'ইন্দ্রনাথ' - কোন উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র?
A
চরিত্রহীন
B
বড়দিদি
C
শ্রীকান্ত
D
দেনা-পাওনা
উত্তরের বিবরণ
শ্রীকান্ত উপন্যাস
-
লেখক: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
-
ধরন: আত্মজৈবনিক উপন্যাস
-
প্রকাশ: ৪ খণ্ডে
-
প্রথম খণ্ড: মাসিক ‘ভারতবর্ষে’ (১৯১৬-১৭), শিরোনাম ‘শ্রীকান্তের ভ্রমণ কাহিনী’, লেখকের নাম মুদ্রিত ‘শ্রীশ্রীকান্ত শর্মা’
-
দ্বিতীয় ও তৃতীয় খণ্ড: মাসিক ‘ভারতবর্ষে’
-
চতুর্থ খণ্ড: প্রকাশিত ‘বিচিত্র’ পত্রিকায়
-
উল্লেখযোগ্য চরিত্র:
-
শ্রীকান্ত
-
ইন্দ্রনাথ
-
রাজলক্ষ্মী
-
অন্নদিদি
উৎস:
0
Updated: 1 month ago
'যুবনাশ্ব' কার ব্যবহৃত ছদ্মনাম?
Created: 1 month ago
A
বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায়ের
B
সতীনাথ ভাদুড়ীর
C
বিমল মিত্রের
D
মণীশ ঘটকের
বাংলা সাহিত্যে অনেক লেখক তাঁদের সৃষ্টিকর্মে ছদ্মনাম ব্যবহার করেছেন। মণীশ ঘটকের ছদ্মনাম ছিলো যুবনাশ্ব। অন্যদিকে আরও কয়েকজন খ্যাতনামা লেখকের ছদ্মনাম পাওয়া যায়।
-
বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায় – যাযাবর
-
বিমল মিত্র – জাবালি
-
সতীনাথ ভাদুড়ী – চিত্রগুপ্ত
উৎস:
0
Updated: 1 month ago
'ধূমকেতু' কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত?
Created: 1 month ago
A
বিষের বাঁশি
B
অগ্নিবীণা
C
সাম্যবাদী
D
জিঞ্জির
‘ধূমকেতু’ কবিতাটি কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ ‘অগ্নিবীণা’-এর অন্তর্গত।
-
অগ্নিবীণা হলো নজরুলের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ।
-
তিনি এটি বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষ-কে উৎসর্গ করেন।
-
কাব্যগ্রন্থের প্রথম কবিতা হলো ‘প্রলয়োল্লাস’।
-
সবচেয়ে জনপ্রিয় কবিতা হলো ‘বিদ্রোহী’, যার জন্য নজরুলকে ‘বিদ্রোহী কবি’ হিসেবে খ্যাতি লাভ করে।
-
অগ্নিবীণা কাব্যের মোট ১২টি কবিতা:
-
প্রলয়োল্লাস
-
বিদ্রোহী
-
রক্তাম্বর-ধারিণী মা
-
আগমণী
-
ধূমকেতু
-
কামাল পাশা
-
আনোয়ার
-
রণভেরী
-
শাত-ইল-আরব
-
খেয়াপারের তরণী
-
কোরবানী
-
মহররম
-
উৎস:
0
Updated: 1 month ago
‘আবেগ’ কোন শ্রেণির অন্তর্ভুক্ত?
Created: 1 month ago
A
বিশেষণ
B
ক্রিয়াবিশেষণ
C
পদ
D
অব্যয়
বাংলা ভাষায় ‘আবেগ’ পদ-এর অন্তর্ভুক্ত।
পদ হলো বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দ ও ধাতু। অন্যভাবে বলা যায়, শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয়, তখন তার নাম হয় পদ।
বাক্যের অন্তর্গত এসব পদকে মোট আটটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। সেগুলো হলো—
-
বিশেষ্য
-
সর্বনাম
-
বিশেষণ
-
ক্রিয়া
-
ক্রিয়াবিশেষণ
-
অনুসর্গ
-
যোজক
-
আবেগ
0
Updated: 1 month ago