রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত ছদ্মনাম-
A
বিস্যাসুন্দর ভাস্কর
B
ভানুমতি ঠাকুর
C
দিকশূণ্য ভট্টাচার্য
D
শ্রীমতি ঠাকুর
উত্তরের বিবরণ
রবীন্দ্রনাথ ঠাকুর বিভিন্ন সাহিত্যিক কাজের জন্য ছদ্মনাম ব্যবহার করেছেন।
-
সর্বাধিক ব্যবহৃত ছদ্মনাম: দিকশূণ্য ভট্টাচার্য
-
অন্য উল্লেখিত নাম যেমন ভানুমতি ঠাকুর, বিস্যাসুন্দর ভাস্কর, শ্রীমতি ঠাকুর রবীন্দ্রনাথের ছদ্মনাম নয়।
-
রবীন্দ্রনাথের নয়টি ছদ্মনাম:
-
ভানুসিংহ ঠাকুর
-
অকপটচন্দ্র ভাস্কর
-
আন্নাকালী পাকড়াশী
-
দিকশূণ্য ভট্টাচার্য
-
নবীনকিশোর শর্মণঃ
-
ষষ্ঠীচরণ দেবশর্মা
-
বাণীবিনোদ বিদ্যাবিনোদ
-
শ্রীমতি কনিষ্ঠা
-
শ্রীমতি মধ্যমা
-
উৎস:
0
Updated: 1 month ago
"শশী ও কুসুম” - কোন উপন্যাসের চরিত্র?
Created: 3 weeks ago
A
হাজার বছর ধরে
B
সূর্য-দীঘল বাড়ী
C
পুতুলনাচের ইতিকথা
D
আরেক ফাল্গুন
• পুতুলনাচের ইতিকথা:
- মানিক বন্দ্যোপাধ্যায় বলেছেন: 'সাহিত্যিকেরও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থাকা প্রয়োজন।' 'পুতুলনাচের ইতিকথা'য় সেই বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির প্রয়োগ আছে।
- উপন্যাস আরম্ভ হয়েছে বজ্রাঘাতে নিহত হারু ঘোষের বর্ণনা দিয়ে।
- নায়ক শশী ডাক্তার বিজ্ঞানের ছাত্র হলে ও মড়াস্পর্শ অনুচিতসহ এরকম নানা কুসংস্কার তার মধ্যে কর্যকর।
- ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে বাঙালি শিক্ষিত মধ্যবিত্তের অন্তর্গত টানাপোড়েন ও অস্তিত্ব সংকট শশী চরিত্রের মধ্য দিয়ে প্রকাশিত।
- 'পুতুলনাচের ইতিকথা'য় পুতুল বলতে এই মানুষগুলোকেই বোঝানো হয়েছে, যারা চারিত্রিক দৃঢ়তা নিয়ে দাঁড়াতে পারে না; পুতুলের মতো অন্যের অল্প ধাক্কাতেই চালিত হয়।
- উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র:
- হারু ঘোষ, শশী, কুসুম ইত্যাদি।
-------------------------------------
• মানিক বন্দ্যোপাধ্যায় রচিত অন্য উপন্যাস সমূহ:
- জননী,
- দিবারাত্রির কাব্য,
- পদ্মানদীর মাঝি,
- পুতুলনাচের ইতিকথা,
- শহরতলী,
- চিহ্ন,
- চতুষ্কোণ,
- সার্বজনীন,
- আরোগ্য ইত্যাদি।
0
Updated: 3 weeks ago
আনোয়ার পাশা রচিত উপন্যাস কোনটি?
Created: 1 month ago
A
রেইনকোট
B
চিলেকোঠার সেপাই
C
অলাতচক্র
D
রাইফেল রোটি আওরাত
‘রাইফেল রোটি আওরাত’ (১৯৭৩) আনোয়ার পাশা রচিত একটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস। এটি মুক্তিযুদ্ধকালীন সময়ে রচিত এবং ১৯৭৩ সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়।
-
উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র: অধ্যাপক সুদীপ্ত শাহীন
-
অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্র: ড. খালেক, ড. মালেক, ছাবেদ আলী, হাসমত, জামাল সাহেব প্রমুখ
অন্য মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্যকর্ম:
-
‘চিলেকোঠার সেপাই’ – আখতারুজ্জামান ইলিয়াসের প্রথম উপন্যাস
-
‘রেইনকোট’ – আখতারুজ্জামান ইলিয়াসের মুক্তিযুদ্ধভিত্তিক ছোটগল্প
-
‘অলাতচক্র’ – আহমদ ছফা রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস
উৎস:
0
Updated: 1 month ago
"মরণ রে, তুঁহু মম শ্যামসমান।" পঙ্ক্তিটি কার রচনা?
Created: 1 month ago
A
কাজী নজরুল ইসলাম
B
নির্মলেন্দু গুণ
C
রবীন্দ্রনাথ ঠাকুর
D
বিদ্যাপতি
"মরণ রে, তুঁহু মম শ্যামসমান।" পঙ্ক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'মরণ' কবিতার অন্তর্ভুক্ত।
-
'ভানুসিংহ ঠাকুরের পদাবলী' কাব্য:
-
রচয়িতা: রবীন্দ্রনাথ ঠাকুর, বৈষ্ণব পদাবলির ধারায় ব্রজবুলি ভাষায় লিখিত
-
প্রকাশকাল: ১২৯১ সনে আষাঢ়ের মাঝামাঝি
-
গ্রন্থে আখ্যাপত্রে কবির নাম ভানুসিংহ ঠাকুর উল্লেখ এবং প্রকাশক ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর
-
প্রকাশকের বিজ্ঞাপনে বলা হয়, ভানুসিংহের পদাবলী শৈশব সঙ্গীতের আনুষঙ্গিক স্বরূপে প্রকাশিত হয়েছে; অধিকাংশই পুরাতন কালের খাতা থেকে সন্ধান করে সংগ্রহ করা
-
গ্রন্থে বর্তমানে মোট ২০টি পদ রয়েছে
-
-
উল্লেখযোগ্য কবিতা: মরণ, প্রশ্ন
-
'মরণ' কবিতার বিখ্যাত পঙ্ক্তি: "মরণ রে, তুঁহু মম শ্যামসমান।"
0
Updated: 1 month ago