A
চন্দ্রগ্রহণ
B
সূর্যগ্রহণ
C
অমাবস্যা
D
পূর্ণিমা
উত্তরের বিবরণ
সূর্যগ্রহণ:
যখন চাঁদ, পৃথিবী ও সূর্য একই সরলরেখায় অবস্থান করে এবং চাঁদ ঠিক পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে পড়ে, তখন সূর্যের আলো কিছু সময়ের জন্য পৃথিবীতে পৌঁছাতে বাধাগ্রস্ত হয়। এই অবস্থায় সূর্য আংশিক বা সম্পূর্ণভাবে ঢাকা পড়ে, যাকে সূর্যগ্রহণ বলা হয়। এ সময় চাঁদ পৃথিবীর ওপর ছায়া ফেলে।
চন্দ্রগ্রহণ:
চন্দ্রগ্রহণ ঘটে তখন, যখন পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে চলে আসে। ফলে সূর্যের আলো চাঁদের গায়ে পৌঁছাতে পারে না, কারণ পৃথিবী সেই আলো রোধ করে। তখন পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে, এবং আমরা চাঁদকে আংশিক বা সম্পূর্ণ ঢেকে যেতে দেখি।
পূর্ণিমা:
পূর্ণিমা তখনই ঘটে, যখন চাঁদ পৃথিবীর এমন একটি অবস্থানে থাকে, যেখানে পৃথিবীর একদিকে সূর্য এবং অপরদিকে চাঁদ থাকে। এতে সূর্যের পূর্ণ আলো চাঁদের দৃশ্যমান অংশে পড়ে এবং চাঁদ সম্পূর্ণ উজ্জ্বল দেখায়।
অমাবস্যা:
অমাবস্যার সময় চাঁদ অবস্থান করে পৃথিবী ও সূর্যের মাঝখানে, এবং তিনটি বস্তু একই সরলরেখায় থাকে। এ কারণে চাঁদের সূর্যালোকিত অংশটি পৃথিবীর দৃষ্টিসীমার বাইরে থাকে এবং চাঁদ অদৃশ্য হয়ে যায়।
উৎস: বিবিসি বাংলা, ৪ ডিসেম্বর ২০২১

0
Updated: 2 weeks ago
মূল নেই কোন উদ্ভিদে?
Created: 2 weeks ago
A
ফণিমনসা
B
বীরুৎ
C
মিউকর
D
সাইকাস
মিউকর হলো এক ধরনের ছত্রাক। এর মূল থাকে না, বরং মূলের পরিবর্তে রাইজয়েড (Rhizoids) থাকে যা মাটির সাথে আটকে রাখতে সাহায্য করে।
অপুষ্পক উদ্ভিদ বলতে আমরা এমন উদ্ভিদকে বুঝি যাদের মধ্যে ফুল ও ফল হয় না। এরা স্পোর বা রেণুর মাধ্যমে প্রজনন করে। অধিকাংশ অপুষ্পক উদ্ভিদের শরীরকে আমরা মূল, কাণ্ড ও পাতা হিসেবে ভাগ করতে পারি না। উদাহরণস্বরূপ, অ্যাগারিকাস, স্পাইরোগাইরা, মস এবং ফার্ন ইত্যাদি।
অন্যদিকে, কিছু উদ্ভিদ রয়েছে যেমন ফণিমনসা, বীরুৎ ও সাইকাস, যাদের সুশৃঙ্খলভাবে মূল ও কাণ্ড থাকে।

0
Updated: 2 weeks ago
জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে-
Created: 2 weeks ago
A
নিউক্লিয়াস
B
নিউক্লিওলাস
C
ক্রোমোজোম
D
নিউক্লিওপ্লাজম
জীবের বংশগত বৈশিষ্ট্য বহনকারী গঠন হলো ক্রোমোসোম। জীবদেহের যেসব উপাদান বংশগত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, সেগুলোকে বংশগতি বস্তু বলা হয়। এই বস্তুর প্রধান উপাদান হলো DNA।
DNA-র নির্দিষ্ট অংশ যা কোনো একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, সেটিকে জিন বলা হয়। উন্নত জীবের কোষে DNA প্রোটিনের সঙ্গে যুক্ত হয়ে ক্রোমোসোম গঠন করে।
এই ক্রোমোসোমই জনন কোষের মাধ্যমে পরবর্তী প্রজন্মে বংশগত বৈশিষ্ট্য বহন করে নিয়ে যায়। তাই বলা হয়, ক্রোমোসোম হলো বংশগতি বস্তুর ধারক ও বাহক এবং এটিকে বংশগতির প্রধান উপাদান হিসেবে ধরা হয়।
উৎস: জীববিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 2 weeks ago
ক্যাসেটের ফিতার শব্দ রক্ষিত থাকে কি হিসেবে?
Created: 2 weeks ago
A
বৈদ্যুতিক ক্ষেত্র হিসেবে
B
মেমোরী চিপ হিসেবে
C
চুম্বক ক্ষেত্র হিসেবে
D
কার্বন ক্ষেত্র হিসেবে
কম্পিউটার ও ক্যাসেট প্লেয়ারে ব্যবহৃত টেপ বা স্মৃতির ফিতায় সাধারণত সিরামিক চুম্বক ব্যবহৃত হয়। এই ফিতায় প্রয়োগ করা হয় ক্রোমিয়াম ডাই অক্সাইড (CrO₂) নামক পদার্থ,
যার বৈশিষ্ট্য হলো—একবার বাহ্যিক চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করার পর তা সরিয়ে নিলেও অধিকাংশ চৌম্বক আবিষ্টতা অটুট থাকে।
এ কারণে এই চৌম্বকত্বকে স্থায়ী ধরা হয়। চৌম্বক শক্তিকে ব্যবহার করেই মূলত শব্দ সংরক্ষণের কাজটি সম্পন্ন হয়।
১৯৩০-এর দশকে জার্মানিতে প্রথম আবিষ্কৃত হয়েছিল চৌম্বকীয় রেকর্ডিং পদ্ধতি, যা পরবর্তীতে ক্যাসেট টেপের মাধ্যমে ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে।
যে ধরনের কৃত্রিম চুম্বকে বাহ্যিক চৌম্বক ক্ষেত্র অপসারিত হলেও চৌম্বকীয়তা সহজে বিলুপ্ত হয় না, তাকে বলা হয় স্থায়ী চুম্বক। স্থায়ী চুম্বক সাধারণত দুই প্রকারের হয়ে থাকে—সংকর চুম্বক এবং সিরামিক চুম্বক।
উৎস:
-
পদার্থবিজ্ঞান (নবম-দশম শ্রেণি), জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড
-
এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা

0
Updated: 2 weeks ago