'প্রাচী' এর বিপরীতার্থক শব্দ -
A
দক্ষিণ দিক
B
পূর্বদিক
C
পশ্চিম দিক
D
গৃহী
উত্তরের বিবরণ
• 'প্রাচী' এর বিপরীতার্থক শব্দ - পশ্চিম দিক।
উল্লেখ্য,
- 'প্রতীচী' শব্দের অর্থ - পশ্চিম দিক, পশ্চিম দিকে অবস্থিত দেশসমূহ।
- 'প্রাচী' শব্দের অর্থ - পূর্বদিক।
অন্যদিকে,
- গৃহী - সন্ন্যাসী।
0
Updated: 1 month ago
‘খাতক’ – এর বিপরীত শব্দ –
Created: 2 months ago
A
অনিষ্ট
B
লায়েক
C
লোকসান
D
মহাজন
খাতক শব্দের বিপরীত শব্দ মহাজন।
খাতক /বিশেষ্য পদ/ দেনাদার, ঋণী।
0
Updated: 2 months ago
'অনুরক্ত'- এর বিপরীত শব্দ কোনটি?
Created: 1 month ago
A
ত্যক্ত
B
বিরক্ত
C
আরক্ত
D
আসক্ত
অনুরক্ত শব্দের বিপরীত হলো বিরক্ত।
কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ:
-
নিয়ত = বিরত
-
উদ্ধত = বিনীত
-
ঔদ্ধত্য = বিনয়
-
প্রবিষ্ট = প্রস্থিত
-
দরদি = নির্মম, নির্দয়
উৎস:
0
Updated: 1 month ago
'ব্যক্ত' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
Created: 2 months ago
A
ত্যক্ত
B
গ্রাহ্য
C
দৃঢ়
D
গূঢ়
‘গূঢ়’ শব্দের অর্থ হলো – জটিল, দুর্বোধ্য, দুর্গম, নিভৃত, গুপ্ত বা লুকানো।-
অন্যদিকে, ‘ব্যক্ত’ শব্দের অর্থ হলো – স্পষ্টভাবে প্রকাশিত বা প্রকট।
সুতরাং, ‘গূঢ়’ শব্দের বিপরীত হলো ‘ব্যক্ত’।
অন্য কিছু উদাহরণ:
-
গ্রাহ্য – অগ্রাহ্য
-
দৃঢ় – শিথিল
উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ, আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি.
0
Updated: 2 months ago