বিজন ভট্টাচার্য রচিত 'নবান্ন' গ্রন্থটি কোন প্রকার সাহিত্য?
A
নাটক
B
উপন্যাস
C
কাব্যগ্রন্থ
D
প্রবন্ধ
উত্তরের বিবরণ
• 'নবান্ন' নাটক:
- নবান্ন পঞ্চাশের মন্বন্তরের পটভূমিকায় কৃষক জীবনের দুঃখ দুর্দশা ও জীবন সংগ্রামের কাহিনি অবলম্বনে রচিত নাটক।
- নবনাট্য আন্দোলনের পথিকৃৎ বিজন ভট্টাচার্য এই নাটকের মাধ্যমে বাংলা নাট্যধারায় অবদান রাখেন।
- পঞ্চাশের মন্বন্তর, সমকালীন জাতীয় আন্দোলন, মেহনতি মানুষের চাহিদা ইত্যাদি প্রেক্ষাপটে গ্রামীণ কৃষক সমাজের দুঃখ-দুর্দশা, তাদের সংগ্রাম, সফলতা- ব্যর্থতা নাটকের মূল সুর।
• বিজন ভট্টাচার্যের বিখ্যাত নাটক:
- নবান্ন,
- জনপদ,
- কলঙ্ক,
- মরাচাঁদ,
- অবরোধ,
- গোত্রান্তর ইত্যাদি।

0
Updated: 17 hours ago
'আজি এ প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর' - পঙক্তির রচয়িতা কে?
Created: 1 month ago
A
জীবনানন্দ দাশ
B
রবীন্দ্রনাথ ঠাকুর
C
সুকান্ত ভট্টাচার্য
D
কাজী নজরুল ইসলাম
‘প্রভাতসঙ্গীত’ কাব্যগ্রন্থ
-
লেখক: রবীন্দ্রনাথ ঠাকুর
-
প্রকাশকাল: ১৮৮৩ খ্রিষ্টাব্দ
-
কবিতার সংখ্যা: ২১টি
-
গুরুত্বপূর্ণ কবিতা: ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’
‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’ কবিতার অংশ বিশেষ:
আজি এ প্রভাতে রবির কর
কেমনে পশিল প্রাণের পর,
কেমনে পশিল গুহার আঁধারে
প্রভাত-পাখির গান।
না জানি কেন রে এতদিন পরে
জাগিয়া উঠিল প্রাণ।

0
Updated: 1 month ago
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত নাটক -
Created: 1 month ago
A
বিবিধপ্রসঙ্গ
B
ভিখারিণী
C
বাল্মীকি প্রতিভা
D
বউ ঠাকুরাণীর হাট
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্য ও নাটক
নাটক
-
প্রথম প্রকাশিত নাটক: বাল্মীকি প্রতিভা
-
প্রকাশিত: ১৮৮১
-
উল্লেখযোগ্য নাটকসমূহ:
-
বিসর্জন
-
রাজা
-
ডাকঘর
-
অচলায়তন
-
চিরকুমার সভা
-
রক্তকবরী
-
তাসের দেশ
-
অন্যান্য প্রথম প্রকাশিত রচনা
-
প্রথম উপন্যাস: বউ ঠাকুরাণীর হাট
-
প্রথম ছোটগল্প: ভিখারিণী
-
প্রথম প্রবন্ধগ্রন্থ: বিবিধপ্রসঙ্গ
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago
শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের খণ্ড নয় কোনটি?
Created: 4 days ago
A
জন্ম খণ্ড
B
ভার খণ্ড
C
তাম্বুল খণ্ড
D
মিলন খণ্ড
শ্রীকৃষ্ণকীর্তন কাব্য বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রথম কাব্য হিসেবে স্বীকৃত এবং এর রচয়িতা বড়ু চণ্ডীদাস।
-
এটি বাংলা ভাষায় কোনও লেখকের প্রথম এককগ্রন্থ।
-
১৯০৯ খ্রিষ্টাব্দে (১৩১৬ বঙ্গাব্দে) বসন্তরঞ্জন রায় পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্যা গ্রামে শ্রী দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বাড়ির গোয়ালঘর থেকে পুথিটি আবিষ্কার করেন।
-
১৯১৬ খ্রিষ্টাব্দে (১৩২৩ বঙ্গাব্দ) বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে বসন্তরঞ্জন রায়ের সম্পাদনায় শ্রীকৃষ্ণকীর্তন গ্রন্থাকারে প্রকাশিত হয়।
কাব্যে মোট ১৩টি খণ্ড রয়েছে, যা হলো:
-
জন্ম খণ্ড
-
তাম্বুল খণ্ড
-
দান খণ্ড
-
নৌকা খণ্ড
-
ভার খণ্ড
-
ছত্র খণ্ড
-
বৃন্দাবন খণ্ড
-
কালিয়দমন খণ্ড
-
যমুনা খণ্ড
-
হার খণ্ড
-
বাণ খণ্ড
-
বংশী খণ্ড
-
বিরহ খণ্ড

0
Updated: 4 days ago