নিচের কোনটি জসীম উদ্দীনের রচিত গানের সংকলন নয়?
A
গাঙের পাড়
B
জারিগান
C
রঙ্গিলা নায়ের মাঝি
D
রাখালী
উত্তরের বিবরণ
জসীম উদ্দীন
-
জন্ম: ১ জানুয়ারি ১৯০৩, ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে
-
পরিচয়: প্রখ্যাত বাঙালি কবি ও শিক্ষাবিদ, কর্মজীবন শুরু পল্লিসাহিত্যের সংগ্রাহক হিসেবে
-
উপাধি: 'পল্লিকবি'
গানের সংকলন:
-
রঙিলা নায়ের মাঝি
-
গাঙ্গের পাড়
-
জারিগান
কাব্যগ্রন্থ:
-
রাখালী (প্রথম কাব্যগ্রন্থ, প্রকাশিত ১৯২৭)
উৎস:
0
Updated: 1 month ago
ঈশ্বরচন্দ্রকে ‘বিদ্যাসাগর’ উপাধি প্রদান করে কোন প্রতিষ্ঠান?
Created: 1 month ago
A
ফোর্ট উইলিয়াম কলেজ
B
সংস্কৃত কলেজ
C
হিন্দু কলেজ
D
কলকাতা বিশ্ববিদ্যালয়
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন বাংলা সাহিত্যের একজন বিশিষ্ট সংস্কৃত পণ্ডিত, লেখক, শিক্ষাবিদ, সমাজসংস্কারক এবং জনহিতৈষী। তিনি বাংলা গদ্যের জনক হিসেবে পরিচিত এবং ভাষা, সাহিত্য ও শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
-
জন্ম ও মৃত্যু: ১৮২০ সালের ২৬ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ; ২৯ জুলাই ১৮৯১ সালে মৃত্যুবরণ।
-
পদবি ও স্বাক্ষর: পৈতৃক পদবি বন্দ্যোপাধ্যায়; স্বাক্ষর করতেন 'ঈশ্বরচন্দ্র শর্মা' নামে।
-
উপাধি: ১৮৩৯ সালে সংস্কৃত কলেজ তাঁকে ‘বিদ্যাসাগর’ উপাধি প্রদান করে।
-
ভাষা ও সাহিত্য: বাংলা গদ্যের প্রবর্তক; বাংলা গদ্যে প্রথম যতি বা বিরামচিহ্ন স্থাপন করেন।
-
প্রকাশিত গ্রন্থ: প্রথম প্রকাশিত গ্রন্থ 'বেতাল পঞ্চবিংশতি'; বাংলা ভাষায় প্রথম মৌলিক গদ্য রচনা 'প্রভাবতী সম্ভাষণ'।
-
ব্যাকরণগ্রন্থ: 'ব্যাকরণ কৌমুদী'।
0
Updated: 1 month ago
কাজী নজরুল ইসলাম নিচের কোন পত্রিকা সম্পাদনা করেছেন?
Created: 1 month ago
A
কল্লোল
B
বিজলী
C
দৈনিক নবযুগ
D
মোসলেম ভারত
কাজী নজরুল ইসলাম সাংবাদিকতাতেও সক্রিয় ছিলেন এবং কিছু পত্রিকার সম্পাদক ও পরিচালকের ভূমিকায় ছিলেন। তিনি কমরেড মুজাফ্ফর আহমদ এর সঙ্গে যৌথভাবে ‘দৈনিক নবযুগ’ পত্রিকা সম্পাদনা করেছেন।
কাজী নজরুল ইসলাম সম্পাদিত অন্যান্য পত্রিকা:
-
ধূমকেতু – ১৯২২ সালে প্রকাশিত।
-
লাঙ্গল – ১৯২৫ সালে প্রকাশিত; পত্রিকার প্রধান পরিচালক ছিলেন কাজী নজরুল ইসলাম।
অন্য পত্রিকাগুলো ও তাদের সম্পাদক:
-
বিজলী – সম্পাদক ছিলেন নলিনীকান্ত সরকার, প্রবোধকুমার সান্যাল প্রমুখ।
-
মোসলেম – ১৯২৮ সালে প্রকাশিত; সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল হক।
-
কল্লোল – সম্পাদনা করেছেন দীনেশ রঞ্জন দাশ।
উৎস:
0
Updated: 1 month ago
'বহিপীর' সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত একটি-
Created: 1 month ago
A
রূপক নাটক
B
ঐতিহাসিক নাটক
C
সামাজিক নাটক
D
মনস্তাত্ত্বিক নাটক
‘বহিপীর’ নাটকটি সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত একটি সামাজিক নাটক এবং আধুনিক বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ রচনা। এটি ১৯৫৫ সালে রচিত এবং ১৯৬৫ সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়। নাটকটি বহিপীরের সর্বগ্রাসী স্বার্থ এবং নতুন দিনের প্রতীক হিসেবে এক বালিকার বিদ্রোহের কাহিনীকে কেন্দ্র করে গড়ে উঠেছে।
-
নাটকের নামকরণ মূল চরিত্র বহিপীর এর নামে, যিনি ধর্মকে ভণ্ডভাবে নিজের স্বার্থসিদ্ধিতে ব্যবহার করেন।
-
উল্লেখযোগ্য চরিত্রসমূহ:
-
বহিপীর
-
তাহেরা
-
হাতেম
-
আমেনা
-
হাশেম
-
উৎস:
0
Updated: 1 month ago