A
পাশাপাশি দুটো দাঁতের দাগ
B
অনেকগুলো ছোট ছোট দাঁতের দাগ
C
ক্ষতস্থান থেকে প্রচুর রক্ষপাত হতে থাকে
D
ক্ষতস্থানে প্রচুর বিষ লেগে থাকে
উত্তরের বিবরণ
বিষধর সাপে কাটা গেলে শরীরে যে লক্ষণগুলো দেখা দিতে পারে তা শনাক্ত করা জরুরি। সাধারণভাবে বিষধর সাপের দুটি বিষ দাঁত থাকে। এই দাঁতের দংশনের ফলে শরীরে বিষক্রিয়া শুরু হয় এবং কিছু নির্দিষ্ট উপসর্গ দেখা দেয়, যেমন:
-
দংশিত স্থানে দুটি সূক্ষ্ম দাঁতের চিহ্ন স্পষ্টভাবে দেখা যায়,
-
ক্ষতস্থান থেকে রক্তপাত হতে থাকে এবং তা অস্বাভাবিকভাবে ফুলে যায় ও তীব্র ব্যথা অনুভূত হয়,
-
কখনো কখনো পুরো শরীরে ফোলা দেখা দিতে পারে,
-
আক্রান্ত ব্যক্তি খাবার বা পানি গিলতে কষ্ট পায়, শ্বাস নিতে সমস্যা হয়, চোখে ঝাপসা দেখে এবং চোখের পাতা ভারী হয়ে আসে বা বন্ধ হয়ে যায়।
উৎস: দৈনিক প্রথম আলো পত্রিকা।

0
Updated: 2 weeks ago
তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় কোন পদার্থ?
Created: 2 weeks ago
A
তরল পদার্থ
B
বায়বীয় পদার্থ
C
কঠিন পদার্থ
D
নরম পদার্থ
তাপ প্রয়োগ করলে সকল ধরনের পদার্থই প্রসারিত হয়। তবে কোন পদার্থ কতটা প্রসারিত হবে, তা নির্ভর করে তার অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণের উপর। গ্যাসীয় পদার্থে এই আকর্ষণ সবচেয়ে কম,
তাই তাপের প্রভাবে গ্যাস পদার্থই সর্বাধিক প্রসারিত হয়। অন্যদিকে, কঠিন ও তরল পদার্থে আন্তঃআণবিক আকর্ষণ তুলনামূলক বেশি হওয়ায় এদের প্রসারণ তুলনামূলকভাবে কম হয়।
উৎস: পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি

0
Updated: 2 weeks ago
পেট্রোলের আগুন পানি দ্বারা নেভানো যায় না, কারণ-
Created: 2 weeks ago
A
পেট্রোলের সাথে পানি মিশে যায়
B
পেট্রোল পানির সাথে মিশে না
C
পেট্রোল পানির চেয়ে হালকা
D
খ ও গ উভয়ই ঠিক
পেট্রোল হল একটি প্রাকৃতিক হাইড্রোকার্বন যা পানির তুলনায় অনেক হালকা। এই কারণে, যখন পেট্রোলের আগুনে পানি ঢালা হয়, পানি পেট্রোলের নিচে চলে যায় এবং দুইটি একসাথে মিশে না।
ফলে পেট্রোল আগুন উপরে থেকে অব্যাহত থাকে। পেট্রোলের আগুনের তাপমাত্রা খুব বেশি হওয়ায় পানি দ্রুত বাষ্পীভূত হয়ে যায় এবং আগুন নিভে না। তাই, পানি ব্যবহার করে পেট্রোলের আগুন নিভানো কার্যকর হয় না।
উৎস: "Fire Safety and Prevention," National Fire Protection Association (NFPA), nfpa.org

0
Updated: 2 weeks ago
ফারেনহাইট ও সেলসিয়াসের স্কেলে কত ডিগ্রি তাপমাত্রায় সমান তাপমাত্রা নির্দেশ করে?
Created: 2 weeks ago
A
০°
B
১০০°
C
৪°
D
- ৪০°
সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক নির্ধারণের জন্য আমরা নিচের সূত্রটি ব্যবহার করি:
C/5 = (F - 32)/9
এখানে, C = সেলসিয়াস তাপমাত্রা এবং F = ফারেনহাইট তাপমাত্রা।
এখন, যদি ধরা হয় উভয় স্কেলে তাপমাত্রা সমান (x), তাহলে সমীকরণ দাঁড়ায়—
x/5 = (x - 32)/9
এখন উভয় পক্ষকে গুণ করলে:
9x = 5x - 160
=> 4x = -160
=> x = -40
অতএব, সেলসিয়াস ও ফারেনহাইট উভয় স্কেলেই -৪০ ডিগ্রি তাপমাত্রা একই রকম মান নির্দেশ করে।
উৎস: পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড।

0
Updated: 2 weeks ago