'আঠার মাসে বছর' বাগ্ধারার অর্থ কী?
A
অসম্ভব কল্পনা
B
দীর্ঘসূত্রিতা
C
চাপল্য
D
সুবিধায় থাকা
উত্তরের বিবরণ
• 'আঠারো মাসে বছর" বাগধারাটির অর্থ দীর্ঘসূত্রিতা - তার আঠারো মাসে বছর, কোন কাজই সে সময় মতো করে না।
কিছু গুরুত্বপূর্ণ বাগ্ধারা:
- অকাল কুষ্মাণ্ড = অপদার্থ,
- অন্ধের যষ্ঠি = একমাত্র অবলম্বন,
- অগাধ জলের মাছ = খুব চালাক,
- অষ্টরম্ভা = ফাঁকি,
- আদায় কাঁচকলায় = তিক্ত সম্পর্ক , শত্রুতা
- ইতর বিশেষ = পার্থক্য,
- ঊনপঞ্চাশ বায়ু = পাগলামি,
- এক বনে দুই বাঘ = প্রবল প্রতিদ্বন্দ্বী,
- কেতাদুরস্থ = পরিপাটি।
0
Updated: 1 month ago
নিচের কোন দুটি বাগ্ধারা একই অর্থ প্রকাশ করে?
Created: 1 month ago
A
ঢাকের বাঁয়া ও ঢেঁকি অবতার
B
ঠুঁটো জগন্নাথ ও কুমড়ো কাটা বটঠাকুর
C
উড়ো কথা ও উড়ো চিঠি
D
পদ্মপাতার জল ও জলভাত
বাংলা ভাষায় বাগ্ধারা কথোপকথন ও লেখায় ভাবকে সংক্ষিপ্ত ও কার্যকরভাবে প্রকাশ করার একটি উপায়। কিছু গুরুত্বপূর্ণ বাগ্ধারা এবং তাদের অর্থ নিচে দেওয়া হলো।
-
একই অর্থে ব্যবহৃত বাগ্ধারা
-
ঠুঁটো জগন্নাথ : অকর্মণ্য
-
কুমড়ো কাটা বটঠাকুর : অকর্মণ্য লোক
-
-
ভিন্ন অর্থে ব্যবহৃত প্রায় একই দেখতে বাগ্ধারা
-
উড়ো কথা : গুজব
-
উড়ো চিঠি : বেনামি পত্র
-
ঢাকের বাঁয়া : অপ্রয়োজনীয়
-
ঢেঁকি অবতার : নির্বোধ লোক
-
পদ্মপাতার জল, তাসের ঘর, জলের দাগ : ক্ষণস্থায়ী
-
জলভাত : সহজ সাধ্য
-
উৎস:
0
Updated: 1 month ago
'পদ্মপাতায় জল' বাগ্ধারার অর্থ কী?
Created: 2 months ago
A
অসম্ভব বস্তু
B
প্রতিবন্ধক
C
ক্ষণস্থায়ী
D
অত্যধিক সুবিধে
বাগ্ধারা ও অর্থ
-
পদ্মপাতায় জল → ক্ষণস্থায়ী
-
ব্যাঙের সর্দি → অসম্ভব বস্তু
-
পথের কাঁটা → প্রতিবন্ধক
-
পোয়া বারো → অত্যধিক সুবিধে
0
Updated: 2 months ago
'অতি দর্পে হত লঙ্কা' প্রবাদের অর্থ কী?
Created: 1 month ago
A
অহঙ্কার পতনের মূল
B
বেশি লোভে ক্ষতি
C
বেশি আড়ম্বরে কাজ কম
D
অযোগ্য লোকের বৃথা আস্ফলন
‘অতি দর্পে হত লঙ্কা’ হলো একটি প্রবাদমূলক বাগ্ধারা, যা মানুষকে অহঙ্কার বা অতিরিক্ত অহমিকার ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করে। এ বাগ্ধারার মূল বক্তব্য হলো, অহংকার যদি অতিমাত্রায় বৃদ্ধি পায়, তবে তা পতনের কারণ হয়ে দাঁড়ায়। এটি ব্যক্তিগত ও সামাজিক জীবনে সতর্কতার একটি নীতি হিসেবে প্রযোজ্য।
-
গুরুত্বপূর্ণ বাগ্ধারা এবং তাদের অর্থ:
-
অতি লোভে তাঁতি নষ্ট: অতিরিক্ত লোভ মানুষকে ক্ষতির দিকে নিয়ে যায়।
-
অর্থই অনর্থের মূল: অর্থের জন্য করা লোভী বা স্বার্থপর কাজ প্রায়ই অনৈতিক বা ক্ষতিকর পরিণতি ডেকে আনে।
-
ইচ্ছা থাকলে উপায় হয়: দৃঢ় ইচ্ছাশক্তি থাকলে কঠিন ও জটিল কাজও সম্ভব।
-
-
ব্যবহারিক দিক: এই বাগ্ধারাগুলো শিক্ষার্থীদের নৈতিকতা, জীবনচর্চা এবং ব্যক্তিগত চরিত্র গঠনে নির্দেশিকা হিসেবে কাজে লাগে।
0
Updated: 1 month ago