Identify the adverbial clause of manner:
A
You can travel however you like.
B
We shall start when he comes.
C
He stayed at home because it was raining.
D
If you come I shall go.
উত্তরের বিবরণ
সঠিক উত্তর: ক) You can travel however you like
ব্যাখ্যা:
-
এখানে "however you like" একটি adverbial clause of manner, কারণ এটি বর্ণনা করে কীভাবে "you can travel" হবে।
-
"However" এখানে manner বোঝায়।
Adverbial Clauses of Manner:
-
Principal Clause-এর কাজ কীভাবে সম্পন্ন হয় তা নির্দেশ করে।
-
সাধারণত এগুলো শুরু হয় as, like, how, however ইত্যাদি conjunction দিয়ে।
-
অধিকাংশ ক্ষেত্রে, এই Subordinating Conjunction গুলো principal clause-এর পরে বসে।
উদাহরণ:
-
You can travel however you like.
অন্যান্য বিকল্পের ব্যাখ্যা:
-
খ) We shall start when he comes → adverbial clause of time (কখন আমরা শুরু করব)
-
গ) He stayed at home because it was raining → adverbial clause of reason (কারণ)
-
ঘ) If you come I shall go → adverbial clause of condition (শর্ত)

0
Updated: 18 hours ago
Identify the adverbial clause of manner in the sentence:
Created: 1 week ago
A
We will wait until he arrives
B
She spoke as if she were an expert.
C
If you help me, I shall succeed.
D
I stayed home because it was raining.
সঠিক উত্তর: খ) She spoke as if she were an expert
Adverbial Clause of Manner হলো এমন একটি clause যা principal clause-এর ক্রিয়া (verb) কিভাবে সম্পন্ন হলো তা নির্দেশ করে।
-
সাধারণত as, like, how, however ইত্যাদি subordinating conjunction দিয়ে শুরু হয়।
-
এখানে “as if she were an expert” হলো adverbial clause of manner, কারণ এটি principal clause “She spoke” এর ক্রিয়ার ধরন বা পদ্ধতি নির্দেশ করছে।
Adverbial Clauses of Manner এর মূল বৈশিষ্ট্য:
-
Principal clause-এর কার্য কীভাবে সম্পন্ন হলো তা নির্দেশ করে।
-
সাধারণত as, like, how, however দ্বারা শুরু হয়।
-
অধিকাংশ ক্ষেত্রে উপরের conjunction গুলো principal clause-এর পরে বসে।
-
উদাহরণ: You can travel however you like.
অন্যান্য বিকল্প:
-
ক) We will wait until he arrives
-
এটি হলো Adverbial Clause of Time, কারণ “until he arrives” principal clause “We will wait” কখন ঘটবে তা নির্দেশ করছে।
-
-
গ) If you help me, I shall succeed
-
এটি হলো Adverbial Clause of Condition, কারণ “If you help me” principal clause “I shall succeed” এর শর্ত নির্দেশ করছে।
-
-
ঘ) I stayed home because it was raining
-
এটি হলো Adverbial Clause of Reason, কারণ “because it was raining” principal clause “I stayed home” এর কারণ ব্যাখ্যা করছে।
-

0
Updated: 1 week ago
Although he tried hard, he could not solve the problem. Here, the underlined part is -
Created: 2 weeks ago
A
Adverb Clause of Concession
B
Adverbial Clause of Reason
C
Adverb Clause of Condition
D
Adverb Clause of Purpose
Sentence: Although he tried hard, he could not solve the problem.
Underlined part (‘Although he tried hard’) is: Adverb clause of concession
Explanation:
-
Adverb clause of supposition/concession/contrast – একটি clause যা principal clause-এর verb সংঘটিত হবার বিপরীত কোনো কিছু বোঝায়।
-
Principal clause-এর verb কে ‘কী সত্ত্বেও’ দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়।
-
উদাহরণ:
-
“কী সত্ত্বেও সে problem solve করতে পারলো না?” → উত্তর: Although he tried hard.
-
-
তাই এটি Adverb clause of concession।
-
Adverb clause of supposition/concession/contrast একই রকম।
Other Types of Adverb Clauses:
-
Adverbial clause of reason – Verb সংঘটিত হবার কারণ বোঝায়।
-
প্রশ্ন: Why principal clause-এর verb সংঘটিত হলো?
-
Conjunction: because, as, since
-
Example: He could not go to school because he was ill.
-
-
Adverb clause of condition – শর্ত বোঝায়।
-
Conjunction: if, whether, unless, but, for, otherwise, provided, suppose
-
Example: If you come, I shall go.
-
-
Adverb clause of purpose – Principal clause-এর কাজের উদ্দেশ্য নির্দেশ করে।
-
Conjunction: so that, in order that, lest
-
Example: Walk fast lest you should miss the train.
-

0
Updated: 2 weeks ago
Identify the coordinate clause:
Created: 1 week ago
A
I will call you after I finish my homework.
B
He came and he saw everything.
C
She said that she was tired.
D
Although it was late, they continued working.
সঠিক উত্তর: খ) He came and he saw everything
-
এখানে দুটি principal clause আছে:
-
He came
-
He saw everything
-
-
এই দুটি clause "and" দ্বারা যুক্ত।
-
তাই এটি একটি coordinate clause।
Coordinate Clause:
-
দুই বা ততোধিক সমশ্রেণীর clause যদি কোনো coordinating conjunction দ্বারা যুক্ত হয়, তাদেরকে coordinate clause বলা হয়।
-
যদি একটি clause হয় principal, অন্যটিও principal clause হলে এবং coordinating conjunction দ্বারা যুক্ত হয়, তাদেরকে clause conjunction বলা হয়।
-
উদাহরণ: He came and he saw everything.
অন্য বিকল্পসমূহ:
-
ক) I will call you after I finish my homework.
-
এখানে after I finish my homework হলো subordinate clause, কারণ এটি principal clause I will call you এর উপর নির্ভরশীল।
-
-
গ) She said that she was tired.
-
এখানে that she was tired হলো noun clause, যা verb said এর object হিসেবে কাজ করছে।
-
-
ঘ) Although it was late, they continued working.
-
এখানে Although it was late হলো subordinate clause, যা principal clause they continued working এর উপর নির্ভরশীল।
-

0
Updated: 1 week ago