মাইকেল মধুসূদন দত্ত বাংলাভাষায় কোন ছন্দ প্রবর্তন করেন?
A
মাত্রাবৃত্ত ছন্দ
B
অমিত্রাক্ষর ছন্দ
C
স্বরবৃত্ত ছন্দ
D
ত্রিপদী ছন্দ
উত্তরের বিবরণ
মাইকেল মধুসূদন দত্ত ছিলেন একজন মহাকবি ও নাট্যকার, যিনি বাংলা সাহিত্যে নতুন ছন্দ ও রচনার ধারায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
-
জন্ম: ২৫ জানুয়ারি ১৮২৪, সাগরদাঁড়ি গ্রাম, যশোর জেলা, কপোতাক্ষ নদ তীরবর্তী
-
সাহিত্যিক বিশেষত্ব:
-
বাংলাভাষার সনেট প্রবর্তক
-
অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক
-
প্রথম অমিত্রাক্ষর ছন্দ প্রয়োগ করেছেন নাটক ‘পদ্মাবতী’-এ
-
প্রথম অমিত্রাক্ষর কাব্যগ্রন্থ: ‘তিলোত্তমাসম্ভব কাব্য’
-
প্রথম কাব্যগ্রন্থ: ‘দ্য ক্যাপটিভ লেডি’
-
-
উল্লেখযোগ্য নাটক:
-
শর্মিষ্ঠা
-
পদ্মাবতী
-
কৃষ্ণকুমারী
-
-
উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ:
-
তিলোত্তমাসম্ভব কাব্য
-
মেঘনাদবধ কাব্য
-
ব্রজাঙ্গনা কাব্য
-
বীরাঙ্গনা কাব্য (পত্রকাব্য)
-
চতুর্দশপদী কবিতাবলী
-
উৎস:

0
Updated: 18 hours ago
তেভাগা আন্দোলনকেন্দ্রিক উপন্যাস কোনটি?
Created: 2 weeks ago
A
অক্টোপাস
B
কালো বরফ
C
ক্রীতদাসের হাসি
D
নাঢ়াই
‘নাঢ়াই’ শওকত আলীর লেখা একটি উপন্যাস। এখানে তেভাগা আন্দোলনের পটভূমি তুলে ধরা হয়েছে।
-
‘ক্রীতদাসের হাসি’ শওকত ওসমানের প্রসিদ্ধ উপন্যাস (প্রকাশকাল: ১৯৬২)। তাঁর আসল নাম ছিল শেখ আজিজুর রহমান। এই উপন্যাসে প্রতীকী ভঙ্গিতে তৎকালীন পাকিস্তানি শাসকদের অন্যায়-অবিচার ও শোষণের সমালোচনা করা হয়েছে। এটিই তাঁর শ্রেষ্ঠ কীর্তি হিসেবে স্বীকৃত।
-
‘কালো বরফ’ উপন্যাসের রচয়িতা মাহমুদুল হক। এ গ্রন্থে দেশভাগের ঘটনাবলি গভীরভাবে চিত্রিত হয়েছে।
-
‘অক্টোপাস’ উপন্যাসটি লিখেছেন কবি শামসুর রহমান।
শওকত আলী
-
জন্ম: ১২ ফেব্রুয়ারি ১৯৩৬, মৃত্যু: ২৫ জানুয়ারি। জন্মস্থান: দিনাজপুর জেলার রায়গঞ্জ।
-
তাঁর প্রথম প্রকাশিত গ্রন্থ হলো ছোট উপন্যাস ‘পিঙ্গল আকাশ’ (১৯৬৪)। পরে তিনি আরও বহু ছোটগল্প ও উপন্যাস লিখেছেন।
-
শিশু-কিশোরদের জন্যও তিনি লিখেছেন।
-
পুরস্কারসমূহ:
-
বাংলা ছোটগল্পে অবদানের জন্য বাংলা একাডেমি পুরস্কার (১৯৬৮)
-
হুমায়ুন কবির স্মৃতি পুরস্কার (বাংলাদেশ লেখক শিবির, ১৯৭৭)
-
শওকত আলীর উল্লেখযোগ্য উপন্যাসসমূহ
-
পিঙ্গল আকাশ
-
প্রদোষে প্রাকৃতজন
-
দক্ষিণায়নের দিন
-
কুলায় কালস্রোত
-
পূর্বরাত্রি পূর্বদিন
-
যেতে চাই
-
ওয়ারিশ
-
বাসর মধুচন্দ্রিমা
-
উত্তরের খেপ
-
বসত
-
হিসাবনিকাশ
-
দলিল
-
উত্তরের ছাপ ইত্যাদি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া

0
Updated: 2 weeks ago
সন্ন্যাসী বিদ্রোহের ছায়া অবলম্বনে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস কোনটি?
Created: 2 weeks ago
A
রাজসিংহ
B
আনন্দমঠ
C
দুর্গেশনন্দিনী
D
বিষবৃক্ষ
‘আনন্দমঠ’ উপন্যাস
-
লেখক: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
-
প্রকাশ: ১৮৮২
-
পটভূমি: ১৮৬৭ সালের সন্ন্যাসী বিদ্রোহের ছায়া
-
প্রতিপাদ্য বিষয়: স্বদেশভক্তি, স্বজাতি ও স্বধর্মপ্রীতি
-
স্বদেশ = বঙ্গভূমি
-
ধর্ম = হিন্দু ধর্ম
-
-
ধরণ: কল্পিত কিন্তু বাস্তবানুগ উপন্যাস; চরিত্র আদর্শায়িত
-
মূল বিষয়বস্তু: সাধারণ গ্রামীণ জীবন, প্রেম ও আদর্শের দ্বন্দ্ব
-
গান: বন্দে মাতরম্ – ইংরেজ বিরোধী আন্দোলনের উদ্দীপক
-
ইংরেজি অনুবাদ:
-
The Abbey of Bliss (নরেশচন্দ্র সেনগুপ্ত, ১৯০৭)
-
Ananda Math (শ্রী অরবিন্দ, ১৯১০)
-
-
প্রভাব: ব্রিটিশবিরোধী আন্দোলনকারীদের প্রিয় স্লোগান হিসেবে ব্যবহৃত
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অন্যান্য উল্লেখযোগ্য উপন্যাস
-
রাজসিংহ
-
পটভূমি: রাজস্থানের চঞ্চলকুমারীর মোগল সম্রাট আওরঙ্গজেবের বিয়ে সংক্রান্ত বিরোধ
-
মূল বিষয়: রানা রাজসিংহের জয় ও চঞ্চলকুমারী অধিগ্রহণ
-
-
দুর্গেশনন্দিনী
-
বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস
-
পটভূমি: ষোড়শ শতাব্দীর শেষভাগে উড়িষ্যার অধিকার নিয়ে মোঘল ও পাঠানের সংঘর্ষ
-
ধরণ: ঐতিহাসিক উপন্যাস নয়
-
-
বিষবৃক্ষ (১৮৭৩)
-
সামাজিক উপন্যাস
-
বিষয়বস্তু: বিধবা বিবাহ, পুরুষের একাধিক বিবাহ, রূপতৃষ্ণা, নৈতিকতার দ্বন্দ্ব, নারীর আত্মসম্মান ও অধিকারবোধ
-
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; বাংলাপিডিয়া

0
Updated: 2 weeks ago
'নিমচাঁদ এবং কেনারাম' কোন নাটকের চরিত্র?
Created: 1 month ago
A
সধবার একাদশী
B
বিয়ে পাগলা বুড়ো
C
নীল-দর্পন
D
কোনোটিই নয়
‘সধবার একাদশী’ নাটক
-
রচয়িতা: দীনবন্ধু মিত্র।
-
প্রকাশিত হয় ১৮৬৬ খ্রিষ্টাব্দে।
-
এটি একটি বিখ্যাত সামাজিক নাটক।
-
উনবিংশ শতাব্দীর মধ্যভাগে সুরাপান ও বেশ্যাবৃত্তি যুবকদের জীবনে বিপর্যয় সৃষ্টি করেছিল।
-
নাটকটি মূলত এই সামাজিক বিপর্যয়ের কাহিনী নিয়ে রচিত।
-
উল্লেখযোগ্য চরিত্র: নিমচাঁদ, কেনারাম, সৌদামিনী, গিন্নী, কাঞ্চন।
দীনবন্ধু মিত্রের অন্যান্য উল্লেখযোগ্য নাটক
-
নীল দর্পন
-
নবীন তপস্বিন
-
লীলাবত
-
কমলে কামিনী
উৎস:
১) বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 1 month ago