‘মন্দির’ গল্পের জন্য শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন পুরস্কার পান?
A
সাহিত্য একাডেমি পুরস্কার
B
আনন্দ পুরস্কার
C
কুন্তলীন সাহিত্য পুরস্কার
D
রবীন্দ্র পুরস্কার
উত্তরের বিবরণ
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
-
জন্ম: ১৫ সেপ্টেম্বর ১৮৭৬, দেবানন্দপুর, হুগলি জেলা।
-
প্রথম প্রকাশিত গল্প: মন্দির (১৯০৩), যার জন্য তিনি কুন্তলীন সাহিত্য পুরষ্কার লাভ করেন।
-
প্রথম প্রকাশিত উপন্যাস: বড়দিদি (১৯০৭, ভারতী পত্রিকা)।
-
রাজনৈতিক উপন্যাস: পথের দাবী (১৯২৬), যা ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করেছিল।
বিখ্যাত উপন্যাসসমূহ:
-
দেনা-পাওনা
-
বড়দিদি
-
বিরাজবৌ
-
পণ্ডিতমশাই
-
পরিণীতা
-
চন্দ্রনাথ
-
দেবদাস
-
চরিত্রহীন
-
গৃহদাহ
-
পথের দাবী
-
শেষ প্রশ্ন
-
শেষের পরিচয়
উৎস:

0
Updated: 17 hours ago
'রাজলক্ষ্মী' - কোন উপন্যাসের চরিত্র?
Created: 2 days ago
A
দেনা পাওনা
B
শ্রীকান্ত
C
গৃহদাহ
D
চরিত্রহীন
‘শ্রীকান্ত’ হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি আত্মজৈবনিক উপন্যাস।
-
উপন্যাসের বিখ্যাত কিশোর চরিত্র হলো ইন্দ্রনাথ।
-
শ্রীকান্ত উপন্যাসটি চারটি খণ্ডে প্রকাশিত হয়।
-
প্রথম খণ্ড: মাসিক ‘ভারতবর্ষ’ (১৯১৬-১৭), শিরোনাম ‘শ্রীকান্তের ভ্রমণ কাহিনি’, লেখকের নাম মুদ্রিত হয় ‘শ্রীশ্রীকান্ত শর্মা’।
-
দ্বিতীয় ও তৃতীয় খণ্ডও মাসিক ‘ভারতবর্ষ’-এ প্রকাশিত হয়।
-
চতুর্থ খণ্ড: প্রকাশিত হয় ‘বিচিত্র’ পত্রিকায়।
-
উল্লেখযোগ্য চরিত্র:
-
শ্রীকান্ত
-
ইন্দ্রনাথ
-
রাজলক্ষ্মী
-
অন্নদিদি
-
অভয়া

0
Updated: 2 days ago
'মজলুম আদিব' ছদ্মনামে লিখতেন কোন সাহিত্যিক?
Created: 2 weeks ago
A
শামসুদ্দীন আবুল কালাম
B
শওকত আলী
C
সৈয়দ শামসুল হক
D
শামসুর রাহমান
শামসুর রাহমান
-
জন্ম: ১৯২৯, পুরান ঢাকার ৪৬ নম্বর মাহুতটুলী। পৈত্রিক বাড়ি – ঢাকা জেলার রায়পুর থানার পাড়াতলী গ্রামে।
-
পিতৃনাম ও ডাকনাম: ডাক নাম ‘বাচ্চু’। মুক্তিযুদ্ধকালে লিখতেন ‘মজলুম আদিব’ ছদ্মনামে।
-
প্রারম্ভিক সাহিত্য জীবন:
-
আঠারো বছর বয়সে প্রথম কবিতা লেখা শুরু।
-
প্রথম কবিতা: উনিশ শ’উনপঞ্চাশ, প্রকাশিত নলিনীকিশোরগুহ সম্পাদিত সোনার বাংলা পত্রিকায়।
-
-
প্রকাশিত কাব্যগ্রন্থ:
-
১৯৬০: প্রথম কাব্য প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে।
-
কলকাতা থেকে বুদ্ধদেব বসু সম্পাদিত কবিতা পত্রিকায় রূপালি স্নান প্রকাশিত, যা শামসুর রাহমানের আগমনী কবিতা হিসেবে বিবেচিত।
-
দ্বিতীয় কাব্যগ্রন্থ: রৌদ্র করোটিতে; এ জন্য আদমজী পুরস্কার পান, যা প্রদান করেন প্রেসিডেন্ট আইয়ুব খান।
-
-
সাংবাদিকতা জীবন:
-
১৯৫৭ সালে ইংরেজী দৈনিক মর্নিং নিউজ-এ সহসম্পাদক হিসেবে শুরু।
-
-
সামাজিক ও রাজনৈতিক প্রতিফলন:
-
১৯৭০ সালে প্রকাশিত কাব্য নিজ বাসভূমে, শহীদদের উদ্দেশ্যে উৎসর্গ।
-
উল্লেখযোগ্য কবিতা: বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা, ফেব্রুয়ারি ১৯৬৯, পুলিশ রিপোর্ট, হরতাল, এ লাশ আমরা রাখব কোথায়।
-
কবিতাগুলোর ছত্রে ছত্রে প্রতিফলিত আছে এক বিক্ষুব্ধ সময়ের ছাপ।
-
উৎস: বাংলাপিডিয়া

0
Updated: 2 weeks ago
'সীমানা ছাড়িয়ে' উপন্যাসটির রচিয়তা কে?
Created: 4 days ago
A
আনিস চৌধুরী
B
সৈয়দ মুজতবা আলী
C
জহির রায়হান
D
সৈয়দ শামসুল হক
সৈয়দ শামসুল হক ছিলেন বাংলা সাহিত্যের একজন বহুমুখী প্রতিভা, যিনি একাধারে কবি, ঔপন্যাসিক, নাট্যকার ও প্রাবন্ধিক হিসেবে সমধিক পরিচিতি অর্জন করেছিলেন। তিনি ১৯৩৫ সালে কুড়িগ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর সাহিত্যকর্ম কেবল বাংলাদেশের ভেতরেই নয়, আন্তর্জাতিক পরিসরেও সমাদৃত হয়েছে। তিনি ১৯৬৪ সালে রচিত “সীমানা ছাড়িয়ে” উপন্যাসের জন্য বিশেষভাবে পরিচিত।
তাঁর রচিত কাব্যনাট্যগুলো হলো
-
পায়ের আওয়াজ পাওয়া যায়
-
নুরুলদীনের সারাজীবন
-
এখানে এখন
তাঁর উল্লেখযোগ্য গল্পগ্রন্থগুলো হলো
-
তাস
-
শীত বিকেল
-
আনন্দের মৃত্যু
-
প্রাচীন বংশের নিঃস্ব সন্তান
-
জলেশ্বরীর গল্পগুলো
সৈয়দ শামসুল হকের কবিতা গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হলো
-
একদা এক রাজ্যে
-
বৈশাখে রচিত পঙ্ক্তিমালা
-
পরানের গহীন ভিতর
-
বেজান শহরের জন্য কোরাস
-
কাননে কানে তোমারই সন্ধানে
-
আমি জন্মগ্রহণ করিনি ইত্যাদি
উৎস:

0
Updated: 4 days ago