রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান কোথায়?
A
শান্তিনিকেতন
B
শিলাইদহ
C
কলকাতা, জোড়াসাঁকো
D
পতিসর, নওগাঁ
উত্তরের বিবরণ
রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১–১৯৪১) ছিলেন কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক।
-
জন্ম: ৭ মে ১৮৬১ (২৫ বৈশাখ ১২৬৮ বঙ্গাব্দ), কলকাতা, জোড়াসাঁকোর ঠাকুর পরিবার
-
পিতা: মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর
-
পিতামহ: প্রিন্স দ্বারকানাথ ঠাকুর
-
বিশেষ অর্জন: ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার, এশিয়ার প্রথম ব্যক্তি যিনি এই সম্মান পান
-
মৃত্যু: ৭ আগস্ট ১৯৪১ (২২ শ্রাবণ ১৩৪৮ বঙ্গাব্দ), কলকাতা, জোড়াসাঁকো
-
উপন্যাস:
-
বউ ঠাকুরাণীর হাট
-
রাজর্ষি
-
চোখের বালি
-
নৌকাডুবি
-
ঘরে-বাইরে
-
যোগাযোগ
-
উৎস:

0
Updated: 18 hours ago
ড. সুকুমার সেন বাংলা গদ্যরীতির কয়টি স্তর নির্দেশ করেছেন?
Created: 1 month ago
A
দুটি
B
তিনটি
C
চারটি
D
পাঁচটি
ড. সুকুমার সেনের বাংলা গদ্যরীতির চারটি স্তর
ড. সুকুমার সেন বাংলা গদ্যরীতিকে চারটি স্তরে ভাগ করেছেন:
-
প্রথম স্তর: সূচনা
-
সময়কাল: ষোল শতক থেকে ১৮০০ সালের পূর্ব পর্যন্ত
-
-
দ্বিতীয় স্তর: উন্মেষ
-
সময়কাল: ১৮০০ (শ্রীরামপুর মিশন) থেকে ১৮৪৭ সালের (ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর) পূর্ব পর্যন্ত
-
-
তৃতীয় স্তর: অভ্যুদয়
-
সময়কাল: ১৮৪৭ (বিদ্যাসাগর) থেকে ১৮৬৫ সালের (বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের) পূর্ব পর্যন্ত
-
-
চতুর্থ স্তর: পরিণতি
-
সময়কাল: ১৮৬৫ (বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়) থেকে বর্তমান কাল পর্যন্ত
-
উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম

0
Updated: 1 month ago
"হে বঙ্গ, ভাণ্ডারে তব বিবিধ রতন;
Created: 18 hours ago
A
রবীন্দ্রনাথ ঠাকুর
B
মাইকেল মধুসূদন দত্ত
C
জসীম উদ্দীন
D
আবদুল হাকিম
বঙ্গভাষা
-
কবি: মাইকেল মধুসূদন দত্ত
-
কবিতার ধরন: সনেট
-
সংকলন: চতুর্দশপদী কবিতাবলী
কবিতার অংশ:
"হে বঙ্গ, ভাণ্ডারে তব বিবিধ রতন;–
তা সবে, (অবোধ আমি!) অবহেলা করি,
পর-ধন-লোভে মত্ত, করিনু ভ্রমণ
পরদেশে, ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি।"
মাইকেল মধুসূদন দত্তের প্রধান কাব্যগ্রন্থ:
-
তিলোত্তমাসম্ভব কাব্য
-
মেঘনাদবধ কাব্য
-
ব্রজাঙ্গনা কাব্য
-
বীরাঙ্গনা কাব্য
-
চতুর্দশপদী কবিতাবলী
উৎস:

0
Updated: 18 hours ago
ভাষা আন্দোলন বিষয়ক উপন্যাস কোনটি?
Created: 1 month ago
A
আরেক ফাল্গুন
B
জীবন ঘষে আগুন
C
নন্দিত নরকে
D
পিঙ্গল আকাশ
'আরেক ফাল্গুন' উপন্যাস
বাঙালি জাতীয়তাবাদ আন্দোলন ও ১৯৫২ সালে ২১শে ফেব্রুয়ারি পালনের অভিজ্ঞতায় জহির রায়হান ‘আরেক ফাল্গুন ‘ উপন্যাসটি রচনা করেন।
- ‘আরেক ফাল্গুন ‘ উপন্যাসটি ১৯৬৮ সালে প্রকাশিত হয়।
- ১৯৪৮ থেকে ১৯৫২ হয়ে ১৯৫৫ পর্যন্ত চলমান আন্দোলন, জনতার সম্মিলন, ছাত্রছাত্রীদের প্রত্যক্ষ অংশগ্রহণ, তাদের প্রেম- প্রণয় ইত্যাদি উপন্যাসটির মূল বিষয়।
- 'আসছে ফাল্গুনে আমরা দ্বিগুণ হবো'- এই উপন্যাসের সংলাপ।
• এই উপন্যাসের চরিত্র গুলো হলো:
- মুমিন,
-আসাদ,
- রসুল,
- সালমা।
জহির রায়হান রচিত উপন্যাস:
- হাজার বছর ধরে,
- বরফ গলা নদী,
- আর কতদিন,
- তৃষ্ণা,
- শেষ বিকেলের মেয়ে,
- কয়েকটি মৃত্যু।
অন্যদিক,
• হাসান আজিজুল হক রচিত 'জীবন ঘষে আগুন' গল্পগ্রন্থটি ১৯৭৩ সালে প্রকাশিত হয়।
• 'নন্দিত নরকে' হুমায়ূন আহমেদের প্রথম প্রকাশিত উপন্যাস।
• পিঙ্গল আকাশ কথা সাহিত্যিক শওকত আলী লিখিত প্রথম উপন্যাস। ১৯৬৩ সালে এটি প্রথম প্রকাশিত হয়েছিল।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।

0
Updated: 1 month ago