The famous quote "If winter comes, can spring be far behind?" belongs to which poem?
A
Ode to the West Wind
B
The Prelude
C
Prometheus Unbound
D
To Autumn
উত্তরের বিবরণ
‘Ode to the West Wind’ একটি বিখ্যাত কবিতা, যা Percy Bysshe Shelley রচিত। কবিতায় পশ্চিম বাতাসকে destroyer এবং preserver উভয় হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এটি ২৫ অক্টোবর ১৮১৯ সালে Cascine Wood, Florence, Italy-তে লেখা হয় এবং ১৮২০ সালে প্রকাশিত হয়। কবিতার ভাষা আবেগপ্রবণ এবং এতে প্রতীকী চিত্রকল্পের উৎকৃষ্ট উদাহরণ পাওয়া যায়। বিখ্যাত লাইন "If winter comes, can spring be far behind?" কবিতার শেষ অংশে ব্যবহৃত হয়েছে এবং এটি Metaphor-এর উদাহরণ।
-
Poet: Percy Bysshe Shelley (1792–1822), Romantic Period-এর একজন প্রধান ইংরেজ কবি।
-
Notable Works:
-
A Defence of Poetry (essay)
-
A Philosophical View of Reform (book)
-
Adonais (poem)
-
Alastor; or The Spirit of Solitude (poem)
-
The Necessity of Atheism (essay)
-
Prometheus Unbound (play)
-
The Cenci (tragedy play)
-
Ode to the West Wind (poem)
-
0
Updated: 1 month ago
Who said, "The less I speak, the more I meditate"?
Created: 1 month ago
A
Thomas Kyd
B
William Shakespeare
C
Geoffrey Chaucer
D
John Milton
উত্তর হবে Thomas Kyd। এটি তার বিখ্যাত নাটক The Spanish Tragedy থেকে নেওয়া।
The Spanish Tragedy
-
এটি Revenge Tragedy ধারার একটি উল্লেখযোগ্য নাটক।
-
Revenge Tragedy হলো এমন একটি ট্র্যাজেডি যেখানে প্রতিশোধের সন্ধান প্রদর্শিত হয় এবং রক্তপাত ও হিংসার মাধ্যমে কাহিনি এগোয়।
-
সাধারণত Senecan tragedy-এর প্রভাব অনুসরণ করে Revenge Tragedy লেখা হয়।
-
Thomas Kyd-এর The Spanish Tragedy Elizabethan Period-এ Revenge Tragedy-এর জনপ্রিয়তা বৃদ্ধি করে।
সারসংক্ষেপ
-
নাটকের শুরু হয় Don Andrea নামক এক স্প্যানিশ অভিজাতের ভূতের মাধ্যমে, যিনি সম্প্রতি Portugal-এ যুদ্ধে নিহত হন।
-
মৃত্যুপরবর্তী সময়ে Don Andrea তার প্রতিশোধের আত্মা (Spirit of Revenge)-এর সঙ্গে উপস্থিত হন।
-
ভূতের মাধ্যমে তিনি জানান যে Portuguese prince Balthazar-এর সঙ্গে যুদ্ধে নিহত হয়েছেন।
-
তিনি যুদ্ধের বিবরণ জানান এবং প্রেমিকা Bel-Imperia-এর সঙ্গে গোপন প্রেমের সম্পর্ক তুলে ধরেন।
-
নাটকটি মূলত প্রেম, প্রতিশোধ এবং মর্যাদা-কে কেন্দ্র করে, যা দর্শকদের উপর গভীর প্রভাব ফেলে।
প্রধান চরিত্রসমূহ
-
Hieronimo (প্রধান চরিত্র)
-
Bel-Imperia (প্রধান নারী চরিত্র)
-
Lorenzo
-
Balthazar
-
Horatio
-
Ghost of Don Andrea ইত্যাদি
বিখ্যাত উক্তি
-
“The less I speak, the more I meditate.”
Thomas Kyd (1557–1595)
-
একজন ইংরেজি নাট্যকার এবং Elizabethan Period-এর লেখক।
-
তিনি University Wit-এর একজন সদস্য ছিলেন।
-
Revenge Tragedy সহ Elizabethan drama-এর বিকাশে তাঁর অবদান বিশেষভাবে স্মরণীয়।
উল্লেখযোগ্য রচনাসমূহ
-
The Spanish Tragedy (1585)
-
Cornelia (1590)
0
Updated: 1 month ago
"If Winter comes, can Spring be far behind?" - Who quoted this line?
Created: 1 month ago
A
P.B. Shelley
B
John Keats
C
T.S. Eliot
D
W. Wordsworth
“If Winter comes, can Spring be far behind?” লাইনটি P. B. Shelley-এর Ode to the West Wind কবিতা থেকে নেওয়া। এটি ১৮২০ সালে প্রকাশিত হয় এবং কবির passionate language ও symbolic imagery ব্যবহারের একটি অনন্য উদাহরণ হিসেবে গণ্য হয়।
-
কবি West Wind-এর কাছে সাহায্যের আহ্বান জানিয়েছেন।
-
কবিতাটি লেখা হয় Cascine wood near Florence, Italy-তে।
-
কারো মতে, কবিতাটি Shelley লিখেছিলেন তার পুত্র William-এর মৃত্যুশোকে।
-
কবি West Wind-এর প্রলয়ংকারী ক্ষমতাকে সমাদর করেছেন এবং আশাবাদ প্রকাশ করেছেন যেন বৈপ্লবিক ধারণাগুলো সারা বিশ্বে ছড়ায়।
-
কবিতার শেষ লাইন বিখ্যাত: “If Winter comes, can Spring be far behind?”
P. B. Shelley (Percy Bysshe Shelley):
-
তিনি একজন প্রখ্যাত ইংরেজি কবি এবং রোমান্টিক আন্দোলনের প্রধান ব্যক্তি।
-
Shelley বিপ্লবী ধারণা, কল্পনাপ্রসূত সঙ্গীতশৈলী এবং সামাজিক পরিবর্তনের জন্য পরিচিত ছিলেন।
-
তিনি ইংরেজি সাহিত্যে একজন Revolutionary poet হিসেবে বিবেচিত।
-
তাঁর লক্ষ্য ছিল ভবিষ্যতের জন্য একটি গৌরবময় স্বর্ণযুগ সৃষ্টি করা।
প্রসিদ্ধ উদ্ধৃতি:
-
“Our sweetest songs are those that tell of saddest thought” (Ode To A Skylark)
-
“If Winter comes, can Spring be far behind?” (Ode to the West Wind)
-
“The more we study, the more we discover our ignorance” (Queen Mab)
প্রসিদ্ধ কাব্যকর্মসমূহ:
-
Ode to the West Wind
-
Queen Mab
-
Alastor
-
Adonais
-
Ozymandias
-
To a Skylark
ড্রামা:
-
Prometheus Unbound
-
The Cenci
উৎস:
0
Updated: 1 month ago
"I have measured out my life with coffee spoons." — Who said this?
Created: 2 months ago
A
W. B. Yeats
B
T. S. Eliot
C
Robert Frost
D
Robert Browning
0
Updated: 2 months ago