The famous quote "If winter comes, can spring be far behind?" belongs to which poem?
A
Ode to the West Wind
B
The Prelude
C
Prometheus Unbound
D
To Autumn
উত্তরের বিবরণ
‘Ode to the West Wind’ একটি বিখ্যাত কবিতা, যা Percy Bysshe Shelley রচিত। কবিতায় পশ্চিম বাতাসকে destroyer এবং preserver উভয় হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এটি ২৫ অক্টোবর ১৮১৯ সালে Cascine Wood, Florence, Italy-তে লেখা হয় এবং ১৮২০ সালে প্রকাশিত হয়। কবিতার ভাষা আবেগপ্রবণ এবং এতে প্রতীকী চিত্রকল্পের উৎকৃষ্ট উদাহরণ পাওয়া যায়। বিখ্যাত লাইন "If winter comes, can spring be far behind?" কবিতার শেষ অংশে ব্যবহৃত হয়েছে এবং এটি Metaphor-এর উদাহরণ।
-
Poet: Percy Bysshe Shelley (1792–1822), Romantic Period-এর একজন প্রধান ইংরেজ কবি।
-
Notable Works:
-
A Defence of Poetry (essay)
-
A Philosophical View of Reform (book)
-
Adonais (poem)
-
Alastor; or The Spirit of Solitude (poem)
-
The Necessity of Atheism (essay)
-
Prometheus Unbound (play)
-
The Cenci (tragedy play)
-
Ode to the West Wind (poem)
-

0
Updated: 18 hours ago
Sidney believes poetry can make people:
Created: 4 months ago
A
More emotional
B
Good and wise
C
Selfish
D
Superstitious
Sidney বিশ্বাস করতেন যে কবিতা মানুষকে ভালো ও বুদ্ধিমান করতে পারে। কবিতা তাদের মনকে স্পর্শ করে এবং ভালো কাজ করতে উৎসাহিত করে। এটি শিক্ষাদান করে এবং মানুষের চরিত্র গঠনে সাহায্য করে। তাই কবিতা মানুষকে শুধুমাত্র আনন্দ দেয় না, বরং তাদের ভালো ও বুদ্ধিমান বানায়।

0
Updated: 4 months ago
Franz Kafka is a -
Created: 1 week ago
A
French writer
B
Russian writer
C
German writer
D
African writer
Franz Kafka ছিলেন একজন প্রভাবশালী জার্মান ভাষার লেখক, যিনি Existentialist এবং Modernist সাহিত্যের ভিত্তি রচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার রচনায় মানবজীবনের বিচ্ছিন্নতা, অস্বস্তি, অযৌক্তিকতা, এবং আমলাতান্ত্রিক জটিলতা স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।
বিশেষভাবে তার উপন্যাস “Der Prozess” (১৯২৫; The Trial) এবং ছোটগল্প “Die Verwandlung” (১৯১৫; The Metamorphosis)-এ ২০শ শতকের ইউরোপ ও উত্তর আমেরিকার মানুষের উদ্বেগ এবং বিচ্ছিন্নতার প্রতিচ্ছবি পাওয়া যায়। Kafka ছিলেন একজন ব্যতিক্রমী ও রহস্যময় সাহিত্যিক, যার রচনা আজও সমানভাবে প্রাসঙ্গিক।
Notable works:
-
The Trial (novel)
-
The Castle
-
Meditation
-
Amerika (novel)
-
In the Penal Colony
-
The Metamorphosis (novella)
-
The Judgment
-
Description of a Struggle
-
Letter to Father
Source:

0
Updated: 1 week ago
Which character best represents “satire on social climbing”?
Created: 3 weeks ago
A
Mr. Bennet
B
Mr. Collins
C
Mr. Wickham
D
Caroline Bingley
Mr. Collins হাস্যকরভাবে সমাজে ওঠার চেষ্টা করে Lady Catherine-এর তোষামোদ করে। তার অহেতুক বক্তৃতা Austen-এর বিদ্রূপকে আরও তীক্ষ্ণ করে। Austen তাকে ব্যবহার করেছেন social climbing-এর ব্যঙ্গচিত্র হিসেবে, যাতে পাঠক বুঝতে পারে কীভাবে ভণ্ডামি ও অন্ধ আনুগত্য সমাজে মর্যাদা পাওয়ার পথ বলে মনে করা হতো।

0
Updated: 3 weeks ago