‘সাত ভাই চম্পা’ কাব্যগ্রন্থটি কে রচনা করেন?
A
বিষ্ণু দে
B
বুদ্ধদেব বসু
C
ফররুখ আহমেদ
D
কাজী নজরুল ইসলাম
উত্তরের বিবরণ
• 'সাত ভাই চম্পা' কাব্যগ্রন্থের রচয়িতা বিষ্ণু দে।
• বিষ্ণু দে:
- ১৯০৯ সালের ১৮ জুলাই কলকাতার পটলডাঙ্গায় তাঁর জন্ম।
- বিষ্ণু দে ত্রিশোত্তর বাংলা কবিতার নব্যধারার আন্দোলনের প্রধান পাঁচজন কবির অন্যতম ছিলেন।
- তিনি মার্কসবাদী চেতনায় উদ্বুদ্ধ ছিলেন।
- তাঁর কবিতায় টি.এস এলিয়টের কবিতার প্রভাব রয়েছে।
• তাঁর রচিত কাব্যগ্রন্থগুলো হল:
- উর্বশী ও আর্টেমিস,
- চোরাবালি,
- সাত ভাই চম্পা,
- রুচি ও প্রগতি,
- সাহিত্যের ভবিষ্যৎ,
- নাম রেখেছি কোমল গান্ধার,
- তুমি শুধু পঁচিশে বৈশাখ ইত্যাদি।
• তাঁর রচিত প্রবন্ধ:
- সাহিত্যের ভবিষ্যৎ,
- রবীন্দ্রনাথ ও শিল্প সাহিত্যে আধুনিকতার সমস্যা।
• অনুবাদ সাহিত্য:
- এলিয়টের কবিতা।

0
Updated: 17 hours ago
বাংলা সাহিত্যে ‘স্বভাব কবি' হিসেবে পরিচিত?
Created: 1 month ago
A
গোলাম মোস্তফা
B
নবীনচন্দ্র সেন
C
হাসন রাজা
D
গােবিন্দচন্দ্র দাস
গোবিন্দচন্দ্র দাস
-
জন্ম: ১৮৫৫ সালের ১৬ জানুয়ারি, ঢাকা জেলার ভাওয়ালের জয়দেবপুর
-
পরিচয়: বাংলা সাহিত্যের ‘স্বভাব কবি’
-
সাহিত্যিক অবদান: রবীন্দ্রনাথের সমকালে আধুনিক গীতিকবিতার ধারায় কবিতা রচনা করে খ্যাতি অর্জন
-
ব্যক্তিগত জীবন:
-
প্রথম পত্নী: সারদাসুন্দরী (মৃত্যুর সাত বছর পর দ্বিতীয় বিয়ে)
-
কবিতার মাধ্যমে প্রথম পত্নীকে অমর করেছেন
-
-
উল্লেখযোগ্য: বাংলা সাহিত্যে তার কবিতার স্বতন্ত্র স্বভাব ও সরলতা
অন্যান্য ছদ্মনাম
-
গোলাম মোস্তফা: সিতারা-ই-ইমতিয়াজ, কাব্য সুধাকর
-
অহিদুর রেজা: হাসান রাজা

0
Updated: 1 month ago
'দিকশূন্য ভট্টাচার্য' ছদ্মনামটি ব্যবহার করতেন কে?
Created: 2 weeks ago
A
মাইকেল মধুসূদন দত্ত
B
বিষ্ণু দে
C
রবীন্দ্রনাথ ঠাকুর
D
প্রমথ চৌধুরী
রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম
-
মোট নয়টি ছদ্মনাম ব্যবহার করতেন:
-
ভানুসিংহ ঠাকুর
-
অকপটচন্দ্র ভাস্কর
-
আন্নাকালী পাকড়াশী
-
দিকশূন্য ভট্টাচার্য
-
নবীনকিশোর শর্মণঃ
-
ষষ্ঠীচরণ দেবশর্মাঃ
-
বাণীবিনোদ বিদ্যাবিনোদ
-
শ্রীমতি মধ্যমা
-
শ্রীমতি কনিষ্ঠা
-
রবীন্দ্রনাথ ঠাকুর
-
কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক।
-
জন্ম: ১৮৬১ সালের ৭ মে (২৫ বৈশাখ ১২৬৮ বঙ্গাব্দ), কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।
-
পিতা: মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর; পিতামহ: প্রিন্স দ্বারকানাথ ঠাকুর।
-
১৯১৩ সালে নোবেল পুরস্কারে ভূষিত, এশিয়ার বরেণ্য ব্যক্তিদের মধ্যে প্রথম।
-
মৃত্যু: ৭ আগস্ট ১৯৪১ (২২ শ্রাবণ ১৩৪৮ বঙ্গাব্দ), জোড়াসাঁকোর নিজ বাড়িতে।
উৎস
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া

0
Updated: 2 weeks ago
'বঙ্গসুন্দরী' কাব্যগ্রন্থের রচয়িতা কে?
Created: 4 weeks ago
A
বুদ্ধদেব বসু
B
সুধীন্দ্রনাথ দত্ত
C
বিহারীলাল চক্রবর্তী
D
অমিয় চক্রবর্তী
বিহারীলাল চক্রবর্তী
-
জন্ম: ১৮৩৫, নিমতলা, কলকাতা
-
পরিচয়: আধুনিক বাংলা গীতিকবিতার পুরোধা, রবীন্দ্রনাথের কাব্যগুরু
-
সাহিত্যকর্ম: আধুনিক বাংলা গীতিকবিতার স্রষ্টা
-
বিশেষ শ্রদ্ধা: রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ‘সারদা মঙ্গল’ কাব্য পড়ে তাঁকে ‘ভোরের পাখি’ আখ্যায়িত করেন
-
প্রখ্যাত কাব্যগ্রন্থ:
-
সারদা মঙ্গল (শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ)
-
সাধের আসন (শেষ কাব্যগ্রন্থ, ‘সারদা মঙ্গল’ এর পরিশিষ্ট)
-
অন্যান্য কাব্যগ্রন্থ: স্বপ্নদর্শন, সঙ্গীত শতক, বন্ধু-বিয়োগ, প্রেম প্রবাহিণী, নিসর্গ সন্দর্শন, বঙ্গসুন্দরী, নিসর্গ সঙ্গীত, মায়াদেবী, দেবরাণী, বাউল বিংশতি
-

0
Updated: 4 weeks ago