Iron is ______ than most other metals.
A
strongest
B
stronger
C
most strong
D
more strong
উত্তরের বিবরণ
Complete sentence: Iron is stronger than most other metals.
-
এখানে comparative degree ব্যবহার করা হয়েছে, কারণ লৌহ (iron) অন্যান্য ধাতুর সাথে তুলনা করা হচ্ছে।
-
Comparative degree গঠনের নিয়ম: Adjective-এর শেষে "-er" যোগ করা হয় অথবা "more" ব্যবহার করা হয়। Strong এর comparative রূপ হলো stronger।
-
Adjective-এর শেষে যদি দুটি consonant থাকে (vowels a, e, i, o, u নয়), comparative-এ -er এবং superlative-এ -est যোগ করা হয়।
-
বাক্যটির গঠন এবং অর্থ comparative degree-এ সঠিকভাবে তুলনা প্রকাশ করছে।
Example:
-
Rahim is taller than most other students.
-
This mountain is higher than most other hills in the region.
Other options:
-
strongest – superlative form, তিন বা ততোধিক জিনিসের মধ্যে সর্বোচ্চ বোঝায়; এখানে শুধু তুলনা করা হচ্ছে, তাই ভুল।
-
most strong – superlative রূপে "most" ব্যবহৃত হয়েছে, সঠিক রূপ strongest, তাই ভুল।
-
more strong – Comparative হিসেবে "more" ব্যবহার করা যায়, কিন্তু "stronger" প্রচলিত এবং সঠিক।

0
Updated: 18 hours ago
I hate ___ pen from other people.
Created: 2 days ago
A
to be borrowing
B
borrow
C
borrowing
D
having borrowed
Hate + Gerund Rule:
-
Hate এর পরে সাধারণত gerund (verb + ing) আসে যখন কোনো কাজের অভ্যাস, অভিজ্ঞতা বা ক্রিয়ার প্রতি ঘৃণা প্রকাশ করা হয়।
-
Example: I hate waiting.
-
Correct Sentence: I hate borrowing pen from other people.
Other Options Explanation:
-
to be borrowing → Continuous passive; এখানে প্রয়োজন নেই।
-
borrow → “I hate borrow money” → গ্রামার অনুযায়ী ভুল। এখানে to borrow বা borrowing ব্যবহার করতে হবে।
-
having borrowed → Perfect participle tense; এখানে ব্যবহার হয় না।
Note: Hate এর পরে infinitive (to + verb) ব্যবহারও হতে পারে, কিন্তু প্রদত্ত অপশনে সেটি নেই।

0
Updated: 2 days ago
You had better _______ now.
Created: 1 month ago
A
to leave
B
leave
C
leaving
D
left
The correct answer is - খ) leave
-
Complete Sentence: You had better leave now.
-
Rule:
-
After expressions like had better, had rather, had sooner, would rather/would sooner, rather than/sooner, as soon, infinitive (to) is not used.
-
Example: You had better start at once (not to start).
-
-
-
Infinitive Forms:
-
To-infinitive: to + verb → e.g., to go, to eat
-
Bare infinitive: verb without to → e.g., go, eat
-
-
Bare Infinitive Usage:
(a) After modal verbs: can, do, may, must, shall, will, would, have, should
- I may help you.
- He must do it.
(b) Auxiliary use of need and dare:
- I dared not wake him.
- They need not do anything.
- Affirmative: I need to buy a pen.
(c) After verbs like please, see, know, hear, bid, feel, let, make, watch:
- I saw him go.
- Passive: He was seen to go.
(d) After had better, had rather, had sooner, would rather/would sooner:
- You had better start at once (to start নয়)।
(e) After adjective better:
- Better stay here now.
Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain

0
Updated: 1 month ago
Let _____ be witnesses.
Created: 1 week ago
A
you and him
B
he and you
C
you and he
D
you and his
Complete Sentence:
-
Let you and him be witnesses.
Explanation:
-
ইংরেজিতে একাধিক pronoun বসানোর নিয়ম অনুযায়ী সাধারণত second person → third person → first person ক্রমে বসে। Verb সর্বদা plural হয়।
-
দোষ বা অপরাধ স্বীকারের ক্ষেত্রে first → second → third ক্রমে বসতে পারে। যেমন: I, you and he committed the crime.
-
সাধারণত Let এর পর objective pronoun বসে।
-
এখানে you and him হলো objective pronoun, এবং এর subjective form হবে you and he।
-
নিয়ম অনুযায়ী সঠিক বাক্য: Let you and him be witnesses.
-
অন্যান্য বিকল্পে pronoun-এর ভুল ব্যবহারের কারণে বাক্যগুলো সঠিক নয়।

0
Updated: 1 week ago