'বিদ্যান ব্যক্তিরা দরিদ্র্যের স্বীকার হন।' বাক্যটিতে কয়টি ভুল আছে?
A
২
B
৩
C
৪
D
৫
উত্তরের বিবরণ
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• 'বিদ্যান ব্যক্তিরা দরিদ্র্যের স্বীকার হন।' বাক্যটিতে ৩টা ভুল রয়েছে।
• শুদ্ধ বাক্য:বিদ্বান ব্যক্তিরা দারিদ্র্যের শিকার হন।
- অশুদ্ধ: বিদ্যান।
- শুদ্ধ: বিদ্বান।
- অশুদ্ধ: দরিদ্র্যের
- শুদ্ধ: দারিদ্র্যের
- অশুদ্ধ: স্বীকার
- শুদ্ধ: শিকার
0
Updated: 1 month ago
কোন গ্রন্থটি সৈয়দ মুজতবা আলীর রচনা নয়?
Created: 1 month ago
A
টুনি মেম
B
তুলনাহীনা
C
পথে প্রবাসে
D
অবিশ্বাস্য
পথে প্রবাসে গ্রন্থের রচয়িতা সৈয়দ মুজতবা আলী নয়, এটি অন্নদাশঙ্কর রায় রচিত।
সৈয়দ মুজতবা আলী
-
জন্ম: ১৯০৪
-
ভূমিকা লিখেছেন: কাজী নজরুল ইসলামের রুবাইয়াৎ-ই-ওমর খৈয়াম
-
প্রথম প্রকাশিত গ্রন্থ: দেশে বিদেশে (ভ্রমণ কাহিনি; আফগানিস্তানের কাবুল শহর নিয়ে লেখা)
-
ছদ্মনাম: প্রিয়দর্শী, ওমর খৈয়াম, মুসাফির, সত্য পীর
রচিত গ্রন্থসমূহ:
-
উপন্যাস: অবিশ্বাস্য, শবনম, তুলনাহীনা
-
রম্য রচনা: পঞ্চতন্ত্র, ময়ূরকণ্ঠী
-
ছোটগল্প: চাচা-কাহিনী, টুনি মেম
0
Updated: 1 month ago
'সমকাল' পত্রিকার সম্পাদক ছিলেন-
Created: 2 months ago
A
আহমদ ছফা
B
সিকান্দার আবু জাফর
C
রফিক আজাদ
D
শামসুদ্দীন আবুল কালাম
0
Updated: 2 months ago
আনোয়ার পাশা রচিত উপন্যাস কোনটি?
Created: 2 months ago
A
নিষুতি রাতের গাথা
B
সমুদ্র শৃঙ্খলতা উজ্জয়িনী
C
নদী নিঃশেষিত হলে
D
নিরুপায় হরিণী
আনোয়ার পাশা
-
জন্ম: ১৯২৮ সালের ১৫ এপ্রিল, ডবকাই গ্রাম, বহরমপুর, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ
-
পেশা: কবি, শিক্ষাবিদ, সাহিত্যিক, সমালোচক
-
সম্মান: ১৯৭২ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (মরণোত্তর)
রচনাবলী
-
উপন্যাস:
-
নিষুতি রাতের গাথা
-
নীড় সন্ধানী
-
রাইফেল রোটি আওরাত
-
-
কাব্যগ্রন্থ:
-
নদী নিঃশেষিত হলে
-
সমুদ্র শৃঙ্খলতা উজ্জয়িনী
-
অন্যান্য কবিতা
-
-
গল্পগ্রন্থ:
-
নিরুপায় হরিণী
-
উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
২) লাইভ এমসিকিউ লেকচার
0
Updated: 2 months ago