'শাংরি-লা ডায়ালগ ২০২৫' কোথায় অনুষ্ঠিত হয়েছে?
A
চীন
B
সিঙ্গাপুর
C
মালয়েশিয়া
D
ইন্দোনেশিয়া
উত্তরের বিবরণ
শাংরি-লা ডায়ালগ ২০২৫ (Shangri-La Dialogue 2025) হলো এশিয়ার শীর্ষ প্রতিরক্ষা ও নিরাপত্তা সম্মেলন, যা সিঙ্গাপুরে শাংরি-লা হোটেল-এ ৩০ মে - ১ জুন, ২০২৫ অনুষ্ঠিত হয়। এটি শাংরি-লা ডায়ালগের ২২তম আসর এবং ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ (IISS) দ্বারা আয়োজিত।
-
অংশগ্রহণকারী দেশ ও প্রতিনিধি:
-
৪৭টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন
-
এর মধ্যে ৪০টি দেশের প্রতিরক্ষা মন্ত্রী, ২০টি দেশের সেনাপ্রধান, এবং ২০টিরও বেশি উচ্চপদস্থ প্রতিরক্ষা কর্মকর্তা উপস্থিত ছিলেন
-
-
আলোচ্য বিষয়:
-
আঞ্চলিক সহযোগিতা
-
যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নীতি
-
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ
-
সাম্প্রতিক মার্কিন শুল্ক নীতির প্রভাব
-
উৎস:
0
Updated: 1 month ago
’প্যাক্ট অব প্যারিস’ চুক্তির উদ্দেশ্য কী ছিল?
Created: 1 month ago
A
আন্তর্জাতিক বাণিজ্য বৃদ্ধি করা
B
জলবায়ু পরিবর্তন মোকাবিলা করা
C
অর্থনৈতিক উন্নয়নে সাহায্য করা
D
আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগ নিষিদ্ধ করণ
Pact of Paris বা Kellogg–Briand Pact হলো একটি আন্তর্জাতিক শান্তিচুক্তি, যা রাষ্ট্রগুলোকে যুদ্ধকে রাষ্ট্রীয় নীতি হিসেবে পরিত্যাগ করতে উদ্বুদ্ধ করে এবং শান্তিপূর্ণ সমাধানের পথে পরিচালিত করে।
-
চুক্তির মূল লক্ষ্য:
-
আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগ নিষিদ্ধ করা
-
সমস্যা সমাধান শান্তিপূর্ণ উপায়ে নিশ্চিত করা
-
বিশ্বজুড়ে নিরস্ত্রীকরণ ও শান্তিপূর্ণ সহাবস্থান প্রতিষ্ঠা
-
-
চুক্তির নাম: Pact of Paris / Kellogg–Briand Pact
-
স্বাক্ষরের তারিখ: ২৭ আগস্ট, ১৯২৮
-
কার্যকর হয়েছে: ২৪ জুলাই, ১৯২৯
-
মূল উদ্যোক্তা: Frank B. Kellogg (যুক্তরাষ্ট্র) ও Aristide Briand (ফ্রান্স)
-
স্বাক্ষরকারী রাষ্ট্রের সংখ্যা: শুরুতে ১৫টি, পরে বেড়ে ৬২টি
উৎস:
0
Updated: 1 month ago
ইতালিতে ফ্যাসিবাদী শাসনের সূচনা কত সালে মুসোলিনির নেতৃত্বে ঘটে
Created: 1 month ago
A
১৯২০ সালে
B
১৯২২ সালে
C
১৯২৪ সালে
D
১৯২৬ সালে
• ফ্যাসিবাদ:
- ইতালিয় শব্দ 'ফ্যাসিমো' এসেছে 'ফ্যাসিও' থেকে, অন্যদিকে 'ফ্যাসিও' শব্দটি এসছে ল্যাটিন শব্দ 'ফ্যাসেস' থেকে।
- এর অর্থ হচ্ছে, লাঠি, কাঠ বা রডের আটি, যেটি একত্রে বেধে রাখা হয়।
- ‘ফ্যাসিজম’ হচ্ছে একটি রাজনৈতিক মতাদর্শ এবং গণআন্দোলন, যেটি ১৯১৯ সাল থেকে ১৯৪৫ সাল পর্যন্ত ইউরোপের বিভিন্ন দেশে সংঘটিত হয়েছিল।
- ‘ফ্যাসিজম’ বা ‘ফ্যাসিবাদ’ আন্দোলনের মধ্য দিয়ে উগ্র-ডানপন্থী জাতীয়তাবাদের আবির্ভাব ঘটে ইউরোপে।
- এই মতাদর্শে বিরোধীদের কোন জায়গা ছিল না।
- ফ্যাসিবাদের মূলমন্ত্র: ক্ষমতার কেন্দ্রীকরণ, ব্যক্তি স্বাধীনতার অবমূল্যায়ন, উগ্র জাতীয়তাবাদ।
- ১৯২২ সালে, মুসোলিনি ইতালিতে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা করেন এবং তার শাসনব্যবস্থা দ্রুত অন্যান্য দেশে প্রভাব বিস্তার করে।
অন্যদিকে,
⇒ জার্মানিতে হিটলারের নেতৃত্বে ‘নাৎসিজম’ বা ‘নাৎসিবাদ’– এর উত্থান হয়। এটি ছিল ‘ফ্যাসিজম’ এর একটি রূপ।
- ‘ফ্যাসিবাদ’ উত্থানের মধ্য দিয়ে ইউরোপে হিটলার ও মুসোলিনির মতো বিতর্কিত নেতার উদ্ভব হয়।
- ফ্যাসিস্টরা মার্ক্সবাদীদের বিরোধী ছিল।
0
Updated: 1 month ago
ডেটন চুক্তির মধ্যস্থতা করেন কে?
Created: 1 month ago
A
বিল ক্লিনটন
B
রোনাল্ড রিগান
C
রিচার্ড নিক্সন
D
জর্জ ডব্লিউ বুশ
ডেটন চুক্তি ছিল বসনিয়া যুদ্ধের অবসান ঘটানো এক ঐতিহাসিক সমঝোতা। এই চুক্তি বসনিয়া ও হার্জেগোভিনা, ক্রোয়েশিয়া এবং সার্বিয়ার মধ্যে দীর্ঘস্থায়ী সংঘাতের অবসান ঘটিয়ে শান্তি প্রতিষ্ঠার পথ সুগম করে।
-
চুক্তির পূর্ণরূপ: The General Framework Agreement for Peace in Bosnia and Herzegovina।
-
আলোচনার নেতৃত্ব দেন মার্কিন প্রধান শান্তি আলোচক রিচার্ড হলব্রুক।
-
উদ্দেশ্য: সার্বিয়া ও বসনিয়া-হার্জেগোভিনা সংঘাতের সমাধান।
-
চুক্তি স্বাক্ষরের তারিখ: ১৪ ডিসেম্বর, ১৯৯৫।
-
স্বাক্ষরের স্থান: প্যারিস, ফ্রান্স।
-
পক্ষসমূহ: বসনিয়া ও হার্জেগোভিনা, ক্রোয়েশিয়া, সার্বিয়া।
-
স্বাক্ষরকারী:
-
ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট ফ্রানজো তুজমান
-
সার্বিয়ার প্রেসিডেন্ট স্লোবোদান মিলোসেভিচ (যাকে পরে হেগে যুদ্ধাপরাধী হিসেবে অভিযুক্ত করা হয়)
-
বসনিয়া ও হার্জেগোভিনার প্রেসিডেন্ট এলিজা আইজেবগোভিচ
-
-
মধ্যস্থতাকারী: যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট বিল ক্লিনটন।
0
Updated: 1 month ago