বিজন ভট্টাচার্য রচিত 'নবান্ন' গ্রন্থটি কোন প্রকার সাহিত্য?
A
নাটক
B
উপন্যাস
C
কাব্যগ্রন্থ
D
প্রবন্ধ
উত্তরের বিবরণ
• 'নবান্ন' নাটক:
- নবান্ন পঞ্চাশের মন্বন্তরের পটভূমিকায় কৃষক জীবনের দুঃখ দুর্দশা ও জীবন সংগ্রামের কাহিনি অবলম্বনে রচিত নাটক।
- নবনাট্য আন্দোলনের পথিকৃৎ বিজন ভট্টাচার্য এই নাটকের মাধ্যমে বাংলা নাট্যধারায় অবদান রাখেন।
- পঞ্চাশের মন্বন্তর, সমকালীন জাতীয় আন্দোলন, মেহনতি মানুষের চাহিদা ইত্যাদি প্রেক্ষাপটে গ্রামীণ কৃষক সমাজের দুঃখ-দুর্দশা, তাদের সংগ্রাম, সফলতা- ব্যর্থতা নাটকের মূল সুর।
• বিজন ভট্টাচার্যের বিখ্যাত নাটক:
- নবান্ন,
- জনপদ,
- কলঙ্ক,
- মরাচাঁদ,
- অবরোধ,
- গোত্রান্তর ইত্যাদি।
0
Updated: 1 month ago
কোন লেখক পঞ্চপাণ্ডবদের অন্তর্ভুক্ত নয়?
Created: 1 month ago
A
সত্যেন্দ্রনাথ দত্ত
B
সুধীন্দ্রনাথ দত্ত
C
অমিয় চক্রবর্তী
D
বিষ্ণু দে
0
Updated: 1 month ago
কোন সাহিত্যিক 'গণমানুষের কবি' হিসেবে পরিচিত পেয়েছেন?
Created: 1 month ago
A
আবুল ফজল
B
রফিক আজাদ
C
দিলওয়ার
D
আহসান হাবীব
কবি দিলওয়ার – গণমানুষের কবি
-
কবি দিলওয়ারকে ‘গণমানুষের কবি’ হিসেবে খ্যাতি লাভ 1977 সালের ৭ মার্চ, যখন সিলেটে তাকে এক নাগরিক সংবর্ধনা দেওয়া হয়।
-
সংবর্ধনায় পড়া মানপত্রে উল্লেখ ছিল, ‘গণমানুষের কবি’ দিলওয়ারকে সিলেটের মানুষ অভিনন্দন জানাচ্ছে স্বদেশ, স্বজাতি ও বিশ্বমানবের মঙ্গল কামনাকে অঙ্গীকার করে তাঁর ‘আবাল্য কাব্যসাধনার’ জন্য।
-
সেই দিন থেকে ‘গণমানুষের কবি’ অভিধাটি তার নামের সঙ্গে সংযুক্ত হয়ে যায়।
দিলওয়ারের তথ্য:
-
জন্ম: ১৯৩৭ সালে সিলেটে
-
প্রকৃত নাম: দিলওয়ার খান
কবিতা গ্রন্থ:
-
জিজ্ঞাসা
-
ঐকতান
-
উদ্ভিন্ন উল্লাস
-
রক্তে আমার অনাদি অস্থ
0
Updated: 1 month ago
হপ্তপয়কর' গ্রন্থটি রচনা করেন কে?
Created: 2 months ago
A
ফকির গরীবুল্লাহ
B
আলাওল
C
সৈয়দ সুলতান
D
সৈয়দ হামজা
আলাওল
মধ্যযুগীয় বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি আলাওল আনুমানিক ১৬০৭ খ্রিষ্টাব্দে ফরিদপুর জেলার ফতেয়াবাদ পরগনার জালালপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি আরাকান রাজসভা তথা সপ্তদশ শতকের শ্রেষ্ঠ কবি হিসেবে পরিচিত।
তাঁর প্রথম ও শ্রেষ্ঠ মহাকাব্য হলো ‘পদ্মাবতী’, যা তিনি মাগন ঠাকুরের উৎসাহে রচনা করেন।
সৈয়দ আলাওল রচিত বিখ্যাত সাহিত্যকর্মসমূহ—
-
পদ্মাবতী
-
হপ্তপয়কর
-
সিকান্দারনামা
-
তোহফা
-
সয়ফুলমুলুক বদিউজ্জামান ইত্যাদি
0
Updated: 2 months ago