All for Love is written by -
A
William Congreve
B
Alexander Pope
C
John Dryden
D
Richard Steele
উত্তরের বিবরণ
All for Love লেখা John Dryden দ্বারা। এটি একটি প্রায়-ট্র্যাজিক নাটক, যেখানে আবেগ এবং যুক্তির সমন্বয় লক্ষ্য করা যায়। নাটকটি দেখায় যে আবেগের বশে সঠিক পথ হারালে পরিণাম ভয়ানক হতে পারে।
সংক্ষেপ:
-
গল্পের কেন্দ্রে রয়েছে Mark Antony-এর নৈতিক দ্বন্দ্ব এবং Cleopatra-এর প্রতি তার অবৈধ আবেগ।
-
Dryden নাটকের মাধ্যমে একটি নৈতিক বার্তা দেন: Antony যদি সম্মান ও ভালোবাসার মধ্যে ভালোবাসাকে বেছে নেয়, তার ধ্বংস অনিবার্য।
-
নাটকের কাব্যিক দক্ষতা আবেগঘন পরিবেশ তৈরি করেছে এবং জটিল মানবিক অনুভূতি প্রকাশে সহায়ক হয়েছে।
-
এটি Neo-Classical যুগের গুরুত্বপূর্ণ কাজ, যা পরিস্থিতির স্বাভাবিক বিকাশের উপর ভিত্তি করে নির্মিত।
প্রধান চরিত্র:
-
Mark Antony
-
Cleopatra
-
Ventidius
-
Octavia
-
Alexas
-
Serapion
John Dryden (1631–1700):
-
ইংরেজ কবি, নাট্যকার এবং সাহিত্য সমালোচক।
-
তার বিশাল প্রভাবের কারণে এই সময়কে "Age of Dryden" বলা হয়।
-
১৬৬৮ সালে প্রথম ‘Poet Laureate’ উপাধি প্রাপ্ত ইংরেজ কবি।
John Dryden-এর উল্লেখযোগ্য রচনাসমূহ:
-
All for Love (play)
-
Annus Mirabilis (poem)
-
Absalom and Achitophel (poetry)
-
Aureng-Zebe (play)
-
Marriage A-la-Mode (play)
-
Mac Flecknoe (poem)
-
The Medall (satire)
-
Of Dramatick Poesie: An Essay

0
Updated: 18 hours ago
"Aureng-Zebe" is a play written by-
Created: 1 month ago
A
R. K. Narayan
B
Matthew Arnold
C
John Dryden
D
E. M. Forster
Aureng-Zebe
Playwright: John Dryden
-
Aureng-Zebe হলো John Dryden রচিত একটি heroic tragedy।
-
নাটকটি মূলত মুঘল সম্রাট আওরঙ্গজেব, তার পিতা শাহজাহান (নাটকে “Emperor”) এবং তার ভাই মুরাদ বখশ (নাটকে “Morat”) এর বাস্তব জীবনের ঘটনা অবলম্বনে রচিত।
-
মূল বিষয়সমূহ: রাজতান্ত্রিক ক্ষমতার দ্বন্দ্ব, পারিবারিক বিশ্বাসঘাতকতা, নৈতিকতা বনাম ভালোবাসা ও কর্তব্য।
Famous Quotation
-
“When I consider life, 'tis all a cheat.”
-
অর্থ: “জীবনের কথা ভাবলে মনে হয়, সবই প্রতারণা।”
-
John Dryden (1631–1700)
-
তিনি ছিলেন একজন English poet, dramatist এবং literary critic।
-
Dryden-কে বলা হয় Father of Modern English Criticism।
-
তিনি 1668–1689 পর্যন্ত Poet Laureate হিসেবে দায়িত্ব পালন করেছেন।
Notable Works
-
All for Love (tragedy)
-
The Indian Emperour (play)
-
The Indian Queen (play)
-
Aureng-Zebe (play)
-
The Medall (satire)
-
Absalom and Achitophel (poetry)
-
Essay of Dramatic Poesy
-
Mac Flecknoe (poem)
Source: Britannica

0
Updated: 1 month ago
'All for Love' is a drama written by—
Created: 6 days ago
A
John Dryden
B
William Congreve
C
John Bunyan
D
Francis Bacon
John Dryden ইংরেজি সাহিত্যের ইতিহাসে বিশেষভাবে গুরুত্বপূর্ণ একজন সাহিত্যিক ও সমালোচক। তাকে Father of Modern English Criticism বলা হয়,
কারণ তিনি ইংরেজি সমালোচনার ভিত্তি গড়ে তুলেছিলেন এবং আধুনিক সাহিত্য সমালোচনার ধারা প্রতিষ্ঠা করেছিলেন।তিনি নাটক, কবিতা ও সমালোচনাসহ সাহিত্যের বিভিন্ন শাখায় সমানভাবে অবদান রাখেন।
তার উল্লেখযোগ্য রচনাগুলো হলো:
-
All for Love
-
The Indian Emperor
-
Aureng-Zebe
-
The Mistaken Husband
-
Absalom and Achitophel
-
MacFlecknoe
-
The Essay of Dramatic Poesy
-
The Conquest of Granada
-
The Medal of John Bays

0
Updated: 6 days ago