শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম মুদ্রিত উপন্যাস কোনটি?
A
পথের দাবী
B
গৃহদাহ
C
বড়দিদি
D
শ্রীকান্ত
উত্তরের বিবরণ
‘বড়দিদি’ উপন্যাস:
-
প্রকাশকাল: ১৯১৩
-
রচয়িতা: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
-
প্রথম প্রকাশিত: সরলা দেবীর সম্পাদিত ‘ভারতী’ পত্রিকায়।
-
প্রাথমিক নাম: ‘শিশু’
-
উপন্যাসের মূল আকর্ষণ: নারী চরিত্রের সংযম ও মাধুর্য, শাস্ত্রশাসিত জীবন ও স্বাভাবিক প্রবৃত্তির মধ্যে টানাপোড়েন, এবং সহজ-সাবলীল ভাষা।
-
উল্লেখযোগ্য চরিত্র: সুরেন্দ্রনাথ, ব্রজরাজ, মাধবী, প্রমীলা
-
বড়দিদি চরিত্রের নাম: মাধবী
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সংক্ষিপ্ত পরিচয়:
-
জন্ম: ১৫ সেপ্টেম্বর ১৮৭৬, দেবানন্দপুর, হুগলি জেলা
-
প্রথম প্রকাশিত উপন্যাস: বড়দিদি (ভারতী পত্রিকায় ১৯০৭ সালে)
-
প্রথম প্রকাশিত গল্প: ‘মন্দির’, যার জন্য ১৯০৩ সালে কুন্তলীন সাহিত্য পুরস্কার লাভ
-
রাজনৈতিক উপন্যাস: ‘পথের দাবী’ (১৯২৬), ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করেছিল
বিখ্যাত উপন্যাসসমূহ:
-
দেনা-পাওনা
-
বড়দিদি
-
বিরাজবৌ
-
পণ্ডিতমশাই
-
পরিণীতা
-
চন্দ্রনাথ
-
দেবদাস
-
চরিত্রহীন
-
গৃহদাহ
-
পথের দাবী
-
শেষ প্রশ্ন
-
শেষের পরিচয়
উৎস:
0
Updated: 1 month ago
জেলে জীবন কেন্দ্রিক উপন্যাস কোনটি?
Created: 2 months ago
A
গঙ্গা
B
পুতুলনাচের ইতিকথা
C
হাঁসুলী বাঁকের উপকথা
D
গৃহদাহ
গঙ্গা উপন্যাস
-
সমরেশ বসুর বিখ্যাত রচনা ‘গঙ্গা’ প্রকাশিত হয় ১৯৫৭ সালে।
-
উপন্যাসটির মূল পটভূমি হলো জেলে সম্প্রদায়ের জীবন—বিশেষত অবিভক্ত ২৪ পরগনার মাছধরা মানুষদের জীবনসংগ্রাম।
-
এখানে মূল কেন্দ্রবিন্দু চরিত্র নয়, বরং জেলেদের জীবন। তাদের দৈনন্দিন কষ্ট, লড়াই ও অভ্যাস—সবই লেখক ফুটিয়ে তুলেছেন।
-
চরিত্রগুলোর মধ্যে রয়েছে: সাইদার নিবারণ, নিবারণের ভাই পাঁচু, ছেলে বিলাস, বশীর, সয়ারাম, পাচী (ছায়া), রসিক, দুলাল, দামিনী, হিমি, আতর, মহাজন ব্রজেন ঠাকুর প্রমুখ।
-
প্রথমে মনে হয় বিলাস ও হিমিই নায়ক-নায়িকা, কিন্তু আসলে সব চরিত্রকে ঘিরে আছেন নিবারণ—তাই নিবারণকেই কেন্দ্রীয় চরিত্র ধরা হয়।
পুতুলনাচের ইতিকথা
-
মানিক বন্দ্যোপাধ্যায় রচিত এই উপন্যাস প্রকাশিত হয় ১৯৩৬ সালে।
-
লেখকের মতে, সাহিত্যেও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি প্রয়োজন। এ উপন্যাসে সেই দৃষ্টিভঙ্গির প্রয়োগ দেখা যায়।
-
ব্রিটিশ আমলে বাঙালি শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণির মানসিক দ্বন্দ্ব ও অস্তিত্ব সংকট শশী চরিত্রের মাধ্যমে প্রকাশিত হয়েছে।
-
এখানে ‘পুতুল’ বলতে বোঝানো হয়েছে—যারা নিজের দৃঢ় অবস্থান রাখতে পারে না, বরং অন্যের সামান্য প্রভাবেই দোদুল্যমান হয়ে যায়।
-
প্রধান চরিত্র: শশী, কুসুম, হারু ঘোষ প্রমুখ।
হাঁসুলী বাঁকের উপকথা
-
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত এই উপন্যাসটি মূলত আঞ্চলিক কাহিনি।
-
কাহিনি আবর্তিত হয়েছে বাঁশবাড়ি গ্রামের কাহার জাতিকে ঘিরে।
-
পুরোনো বিশ্বাস, কুসংস্কার আর সময়ের পরিবর্তনে তাদের জীবনে যে দ্বন্দ্ব তৈরি হয়, তাই এখানে তুলে ধরা হয়েছে।
গৃহদাহ
-
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত শ্রেষ্ঠ উপন্যাস ‘গৃহদাহ’, যা প্রকাশিত হয় ১৯২০ সালে, মাসিক ভারতবর্ষ পত্রিকায়।
-
এর মূল বিষয় হলো ত্রিভুজ প্রেম।
-
নায়িকা অচলা—যার প্রতি মহিম ও সুরেশ দুই পুরুষের আকর্ষণ-বিকর্ষণ এই কাহিনির মূল কেন্দ্র।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
0
Updated: 2 months ago
নিচের কোনটি মাইকেল মধুসূদন দত্ত রচিত কাব্য নয়?
Created: 1 month ago
A
ব্রজাঙ্গনা
B
কৃষ্ণকুমারী
C
তিলোত্তমাসম্ভব
D
বীরাঙ্গনা
মাইকেল মধুসূদন দত্ত ছিলেন বাংলা সাহিত্যের একজন মহাকবি ও নাট্যকার, যিনি বাংলাভাষায় সনেট এবং অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক হিসেবে সুপরিচিত। তাঁর সাহিত্যকর্মে নাটক, কাব্য ও প্রহসন সবই গুরুত্বপূর্ণ স্থান দখল করে।
-
জন্ম ও জীবন: ১৮২৪ সালের ২৫ জানুয়ারি যশোর জেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদাঁড়ি গ্রামে জন্মগ্রহণ করেন।
-
সনেট ও ছন্দ প্রবর্তন: তিনি বাংলায় সনেটের প্রবর্তক এবং অমিত্রাক্ষর ছন্দের প্রথম প্রবর্তক।
-
অমিত্রাক্ষর ছন্দের কাব্য: ‘পদ্মাবতী’ নাটকে প্রথম অমিত্রাক্ষর ছন্দ ব্যবহার করেন। অমিত্রাক্ষর ছন্দে রচিত তাঁর প্রথম কাব্যগ্রন্থ হলো 'তিলোত্তমাসম্ভব কাব্য', যা সম্পূর্ণ অমিত্রাক্ষর ছন্দে রচিত।
-
ইংরেজি কাব্য: তাঁর প্রথম কাব্যগ্রন্থ ইংরেজিতে লেখা ‘The Captive Lady’।
উল্লেখযোগ্য সাহিত্যকর্ম:
-
নাটক: শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী
-
কাব্য: তিলোত্তমাসম্ভব কাব্য, মেঘনাদবধ কাব্য, ব্রজাঙ্গনা কাব্য, বীরাঙ্গনা কাব্য (পত্রকাব্য), চতুর্দশপদী কবিতাবলী
-
প্রহসন: একেই কি বলে সভ্যতা, বুড় সালিকের ঘাড়ে রোঁ
0
Updated: 1 month ago
'কুমুদিনী' - কোন উপন্যাসের নায়িকা?
Created: 1 month ago
A
শেষের কবিতা
B
নৌকাডুবি
C
গোরা
D
যোগাযোগ
‘যোগাযোগ’ উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা প্রথম ‘তিন পুরুষ’ নামে বিচিত্রা মাসিক পত্রিকায় প্রকাশিত হয় এবং পরে নামকরণ করা হয় ‘যোগাযোগ’। উপন্যাসের কেন্দ্রবিন্দুতে রয়েছে নায়িকা কুমুদিনী ও নায়ক মধুসূদনের ব্যক্তিত্বের তীব্র বিরোধ। শেষ পর্যন্ত কুমুদিনী স্বামীর কাছে দ্বিধান্বিতভাবে সমর্পিত হলেও, তার মধ্যে এক বিদ্রোহী নারীর রূপ স্পষ্ট হয়ে ওঠে।
রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যান্য উল্লেখযোগ্য উপন্যাস—
-
ঘরে-বাইরে
-
চোখের বালি
-
শেষের কবিতা
-
নৌকাডুবি
-
গোরা
-
রাজর্ষি
-
চার অধ্যায় ইত্যাদি
উৎস:
0
Updated: 1 month ago