'আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি'র রচয়িতা কে?
A
শামসুর রাহমান
B
আলতাফ মাহমুদ
C
হাসান হাফিজুর রহমান
D
আব্দুল গাফ্ফার চৌধুরী
উত্তরের বিবরণ
• 'একুশে ফেব্রুয়ারী' সংকলন:
- ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারিতে বাংলা ভাষার জন্য ঢাকায় যে আত্মদান করা হয় তার স্মরণে ১৯৫৩ সালের মার্চ মাসে হাসান হাফিজুর রহমান 'একুশে ফেব্রুয়ারী' নামে একটি সাহিত্য সংকলন সম্পাদনা করেন।
- এর প্রকাশক ছিলেন মোহাম্মদ সুলতান।
- সম্পাদক ও প্রকাশক উভয়েই বামপন্থি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
- এই সংকলনে কবিতা, প্রবন্ধ, গল্প, গান, নক্শা, ইতিহাস শিরোনামে ৬টি বিভাগে মোট ২২ জন লেখক লিখেছেন।
- এই সংকলনেই প্রথম প্রকাশিত হয় আবদুল গাফ্ফার চৌধুরী রচিত 'আমার ভাইয়ের রক্তে রাঙানো' গানটি।
- প্রকাশের তিন সপ্তাহের মধ্যে পাকিস্তানের তৎকালীন সরকার সংকলনটি বাজেয়াপ্ত করে।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
0
Updated: 5 months ago
'দোলনচাঁপা' কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতা নয় কোনটি?
Created: 1 month ago
A
আজ সৃষ্টি সুখের উল্লাসে
B
বেলাশেষে
C
অবেলার ডাক
D
কাণ্ডারী হুঁশিয়ার
'কাণ্ডারী হুঁশিয়ার' — কবিতা
-
প্রেক্ষাপট: সাম্প্রদায়িক দাঙ্গা
-
উৎস: সর্বহারা কাব্যগ্রন্থ
'দোলনচাঁপা' — কাব্যগ্রন্থের উল্লেখযোগ্য কবিতা:
-
আজ সৃষ্টি সুখের উল্লাসে
-
পূজারিণী
-
বেলাশেষে
-
চোখের চাতক
-
অবেলার ডাক
-
অভিশাপ
-
ইত্যাদি
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; দোলনচাঁপা ও সর্বহারা কাব্যগ্রন্থ।
0
Updated: 1 month ago
'আমি কিংবদন্তীর কথা বলছি' - কবিতাটি কার লেখা?
Created: 2 months ago
A
শামসুর রাহমান
B
আল মাহমুদ
C
আবুল ফজল
D
আবু জাফর ওবায়দুল্লাহ
‘আমি কিংবদন্তীর কথা বলছি’
-
রচয়িতা: আবু জাফর ওবায়দুল্লাহ
-
প্রকাশ: ১৯৮১
-
কবিতার সংখ্যা: ৩৯টি
-
বৈশিষ্ট্য: কাব্যগ্রন্থের নামের লাইনটি ‘আমি কিংবদন্তীর কথা বলছি’ কবিতার মধ্যে পাওয়া যায়।
আবু জাফর ওবায়দুল্লাহ
-
জন্ম: ৮ ফেব্রুয়ারি ১৯৩৪, বরিশাল জেলা
-
পেশা: কবি ও সরকারি কর্মকর্তা
-
পূর্ণ নাম: আবু জাফর ওবায়দুল্লাহ খান
উল্লেখযোগ্য কাব্যগ্রন্থসমূহ
-
সাত নরীর হার
-
কখনো রং কখনো সুর
-
কমলের চোখ
-
আমি কিংবদন্তীর কথা বলছি
-
সহিষ্ণু প্রতীক্ষা
-
প্রেমের কবিতা
-
নির্বাচিত কবিতা
-
আমার সকল কথা
-
মসৃণ কৃষ্ণ গোলাপ
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া
0
Updated: 2 months ago
'তুমি আসবে বলে হে স্বাধীনতা' কার কবিতা?
Created: 2 months ago
A
শওকত ওসমান
B
সিকান্দার আবু জাফর
C
সুফিয়া কামাল
D
শামসুর রাহমান
‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ ও ‘বন্দী শিবির থেকে’ সংক্রান্ত সংক্ষিপ্ত আলোচনা
-
‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতার রচয়িতা শামসুর রহমান।
-
‘বন্দী শিবির থেকে’ শিরোনামের কাব্যগ্রন্থটি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি উৎসর্গিত।
-
গ্রন্থটি প্রথম প্রকাশিত হয় ১৯৭২ সালের জানুয়ারিতে কলকাতায়।
-
এতে মোট ৩৮টি কবিতা সংযোজন করা হয়েছে।
বন্দী শিবির থেকে কাব্যগ্রন্থের উল্লেখযোগ্য কবিতা:
-
তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা
-
স্বাধীনতা তুমি
-
মধুস্মৃতি
-
রক্তাক্ত প্রান্তরে
‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতার কিছু লাইন:
তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা,
তোমাকে পাওয়ার জন্যে
আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায়?
আর কতবার দেখতে হবে খাণ্ডবদাহন?
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – ড. সৌমিত্র শেখর, কবিতা: শামসুর রহমান
0
Updated: 2 months ago