'শাংরি-লা ডায়ালগ ২০২৫' কোথায় অনুষ্ঠিত হয়েছে?
A
চীন
B
সিঙ্গাপুর
C
মালয়েশিয়া
D
ইন্দোনেশিয়া
উত্তরের বিবরণ
শাংরি-লা ডায়ালগ ২০২৫ (Shangri-La Dialogue 2025) হলো এশিয়ার শীর্ষ প্রতিরক্ষা ও নিরাপত্তা সম্মেলন, যা সিঙ্গাপুরে শাংরি-লা হোটেল-এ ৩০ মে - ১ জুন, ২০২৫ অনুষ্ঠিত হয়। এটি শাংরি-লা ডায়ালগের ২২তম আসর এবং ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ (IISS) দ্বারা আয়োজিত।
-
অংশগ্রহণকারী দেশ ও প্রতিনিধি:
-
৪৭টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন
-
এর মধ্যে ৪০টি দেশের প্রতিরক্ষা মন্ত্রী, ২০টি দেশের সেনাপ্রধান, এবং ২০টিরও বেশি উচ্চপদস্থ প্রতিরক্ষা কর্মকর্তা উপস্থিত ছিলেন
-
-
আলোচ্য বিষয়:
-
আঞ্চলিক সহযোগিতা
-
যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নীতি
-
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ
-
সাম্প্রতিক মার্কিন শুল্ক নীতির প্রভাব
-
উৎস:

0
Updated: 18 hours ago
’কালাহারি মরুভূমি’ যে তিনটি দেশে বিস্তৃত?
Created: 1 month ago
A
মিশর, লিবিয়া, চাঁদ
B
নামিবিয়া, জিম্বাবুয়ে, কেনিয়া
C
মরক্কো, আলজেরিয়া, তিউনিসিয়া
D
বতসোয়ানা, নামিবিয়া, দক্ষিণ আফ্রিকা
কালাহারি মরুভূমি (Kalahari Desert)
-
অবস্থান: আফ্রিকা মহাদেশ
-
বিশেষত্ব: আফ্রিকার মধ্যে দ্বিতীয় বৃহত্তম মরুভূমি; বিশ্বের ষষ্ঠ বৃহত্তম মরুভূমি
-
দেশসমূহ: বতসোয়ানা, নামিবিয়া, দক্ষিণ আফ্রিকা (মোট ৩টি দেশ)
-
আয়তন: প্রায় ৯,৩২,০০০ বর্গ কিমি
-
বিস্তার:
-
বতসোয়ানার ৭০% অঞ্চল
-
নামিবিয়ার পূর্ব অংশ
-
দক্ষিণ আফ্রিকার উত্তর অংশ
-
উৎস: Worldatlas.com

0
Updated: 1 month ago
ভিয়েনা কনভেনশন-এর আওতায় নিম্নের কোন প্রটোকলটি গৃহীত হয়?
Created: 3 weeks ago
A
মন্ট্রিল প্রটোকল
B
কার্টাগেনা প্রটোকল
C
কিয়েটো প্রটোকল
D
নাগোয়া প্রটোকল
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
আন্তর্জাতিক রাজনৈতিক সংস্থা
আন্তর্জাতিক রেড ক্রস
আন্তর্জাতিক সংস্থা
মনট্রিল প্রটোকল
ভিয়েনা কনভেনশন (Vienna Convention)
-
পূর্ণরূপ: The Vienna Convention for the Protection of the Ozone Layer
-
ধরন: জাতিসংঘের ওজোন স্তর সংরক্ষণ ও সুরক্ষা বিষয়ক আন্তর্জাতিক চুক্তি
-
প্রস্তাব ও কার্যকর:
-
গৃহীত: ২২ মার্চ, ১৯৮৫
-
কার্যকর: ২২ সেপ্টেম্বর, ১৯৮৮
-
-
স্থান: ভিয়েনা, অস্ট্রিয়া
-
স্বাক্ষরকারী দেশ: ২৮টি
-
অনুমোদনকারী দেশ: ১৯৮টি
-
বৈশ্বিক অনুমোদন লাভ: ২০০৯
-
পর্যবেক্ষণ: সংশ্লিষ্ট পক্ষরা প্রতি ৩ বছরে চুক্তির অগ্রগতি ও অন্যান্য বিষয় নিয়ে বৈঠক করে
প্রেক্ষাপট ও উদ্দেশ্য
-
ওজোন স্তর ক্ষয়কারী গ্যাস:
-
ক্লোরোফ্লোরোকার্বন (CFC), হ্যালন, কার্বন টেট্রাক্লোরাইড, মিথাইল ক্লোরোফর্ম, মিথাইল ব্রোমাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, হাইড্রোব্রোমোফ্লোরোকার্বন ইত্যাদি।
-
-
সমস্যা: ওজোন স্তর ক্ষয় হচ্ছে, ফলে ওজোন হোল বা গর্ত তৈরি হচ্ছে।
-
প্রভাব: এই গ্যাসগুলো অধিকাংশ ক্ষেত্রে গ্রিনহাউস গ্যাস হিসেবে কাজ করে এবং বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিতে সহায়ক।
-
ব্যবহার: রেফ্রিজারেশন, এয়ার কন্ডিশনিং, অ্যাজমা ইনহেলার, ফ্যান, প্লাস্টিক ফোম, মাইক্রোইলেকট্রনিক সার্কিট পরিস্কার ইত্যাদি।
-
প্রয়োজন: সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে মানবসভ্যতাকে রক্ষার জন্য ওজোন স্তরের সুরক্ষা অত্যাবশ্যক।
গুরুত্বপূর্ণ সংযোগ
-
ভিয়েনা কনভেনশন হলো ওজোন স্তর রক্ষার জন্য প্রথম আন্তর্জাতিক উদ্যোগ।
-
১৯৮৭ সালে মন্ট্রিল প্রটোকল গৃহীত হয়, যা ওজোন ক্ষয়কারী পদার্থের ব্যবহার কমাতে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত।
উৎস:
i) UNEP ওয়েবসাইট
ii) Ozone Secretariat
iii) তথ্য অধিদফতর (PID)

0
Updated: 3 weeks ago
পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি (CTBT) অনুমোদনকারী দেশ কতটি? [সেপ্টেম্বর, ২০২৫]
Created: 9 hours ago
A
১৭০টি
B
১৭৮টি
C
১৮০টি
D
১৯২টি
পারমাণবিক
অস্ত্র পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি (CTBT):
- পূর্ণরূপ:
Comprehensive Nuclear-Test-Ban Treaty
- স্বাক্ষরিত হয়: ১৯৯৬ সালের
২৪ সেপ্টেম্বর, নিউইয়র্কে।
- স্বাক্ষরকারী দেশ: ১৮৭টি দেশ,
- অনুমোদনকারী
দেশ: ১৭৮টি দেশ,
- স্বাক্ষর করেনি: ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া।
- স্বাক্ষর করে অনুমোদন দেয়নি:
চীন, মিশর, ইরান, ইসরায়েল, রাশিয়া, যুক্তরাষ্ট্র।
- বাংলাদেশ স্বাক্ষরকরে: ১৯৯৬ সালের ২৪
সেপ্টেম্বর।
উল্লেখ্য:
- চুক্তিটি কার্যকর হতে হলে Annex 2 দেশগুলোর
মধ্যে ৪৪টি দেশকে স্বাক্ষর
ও অনুমোদন দিতে হবে।
- এই দেশগুলোর মধ্যে ৯টি দেশ এখনও
চুক্তি অনুমোদন করেনি।
- যার মধ্যে রাশিয়া ২০২৩ সালে তার
অনুমোদন প্রত্যাহার করেছে।
- বর্তমানে, চুক্তিটি কার্যকর হয়নি কারণ প্রয়োজনীয়
সংখ্যক দেশ অনুমোদন দেয়নি।

0
Updated: 9 hours ago