Iron is ______ than most other metals.
A
strongest
B
stronger
C
most strong
D
more strong
উত্তরের বিবরণ
Complete sentence: Iron is stronger than most other metals.
-
এখানে comparative degree ব্যবহার করা হয়েছে, কারণ লৌহ (iron) অন্যান্য ধাতুর সাথে তুলনা করা হচ্ছে।
-
Comparative degree গঠনের নিয়ম: Adjective-এর শেষে "-er" যোগ করা হয় অথবা "more" ব্যবহার করা হয়। Strong এর comparative রূপ হলো stronger।
-
Adjective-এর শেষে যদি দুটি consonant থাকে (vowels a, e, i, o, u নয়), comparative-এ -er এবং superlative-এ -est যোগ করা হয়।
-
বাক্যটির গঠন এবং অর্থ comparative degree-এ সঠিকভাবে তুলনা প্রকাশ করছে।
Example:
-
Rahim is taller than most other students.
-
This mountain is higher than most other hills in the region.
Other options:
-
strongest – superlative form, তিন বা ততোধিক জিনিসের মধ্যে সর্বোচ্চ বোঝায়; এখানে শুধু তুলনা করা হচ্ছে, তাই ভুল।
-
most strong – superlative রূপে "most" ব্যবহৃত হয়েছে, সঠিক রূপ strongest, তাই ভুল।
-
more strong – Comparative হিসেবে "more" ব্যবহার করা যায়, কিন্তু "stronger" প্রচলিত এবং সঠিক।
0
Updated: 1 month ago
Which of the following is in the plural form of 'Codex'?
Created: 1 month ago
A
Codices
B
Codies
C
Codiecs
D
Codexes
Correct answer: Codices
Codex:
English meaning: an ancient book that was written by hand
Bangla meaning: প্রাচীন গ্রন্থাদির পাণ্ডুলিপি
Plural form: Codices
সূত্র: Cambridge & Accessible Dictionary
বিবেচনাসবক
Codex (singular) → Codices (plural) ঠিকঠাক প্র্যাকটিসে ব্যবহার হয়।
প্রাচীন হাতের লেখা বইকে বোঝাতে Latin origin-এ codex শব্দটি প্রথागतভাবে ব্যবহৃত হয়; বহু ভাষায় pluralization ক্যালকুলাস অনুযায়ী codices হয়।
0
Updated: 1 month ago
Complete the sentence:
Our supervisor refused our request ___ work early.
Created: 4 weeks ago
A
left
B
leave
C
to leave
D
for leaving
বাক্য “Our supervisor refused our request to leave work early.”- এ ‘refused’ ক্রিয়ার পরে to + verb (infinitive) ব্যবহৃত হয়েছে। কারণ কিছু নির্দিষ্ট verb-এর পর যখন আরেকটি verb বসে, তখন সেটি সাধারণত infinitive form (to + base verb) হিসেবে ব্যবহৃত হয়। এখানে ‘to leave’ সেই নিয়মে এসেছে।
• Bangla Meaning: আমাদের সুপারভাইজার আমাদের তাড়াতাড়ি কাজ ছেড়ে যাওয়ার অনুরোধ প্রত্যাখ্যান করেছেন।
• Explanation:
-
কিছু verb-এর পরে যখন আরেকটি verb ব্যবহারের প্রয়োজন হয়, তখন সেটি to + base form আকারে বসে।
-
এই to + verb গঠনকে বলা হয় infinitive।
-
এ ধরনের verb-এর পরে verb+ing (gerund), base form (without to), বা past form ব্যবহার করা হয় না।
• এমন কিছু verb-এর উদাহরণ:
-
agree – He agreed to come.
-
want – I want to learn English.
-
arrange – They arranged to meet him.
-
propose – She proposed to help us.
-
manage – He managed to escape.
-
refuse – They refused to accept the offer.
-
decide – We decided to go home.
-
fail – He failed to complete the task.
-
try – She tried to open the door.
-
phone – Don’t forget to phone me.
-
hope – I hope to see you soon.
-
demand – They demanded to know the truth.
-
require – The job requires you to travel.
-
forget – He forgot to lock the door.
-
ask – She asked to speak with the manager.
• অতিরিক্ত ভাষাগত তথ্য:
-
Infinitive (to + verb) সাধারণত উদ্দেশ্য, ইচ্ছা, অভিপ্রায় বা ভবিষ্যৎ কর্ম বোঝাতে ব্যবহৃত হয়।
-
অনেক সময় infinitive বাক্যে noun, adjective complement, বা adverbial purpose clause হিসেবেও কাজ করে।
-
কিছু verb (যেমন—enjoy, avoid, mind) এর পরে কেবল gerund (verb + ing) ব্যবহৃত হয়, কিন্তু refuse সবসময় infinitive গ্রহণ করে।
0
Updated: 4 weeks ago
Fill in the blank: no one can ____ that he is clever.
Created: 2 weeks ago
A
defy
B
deny
C
admire
D
denounce
0
Updated: 2 weeks ago