রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাব্যগ্রন্থ-
A
শেষের কবিতা
B
শেষ লেখা
C
শেষ রক্ষা
D
চোখের বালি
উত্তরের বিবরণ
শেষ লেখা
-
রচয়িতা: রবীন্দ্রনাথ ঠাকুর
-
প্রকাশকাল: ১৯৪১
-
বিবরণ: 'শেষলেখা' রবীন্দ্রনাথের সর্বশেষ কাব্যগ্রন্থ। অধিকাংশ কবিতা তাঁর জীবনের শেষ কয়েক দিনের রচনা।
-
বৈশিষ্ট্য: কাব্যগ্রন্থে ভাববাদী দর্শনের মধ্যেও চরমভাবে ইহজগৎপ্রীতি প্রকাশ পেয়েছে।
-
উদাহরণ কবিতা:
রবীন্দ্রনাথ ঠাকুর
-
জন্ম: ৭ মে ১৮৬১ (২৫ বৈশাখ ১২৬৮ বঙ্গাব্দ), কলকাতা, জোড়াসাঁকোর ঠাকুর পরিবার
-
পিতা: মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর
-
পিতামহ: প্রিন্স দ্বারকানাথ ঠাকুর
-
বৈশিষ্ট্য: কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক
-
উল্লেখযোগ্য অর্জন: 'গীতাঞ্জলি' কাব্যের জন্য ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কারপ্রাপ্ত; শিশু-কালের 'বনফুল' কাব্য প্রকাশ
-
মৃত্যু: ৭ আগস্ট ১৯৪১ (২২ শ্রাবণ ১৩৪৮ বঙ্গাব্দ), কলকাতা
প্রধান কাব্যগ্রন্থ:
-
মানসী, সোনার তরী, চিত্রা, চৈতালী, কল্পনা, ক্ষণিকা, গীতাঞ্জলি, বলাকা, পূরবী, পুনশ্চ, পত্রপুট, সেঁজুতি, শেষ লেখা
অন্যান্য সাহিত্যকর্ম:
-
নাটক: শেষ রক্ষা
-
উপন্যাস: শেষের কবিতা, চোখের বালি
উৎস:
0
Updated: 1 month ago
'চণ্ডীমঙ্গল' কাব্যের কোন কবিকে 'স্বভাব কবি' বলা হয়?
Created: 1 month ago
A
দ্বিজমাধব
B
ভবানীশঙ্কর দাস
C
হরিরাম
D
মুকুন্দরাম
‘চণ্ডীমঙ্গল’ কাব্য চণ্ডী নামক লৌকিক-পৌরাণিক দেবীর পূজা প্রচারের কাহিনি অবলম্বনে রচিত। এর আদি কবি মানিক দত্ত, তবে চণ্ডীমঙ্গল ধারার প্রধান বা শ্রেষ্ঠ কবি হলেন মুকুন্দরাম চক্রবর্তী। এছাড়া এই কাব্যের কবি দ্বিজমাধবকে ‘স্বভাব কবি’ বলা হয়।
চণ্ডীমঙ্গল কাব্যের প্রধান চরিত্রসমূহ—
-
কালকেতু
-
ফুল্লরা
-
ধনপতি
-
ভাঁড়ুদত্ত
-
মুরারি শীল প্রমুখ
চণ্ডীমঙ্গল কাব্যের উল্লেখযোগ্য কবিগণ—
-
ষোল শতক: মানিক দত্ত, বলরাম, দ্বিজমাধব, মুকুন্দরাম
-
সতের শতক: হরিরাম, দ্বিজরাম দেব
-
আঠার শতক: মুক্তারাম সেন, ভারতচন্দ্র রায়, অকিঞ্চন চক্রবর্তী, জয়নারায়ণ সেন, ভবানীশঙ্কর দাস
উৎস:
0
Updated: 1 month ago
মাইকেল মধুসূদন দত্ত রচিত কবিতা কোনটি?
Created: 1 month ago
A
বঙ্গবাণী
B
পদ্মাবতী
C
কপোতাক্ষ নদ
D
কবিতার কথা
কপোতাক্ষ নদ
-
রচয়িতা: মাইকেল মধুসূদন দত্ত
-
ধরণ: কবিতা
-
প্রধান অংশ:
মাইকেল মধুসূদন দত্ত
-
জন্ম: ২৫ জানুয়ারি ১৮২৪, যশোর জেলার কপোতাক্ষ নদের তীরে, সাগরদাঁড়ি গ্রাম
-
বাংলা ভাষার সনেট প্রবর্তক
-
অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক
-
প্রথম কাব্যগ্রন্থ: দ্য ক্যাপটিভ লেডি (ইংরেজিতে)
নাটক:
-
শর্মিষ্ঠা
-
পদ্মাবতী
-
কৃষ্ণকুমারী
প্রহসন:
-
একেই কি বলে সভ্যতা
-
বুড় সালিকের ঘাড়ে রোঁ
উৎস:
0
Updated: 1 month ago
'জীবন আমার বোন' উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র কোনটি?
Created: 1 month ago
A
রঞ্জু
B
মুরাদ
C
লুলু চৌধুরী
D
জাহেদুল কবির খোকা
‘জীবন আমার বোন’ উপন্যাস
-
লেখক: মাহমুদুল হক
-
প্রকাশ: ১৯৭৬, সাহিত্য প্রকাশ
-
এটি লেখকের তৃতীয় উপন্যাস
-
মুক্তিযুদ্ধভিত্তিক কাহিনী, যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ যুগসন্ধিক্ষণের ঘটনাপ্রবাহকে চিত্রিত করে
-
পটভূমি: ১৯৭১ সালের ১ মার্চ থেকে ২৭ মার্চ, ঢাকা শহর
-
কেন্দ্রীয় চরিত্র: জাহেদুল কবির খোকার দৃষ্টি দিয়ে গল্প বলা হয়েছে
উপন্যাসের কাহিনি সংক্ষেপ:
-
১ মার্চ প্রেসিডেন্টের ভাষণে উত্তাল হয় ঢাকা; উত্তেজনা বাড়তে থাকে বিশেষ করে খোকার বয়সী তরুণদের মধ্যে
-
শুরু হয় মুক্তিযুদ্ধের জল্পনা-কল্পনা, কাঠের ডামি রাইফেল হাতে কুচকাওয়াজ
-
সমান্তরালভাবে চলে রঞ্জু-খোকার পারিবারিক জীবন
-
ঘটেছে আসন্ন যুদ্ধ পূর্ববর্তী ঐতিহাসিক ঘটনাবলী:
-
অসহযোগ আন্দোলন
-
জাহাজে করে চট্টগ্রামে পাকিস্তানি সৈন্যের আগমন
-
নতুন গভর্নর টিক্কা খান
-
৭ মার্চের ভাষণ
-
জয়দেবপুরে সেনাবাহিনীর গোলাগুলি
-
ঢাকার রাস্তায় মিছিল, মিটিং, জনসভা
-
-
উপন্যাসে দেখা যায় বারুদের স্তুপে পরিণত ঢাকা শহর, যা ২৫ মার্চের কালরাতে স্ফুলিঙ্গে জ্বলে উঠে
-
গণহত্যা শেষে ২৭ মার্চ ঠিক মুক্তিযুদ্ধ শুরুর মুহূর্তেই উপন্যাস শেষ হয়
উপন্যাসের অন্যান্য চরিত্র:
-
খোকার ছোট বোন: রঞ্জু
-
খোকার বন্ধু: মুরাদ, ইয়াসিন, রহমান
-
মুরাদের বড় বোন: লুলু চৌধুরী
-
খোকার পরিচিত: রাজীব ভাই ও তার দুই স্ত্রী
মাহমুদুল হক রচিত অন্যান্য উপন্যাস:
-
কালো বরফ (দেশবিভাগের কাহিনী)
-
জীবন আমার বোন (মুক্তিযুদ্ধ কেন্দ্রিক)
-
খেলাঘর
-
অনুর পাঠশালা
-
নিরাপদ তন্দ্রা
-
অশরীরী
-
পাতালপুরী
-
মাটির জাহাজ
0
Updated: 1 month ago