Arms Trade Treaty (ATT)-এর মূল উদ্যোক্তা কে?
A
অস্কার অ্যারিয়াস
B
মেনাচেম বেগিন
C
রিচার্ড নিক্সন
D
বর্ণিত সবাই
উত্তরের বিবরণ
Arms Trade Treaty (ATT) হলো প্রচলিত আন্তর্জাতিক অস্ত্র বাণিজ্য নিয়ন্ত্রণ চুক্তি, যা প্রচলিত অস্ত্রের অবৈধ বাণিজ্য রোধ ও মানবাধিকার রক্ষা নিশ্চিত করতে গৃহীত। চুক্তির প্রস্তাবক ছিল জাতিসংঘ, এবং এটি ২ এপ্রিল, ২০১৩ সালে স্বাক্ষরিত হয় (জাতিসংঘ সাধারণ পরিষদে), কার্যকর হয় ২৪ ডিসেম্বর, ২০১৪। বর্তমানে ১১৬টি দেশ চুক্তি অনুমোদন করেছে, আর ২৬টি দেশ স্বাক্ষর করেছে কিন্তু এখনও অনুমোদন দেয়নি।
-
নোবেল শান্তি পুরস্কার বিজয়ী কোস্টারিকার প্রাক্তন রাষ্ট্রপতি অস্কার অ্যারিয়াস (Oscar Arias) ছিলেন ATT ধারণার মূল প্রবক্তা
-
যুক্তরাজ্য ২০০৬ সালে ATT প্রস্তাব জাতিসংঘে উত্থাপন করে
-
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং অক্সফাম ATT-এর পক্ষে ব্যাপক প্রচারণা চালায়
-
চূড়ান্তভাবে ATT ২০১৩ সালে স্বাক্ষরিত হয়
উৎস:

0
Updated: 18 hours ago
গোবি মরুভূমি কোন দেশে অবস্থিত?
Created: 1 month ago
A
চীন
B
পাকিস্তান
C
ভারত
D
যুক্তরাষ্ট্র
গোবি মরুভূমি (Gobi Desert)
-
অবস্থান:
-
মধ্য এশিয়ায়, মঙ্গোলিয়া ও চীন দেশে বিস্তৃত
-
-
প্রকার: বিশাল মরুভূমি
-
আয়তন: প্রায় ১৩ লক্ষ (১২,৯৫,০০০) বর্গকিমি
উল্লেখযোগ্য অন্যান্য মরুভূমি:
-
থর মরুভূমি: ভারত ও পাকিস্তান
-
মোজাবে মরুভূমি: যুক্তরাষ্ট্র
-
সাহারা মরুভূমি: আফ্রিকা
তথ্যসূত্র: Britannica.com

0
Updated: 1 month ago
World Economic Forum (WEF) কোন সালে প্রতিষ্ঠিত হয়?
Created: 20 hours ago
A
১৯৬৫ সালে
B
১৯৮০ সালে
C
১৯৭১ সালে
D
১৯৯১ সালে
বিশ্ব অর্থনৈতিক ফোরাম (WEF) হলো একটি অলাভজনক আন্তর্জাতিক সংস্থা, যা বৈশ্বিক অর্থনৈতিক উন্নয়ন, ব্যবসা-বাণিজ্য, প্রযুক্তি, জলবায়ু ও নিরাপত্তা ইত্যাদি বিষয়ে সরকার, বেসরকারি খাত ও নাগরিক সমাজের মধ্যে সহযোগিতা ও আলোচনা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে।
-
পূর্ণ নাম: World Economic Forum (WEF)
-
প্রতিষ্ঠাকাল: ১৯৭১
-
প্রতিষ্ঠাতা: প্রফেসর ক্লাউস শওয়াব (Klaus Schwab)
-
সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড
-
ধরন: অলাভজনক আন্তর্জাতিক সংস্থা
-
উদ্দেশ্য: বৈশ্বিক অর্থনৈতিক উন্নয়ন ও সরকার, বেসরকারি খাত ও নাগরিক সমাজের মধ্যে অংশীদারিত্ব ও আলোচনা বৃদ্ধি
বিশেষ আয়োজন
-
WEF-এর সবচেয়ে পরিচিত বার্ষিক আয়োজন হলো “দাভোস সম্মেলন (Davos Summit)”, যা সুইজারল্যান্ডের দাভোস শহরে অনুষ্ঠিত হয়
উৎস:

0
Updated: 20 hours ago
কোন দেশে সর্ব প্রথম ‘ওরেশনিক ক্ষেপণাস্ত্র’ ব্যবহার করা হয়?
Created: 1 week ago
A
ফিলিস্তিন
B
রাশিয়া
C
ইউক্রেন
D
উপরের কোনটি নয়
ক্ষেপণাস্ত্র:
- ওরেশনিক, রাশিয়ায় যার অর্থ ‘হ্যাজেল ট্রি’ (বিশেষ ধরনের একটি বৃক্ষ) এক নতুন মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র।
- ‘আরএস–২৬ রুবেজ’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) ওপর ভিত্তি করে তৈরি করা হয় ওরেশনিক।
- ওরেশনিক ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে ১০ গুণ গতিতে যেতে পারে।
- এ ক্ষেপণাস্ত্রের তিন থেকে ছয়টি ওয়ারহেড (ক্ষেপণাস্ত্রের মুখ বা যে অংশ বিস্ফোরক থাকে) রয়েছে।
- ইউক্রেনের নিপ্রোতে ওরেশনিক ক্ষেপণাস্ত্র প্রথম ব্যবহার করে রাশিয়া।

0
Updated: 1 week ago