি পাওয়া যায় তাকে সিএনজি বলা হয়। এটি একটি পরিবেশবান্ধব জ্বালানি মাধ্যম হিসেবে পরিচিত। বাংলাদেশ সরকার পরিবেশ দূষণ কমানোর লক্ষ্যে যানবাহনগুলোকে সিএনজিতে রূপান্তরের প্রচেষ্টাকে ২০০১ সালে একটি থ্রাস্ট সেক্টর হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং এই খাতকে উৎসাহিত করছে।
তথ্যসূত্র: রসায়ন দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 1 month ago