"পরীক্ষাচ্ছলে" শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি?
A
পরিক্ষা + চ্ছলে
B
পরীক্ষা + ছলে
C
পরীক্ষা + চ্ছলে
D
পরিক্ষা + ছলে
উত্তরের বিবরণ
• সন্ধির নিয়ম:
- স্বরধ্বনির পরে ছ্ থাকলে ছ্ স্থানে চ্ছ হয়।
যেমন:
- বৃক্ষ + ছায়া = বৃক্ষচ্ছায়া,
- কথা + ছলে = কথাচ্ছলে,
- পরীক্ষা + ছলে = পরীক্ষাচ্ছলে,
- প্রতি + ছবি = প্রতিচ্ছবি।

0
Updated: 17 hours ago
ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় কোনটি?
Created: 5 days ago
A
সমাস
B
সন্ধি
C
প্রত্যয়
D
বাচ্য
ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় হলো ধ্বনি। লিখিত ভাষায় ধ্বনিকে বর্ণ দ্বারা প্রকাশ করা হয়, তাই বর্ণমালা সম্পর্কিত আলোচনা ধ্বনিতত্ত্বের অন্তর্ভুক্ত। এ শাস্ত্রে মূলত বাগ্যন্ত্র, বাগ্যন্ত্রের উচ্চারণ প্রক্রিয়া, ধ্বনির বিন্যাস, এবং স্বর ও ব্যঞ্জনধ্বনির বৈশিষ্ট্য ইত্যাদি বিষয় আলোচিত হয়।
ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়সমূহ হলো
-
ধ্বনি
-
বর্ণ
-
ধ্বনির উচ্চারণ প্রণালি
-
উচ্চারণের স্থান
-
ধ্বনি পরিবর্তন ও লোপ
-
ষ-ত্ব ও ণ-ত্ব বিধান
-
সন্ধি
অন্যদিকে
-
সমাস ও প্রত্যয় হলো রূপতত্ত্বের আলোচ্য বিষয়।
-
বাচ্য হলো বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়।
উৎস:

0
Updated: 5 days ago
'সন্ধি' ব্যাকরণের কোন তত্ত্বে আলোচিত হয়?
Created: 4 weeks ago
A
ধ্বনিতত্ত্ব
B
রূপতত্ত্ব
C
বাক্যতত্ত্ব
D
অর্থতত্ত্ব
ধ্বনিতত্ত্ব
ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় হলো ধ্বনি। লিখিত ভাষায় ধ্বনি প্রকাশ পায় বর্ণের মাধ্যমে। তাই বর্ণমালা সম্পর্কিত আলোচনা ধ্বনিতত্ত্বের অন্তর্ভুক্ত। ধ্বনিতত্ত্ব মূলত আলোচনা করে বাগ্যন্ত্র, উচ্চারণ প্রক্রিয়া, ধ্বনির বিন্যাস, স্বর ও ব্যঞ্জনধ্বনির বৈশিষ্ট্য এবং ধ্বনিদল নিয়ে।
ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়সমূহ
১. ধ্বনি
২. বর্ণ
৩. ধ্বনির উচ্চারণ প্রণালি
৪. উচ্চারণের স্থান
৫. ধ্বনি পরিবর্তন ও লোপ
৬. ষ-ত্ব বিধান
৭. ণ-ত্ব বিধান
৮. সন্ধি

0
Updated: 4 weeks ago
'ভাবুক' শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি?
Created: 4 days ago
A
ভাব + উক
B
ভৌ + উক
C
ভা + উক
D
ভো + উক
স্বরসন্ধির নিয়ম:
বাংলা ভাষায় এ, ঐ, ও, ঔ-কারের পরবর্তী স্বরধ্বনির প্রভাবে উচ্চারণে পরিবর্তন ঘটে। নিয়মটি হলো—
-
এ, ঐ স্থানে যথাক্রমে অয়, আয় হয়।
-
ও, ঔ স্থানে যথাক্রমে অব্, আব্ হয়।
উদাহরণ:
-
ঔ + উ = আব্ + উ → ভৌ + উক = ভাবুক
-
ও + ই = অব্ + ই → পো + ইত্র = পবিত্র
-
ঔ + অ = আব্ + অ → পৌ + অক = পাবক
-
ও + আ = অব্ + আ → গো + আদি = গবাদি

0
Updated: 4 days ago