কবি জসীম উদ্দীনের "নিমন্ত্রণ" কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
A
বালুচর
B
ধানখেত
C
নক্সী কাঁথার মাঠ
D
সোজন বাদিয়ার ঘাট
উত্তরের বিবরণ
কবি জসীম উদ্দীন বাংলা সাহিত্যের একজন প্রখ্যাত কবি, যার রচনা পল্লিসাহিত্য ও গ্রামীণ জীবন চিত্রে সমৃদ্ধ।
-
‘নিমন্ত্রণ’ কবিতা:
-
অন্তর্ভুক্ত ‘ধানখেত’ কাব্যগ্রন্থে
-
কাব্যগ্রন্থটি প্রকাশিত ১৯২৭ খ্রিষ্টাব্দে
-
-
নির্বাচিত কবিতার সংকলন:
-
‘সুচয়নী’
-
-
গানের সংকলন:
-
রঙ্গিলা নায়ের মাঝি
-
গাঙ্গের পাড়
-
জারিগান
-
-
উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ:
-
বালুচর
-
রূপবতী
-
রাখালী
-
নক্সী কাঁথার মাঠ
-
ধানখেত
-
সোজন বাদিয়ার ঘাট
-
মাটির কান্না
-
মা যে জননী কান্দে
-
উৎস:

0
Updated: 18 hours ago
কোনটি ‘মৃণালিনী’ উপন্যাসের চরিত্র নয়?
Created: 2 days ago
A
মনোরমা
B
পশুপতি
C
হেমচন্দ্র
D
কুন্দনন্দিনী
‘মৃণালিনী’ হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি ঐতিহাসিক উপন্যাস (১৮৬৯)।
-
উপন্যাসটির পটভূমি ত্রয়োদশ শতাব্দীর বাংলাদেশ এবং তুর্কি আক্রমণ।
-
কাহিনীর মূল কেন্দ্রে রয়েছে মগধের রাজপুত্র হেমচন্দ্রের সঙ্গে মৃণালিনীর প্রণয়, এবং দেশরক্ষার জন্য হেমচন্দ্রের সংকল্প ও ব্যর্থতা।
-
এছাড়াও, রহস্যময়ী নারী মনোরমার কাহিনি উপন্যাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
-
এই উপন্যাসে বঙ্কিমের দেশাত্মবোধ এবং ইতিহাস জিজ্ঞাসা প্রকাশিত হয়েছে।
-
ইতিহাসের ঘটনার প্রেক্ষাপটে হেমচন্দ্র-মৃণালিনী এবং পশুপতি-মনোরমার প্রেমকাহিনি উপন্যাসের কেন্দ্রীয় বিষয়।
-
উপন্যাসে ঐতিহাসিক উপাদান নিয়ে জীবনকেন্দ্রিক বর্ণনাকে গুরুত্ব দেওয়া হয়েছে।
নোট: কুন্দনন্দিনী ‘মৃণালিনী’ উপন্যাসের চরিত্র নয়, এটি ‘বিষবৃক্ষ’ উপন্যাসের চরিত্র।

0
Updated: 2 days ago
জসীম উদ্দীন রচিত 'কবর' কবিতা কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়?
Created: 4 weeks ago
A
কালি ও কলম
B
কল্লোল
C
তত্ত্ববোধিনী
D
বিজলী
• 'কবর' (কবিতা):
-
কাব্যগ্রন্থ: জসীমউদ্দীনের প্রথম কাব্যগ্রন্থ ‘রাখালী’ (১৯২৭)-এর অন্তর্ভুক্ত
-
প্রকাশ: প্রথম প্রকাশিত ‘কল্লোল’ পত্রিকায়
-
ছন্দ: মত্রাবৃত্ত ছন্দে, মোট ১১৮টি পঙক্তি
• জসীম উদ্দীন:
-
জন্ম: ১৯০৩ সালের ১ জানুয়ারি, ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে মাতুলালয়ে
-
পেশা ও পরিচয়: প্রখ্যাত বাঙালি কবি ও শিক্ষাবিদ
-
কর্মজীবন শুরু: পল্লিসাহিত্যের সংগ্রাহক হিসেবে
-
উপাধি: পল্লিকবি
• গানের সংকলন:
-
রঙ্গিলা নায়ের মাঝি
-
গাঙ্গের পাড়
-
জারিগান
• উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ:
-
বালুচর
-
রূপবতী
-
রাখালী
-
নক্সী কাঁথার মাঠ
-
ধানখেত
-
সোজন বাদিয়ার ঘাট
-
মাটির কান্না
-
মা যে জননী কান্দে
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া

0
Updated: 4 weeks ago
প্রেমেন্দ্র মিত্র রচিত গল্পগ্রন্থ কোনটি?
Created: 1 month ago
A
মৃত্তিকা
B
প্রতিধ্বনি
C
প্রতিশোধ
D
কুয়াশা
প্রেমেন্দ্র মিত্র
-
প্রেমেন্দ্র মিত্র ছিলেন একাধারে কবি, কথাসাহিত্যিক, সাংবাদিক ও সম্পাদক।
-
তিনি ১৯০৪ সালের সেপ্টেম্বর মাসে কাশীতে জন্মগ্রহণ করেন।
-
তিনি কল্লোল পত্রিকার একজন নিয়মিত লেখক হিসেবে পরিচিত ছিলেন।
-
কলকাতার সাউথ সাবার্বন স্কুল থেকে তিনি ১৯২০ সালে ম্যাট্রিক পাস করেন এবং পরবর্তীতে সাহিত্য সাধনায় মনোনিবেশ করেন।
তাঁর রচিত গল্পগ্রন্থসমূহ
-
পঞ্চশর
-
বেনামী বন্দর
-
পুতুল ও প্রতিমা
-
মৃত্তিকা প্রভৃতি
তাঁর রচিত উপন্যাসসমূহ
-
পাঁক
-
কুয়াশা
-
মিছিল
-
উপনয়ন
-
আগামীকাল
-
প্রতিশোধ
-
প্রতিধ্বনি ফেরে প্রভৃতি
উৎস:
১) বাংলাপিডিয়া
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 1 month ago