'এক পয়সার বাঁশী' কোন ধরনের গ্রন্থ?
A
নাটক
B
প্রবন্ধ
C
উপন্যাস
D
শিশুতোষ কাব্য
উত্তরের বিবরণ
জসীম উদ্দীন
-
প্রখ্যাত বাঙালি কবি ও শিক্ষাবিদ।
-
জন্ম: ১ জানুয়ারি ১৯০৩, ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রাম।
-
কর্মজীবন শুরু: পল্লিসাহিত্যের সংগ্রাহক হিসেবে।
উল্লেখযোগ্য শিশুতোষ গ্রন্থ:
-
এক পয়সার বাঁশী (প্রকাশিত: ১৩৫৬ বঙ্গাব্দ)
উল্লেখযোগ্য কাব্যগ্রন্থসমূহ:
-
বালুচর
-
রূপবতী
-
রাখালী
-
নক্সী কাঁথার মাঠ
-
ধানখেত
-
সোজন বাদিয়ার ঘাট
-
মাটির কান্না
-
মা যে জননী কান্দে
উৎস:

0
Updated: 18 hours ago
'বাঁধন হারা' কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা?
Created: 2 weeks ago
A
ভ্রমণ কাহিনী
B
উপন্যাস
C
নাটক
D
কবিতা
‘বাঁধন-হারা’ উপন্যাস
-
লেখক: কাজী নজরুল ইসলাম
-
উল্লেখযোগ্য তথ্য:
-
কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস।
-
বাংলা সাহিত্যে এটি প্রথম পত্রোপন্যাস, এতে মোট ১৮টি চিঠি রয়েছে।
-
উপন্যাস রচনা শুরু হয়েছিল করাচীতে অবস্থানের সময়।
-
এটি ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল ‘মোসলেম ভারত’ পত্রিকায়।
-
-
প্রধান চরিত্র: নুরুল হুদা
-
অন্য চরিত্রসমূহ: রবিউল, রাবেয়া, সােফিয়া, মাহবুবা প্রমুখ
কাজী নজরুল ইসলাম
-
পরিচয়: বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতির একজন অগ্রণী ব্যক্তিত্ব।
-
জন্ম: ২৪ মে ১৮৯৯, চুরুলিয়া, বর্ধমান, পশ্চিমবঙ্গ
-
ডাক নাম: দুখু মিয়া
-
খ্যাতি:
-
বাংলা সাহিত্যের ‘বিদ্রোহী কবি’
-
আধুনিক বাংলা গানের জগতে ‘বুলবুল’ নামে পরিচিত
-
-
রচিত অন্যান্য উপন্যাস:
-
মৃত্যুক্ষুধা
-
কুহেলিকা
-
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া

0
Updated: 2 weeks ago
'দারিদ্র্য' কবিতাটি নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
Created: 3 days ago
A
সাম্যবাদী
B
বিষের বাঁশী
C
সিন্দু হিন্দোল
D
অগ্নিবীণা
কাজী নজরুল ইসলামের ‘দারিদ্র্য’ কবিতা তাঁর কাব্যগ্রন্থ ‘সিন্ধু হিন্দোল’-এর অন্তর্গত। উক্ত কবিতার দুটি লাইন হলো—
“হে দারিদ্র্য তুমি মোরে করেছো মহান
তুমি মোরে দানিয়াছ খ্রিস্টের সম্মান।”
সিন্ধু হিন্দোল হলো নজরুলের প্রেমমুখী কাব্যগ্রন্থ। এতে অন্তর্ভুক্ত উল্লেখযোগ্য কিছু কবিতা হলো:
-
গোপন প্রিয়া
-
অনামিকা
-
বিদায়-স্মরণে
-
পথের স্মৃতি
-
উন্মনা
-
দারিদ্র্য
-
বাসন্তী
-
ফাল্গুনী
-
বধূ-বরণ
-
রাখী-বন্ধন
-
চাঁদনী রাতে
-
মাধবী-প্রলাপ
উৎস:

0
Updated: 3 days ago
কোনটি জসীমউদ্দীনের নাটক?
Created: 1 month ago
A
রাখালী
B
মাটির কান্না
C
বেদের মেয়ে
D
বোবা কাহিনী
জসীমউদ্দীন ও তাঁর সাহিত্যকর্ম
-
‘বেদের মেয়ে’ জসীমউদ্দীন রচিত একটি নাটক।
-
জসীমউদ্দীন পরিচিতি:
-
তিনি বাংলা সাহিত্যের একজন খ্যাতিমান কবি ও শিক্ষাবিদ।
-
জন্মগ্রহণ করেন ১৯০৩ সালের ১ জানুয়ারি, ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে তাঁর নানাবাড়িতে।
-
কর্মজীবনের শুরুতে তিনি গ্রামীণ সাহিত্য ও লোকগানের সংগ্রাহক ছিলেন।
-
গ্রামীণ জীবন ও প্রকৃতিকে কবিতায় তুলে ধরার কারণে তিনি “পল্লিকবি” নামে পরিচিত।
-
তাঁর নির্বাচিত কবিতার সংকলন গ্রন্থের নাম ‘সুচয়নী’।
-
-
উপন্যাস:
-
‘বোবা কাহিনী’।
-
-
গানের সংকলন:
-
রঙ্গিলা নায়ের মাঝি,
-
গাঙ্গের পাড়,
-
জারিগান।
-
-
প্রধান কাব্যগ্রন্থ:
-
বালুচর,
-
রূপবতী,
-
রাখালী,
-
নকশী কাঁথার মাঠ,
-
ধানখেত,
-
সোজন বাদিয়ার ঘাট,
-
মাটির কান্না,
-
মা যে জননী কান্দে প্রভৃতি।
-
-
নাটক:
-
পদ্মাপাড়,
-
বেদের মেয়ে,
-
মধুমালা,
-
পল্লীবধূ,
-
গ্রামের মায়া ইত্যাদি।
-
-
শিশুতোষ গ্রন্থ:
-
হাসু,
-
এক পয়সার বাঁশি,
-
ডালিমকুমার।
-
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (ড. সৌমিত্র শেখর) এবং বাংলাপিডিয়া।

0
Updated: 1 month ago