He is devoid ______ ambition.
A
from
B
of
C
to
D
with
উত্তরের বিবরণ
‘Devoid of’ একটি ইংরেজি পদযুগল যা কোনো কিছুর সম্পূর্ণ অভাব বোঝাতে ব্যবহৃত হয়। এটি সাধারণত কোনো বস্তু, গুণ, বা অনুভূতির অনুপস্থিতি প্রকাশ করতে ব্যবহৃত হয়।
-
English meaning: completely without (something)
-
Bangla meaning: কোনো কিছুর অভাব থাকা
-
Example sentences:
-
The speech was devoid of any real emotion।
-
The room was devoid of furniture।
-

0
Updated: 18 hours ago
The masculine form of “ewe” is —
Created: 1 month ago
A
ram
B
dame
C
hind
D
wizard
The masculine form of “ewe” is ram.
-
Ram – ভেড়া
-
Ewe – ভেড়ী
Some Examples of Masculine and Feminine Forms:
Masculine | Feminine |
---|---|
man | woman |
master (প্রভু, শিক্ষক) | mistress (প্রভুপত্নী, শিক্ষয়িত্রী) |
monk, friar (মঠবাসী) | nun (মঠবাসিনী, সন্ন্যাসিনী) |
nephew (ভাইপো, ভাগ্নে) | niece (ভাইঝি, ভাগ্নী) |
ram, wether (ভেড়া) | ewe (ভেড়ী) |
sir, sire (জনাব) | madam (জনাবা) |
sire (পশুদের সম্রাট) | dame (পশুদের সম্রাজ্ঞী) |
stag (হরিণ) | hind (হরিণী) |
swain (গ্রাম্য যুবক) | nymph (অল্পবয়স্কা মহিলা) |
tailor (দরজী) | seamstress (মহিলা দরজী) |
widower (বিপত্নীক) | widow (বিধবা) |
wizard (যাদুকর) | witch (যাদুকরী) |
Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain

0
Updated: 1 month ago
He gave me the notes ______ I wanted.
Created: 1 week ago
A
what
B
whom
C
whose
D
that
সঠিক বাক্য হলো He gave me the notes that I wanted।
-
এখানে শূন্যস্থানে একটি Relative Pronoun বসানো হয়েছে, যা inactive object "notes" বোঝাচ্ছে।
-
বস্তুবাচক ক্ষেত্রে সাধারণত that ব্যবহার হয়।
-
বস্তু সম্পর্কে যদি জানা থাকে, that বসে; জানা না থাকলে what বসে।
-
উদাহরণ:
-
He gave me what I wanted
-
He gave me the book that I wanted
-
-
whose এবং whom হলো Personal Pronoun, যা শুধুমাত্র ব্যক্তিকে বোঝাতে ব্যবহৃত হয়।
-
তাই প্রদত্ত বাক্যে শূন্যস্থানে that বসানো সঠিক।

0
Updated: 1 week ago
He was completely absorbed _________ the movie and didn’t notice the time passing.
Created: 3 weeks ago
A
with
B
on
C
in
D
at
• Complete Sentence: He was completely absorbed in the movie and didn’t notice the time passing.
-
Bangla Meaning: সে পুরোপুরি সিনেমায় মনোযোগ দিয়ে ছিল এবং সময় কিভাবে কাটছে তা বুঝতে পারেনি।
• Absorbed (Adjective)
-
English Meaning: deeply interested or involved in something.
-
Bangla Meaning: পুরো মনোযোগ দিয়ে যুক্ত হওয়া বা নিমজ্জিত থাকা।
-
Usage Note: "নিমজ্জিত থাকা" বা "পুরো মনোযোগ দেওয়া" বোঝাতে absorbed শব্দের পরে সাধারণত preposition ‘in’ বসে।
• Example Sentences:
-
She was absorbed in reading the novel all afternoon.
-
Bangla Meaning: সে পুরো দুপুর novel পড়তে নিমজ্জিত ছিল।
-
-
They seemed absorbed in their conversation and didn’t hear me calling.
-
Bangla Meaning: তারা তাদের কথোপকথনে নিমজ্জিত ছিল এবং আমার ডাকার শব্দ শুনতে পায়নি।
-
Source: 1. Cambridge Dictionary 2. Accessible Dictionary by Bangla Academy

0
Updated: 3 weeks ago