'আঠার মাসে বছর' বাগ্ধারার অর্থ কী?
A
অসম্ভব কল্পনা
B
দীর্ঘসূত্রিতা
C
চাপল্য
D
সুবিধায় থাকা
উত্তরের বিবরণ
• 'আঠারো মাসে বছর" বাগধারাটির অর্থ দীর্ঘসূত্রিতা - তার আঠারো মাসে বছর, কোন কাজই সে সময় মতো করে না।
কিছু গুরুত্বপূর্ণ বাগ্ধারা:
- অকাল কুষ্মাণ্ড = অপদার্থ,
- অন্ধের যষ্ঠি = একমাত্র অবলম্বন,
- অগাধ জলের মাছ = খুব চালাক,
- অষ্টরম্ভা = ফাঁকি,
- আদায় কাঁচকলায় = তিক্ত সম্পর্ক , শত্রুতা
- ইতর বিশেষ = পার্থক্য,
- ঊনপঞ্চাশ বায়ু = পাগলামি,
- এক বনে দুই বাঘ = প্রবল প্রতিদ্বন্দ্বী,
- কেতাদুরস্থ = পরিপাটি।

0
Updated: 17 hours ago
'আগরম বাগড়ম' বাগ্ধারাটির অর্থ কী?
Created: 2 weeks ago
A
কালে-ভদ্রে
B
অপরিহার্য অবলম্বন
C
অর্থহীন কথা
D
অপ্রত্যাশিত বাধা
• 'আগরম বাগড়ম' বাগধারার অর্থ — অর্থহীন কথা।
অন্যদিকে,
-
'অন্ধের যষ্টি' বাগধারার অর্থ — অপরিহার্য অবলম্বন।
-
'অকালের বাদলা' বাগধারার অর্থ — অপ্রত্যাশিত বাধা।
-
'অবরেসবরে' বাগধারার অর্থ — কালে-ভদ্রে।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ভাষা-শিক্ষা — ড. হায়াৎ মামুদ।

0
Updated: 2 weeks ago
'ভিজে বেড়াল' বাগ্ধারাটি কী অর্থ প্রকাশ করে?
Created: 1 day ago
A
অনিষ্টকারী
B
নির্বোধ
C
সাধু বেশে অসৎ লোক
D
ভান করা
'ভিজে বেড়াল' বাগ্ধারার অর্থ হলো সাধু বেশে অসৎ লোক। এর alongside আরও কিছু বাগ্ধারা রয়েছে যেগুলোর অর্থ ভিন্ন।
-
বিষবৃক্ষ: অনিষ্টকারী
-
বুদ্ধির ঢেঁকি: নির্বোধ
-
ভেক ধরা: ভান করা
উৎস:

0
Updated: 1 day ago
'নয়-ছয়' বাগ্ধারার অর্থ-
Created: 1 week ago
A
অবজ্ঞা করা
B
অপচয়
C
তুচ্ছ জ্ঞান করা
D
ন্যাকামি করা
বাংলা বাগ্ধারা ও প্রবাদে মানুষের অভ্যাস, আচরণ ও সামাজিক বাস্তবতা সুন্দরভাবে প্রকাশ পায়। নিচে কয়েকটি বাগ্ধারার অর্থ ও একটি উদাহরণ দেওয়া হলো—
-
নয়-ছয় অর্থ অপচয় বা বিশৃঙ্খল অবস্থা।
বাক্য: সবগুলো টাকা নয়-ছয় করে উড়িয়ে দিও না, কিছু টাকা অন্তত সঞ্চয় কর। -
নাক সিঁটকানো অর্থ অবজ্ঞা করা।
-
নকড়া ছকড়া করা অর্থ তুচ্ছ জ্ঞান করা।
-
আদিখ্যেতা অর্থ ন্যাকামি বা অতিরিক্ত ভণিতা।
উৎস:

0
Updated: 1 week ago