TPNW-এর পূর্ণরূপ কী?
A
Treaty on the Protection of Nuclear Weapons
B
Treaty on the Prohibition of Nuclear Weapons
C
Treaty on the Promotion of Nuclear Weapons
D
Treaty on the Prevention of Nuclear War
উত্তরের বিবরণ
TPNW হলো The Treaty on the Prohibition of Nuclear Weapons, যা একটি পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি। চুক্তিটি যেকোনো পারমাণবিক অস্ত্র কার্যক্রমে অংশগ্রহণে সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করে, যার মধ্যে অন্তর্ভুক্ত: পারমাণবিক অস্ত্রের উন্নয়ন, পরীক্ষা, উৎপাদন, অর্জন, অধিকার, মজুদ, ব্যবহার বা হুমকি না দেওয়া।
-
পরমাণু অস্ত্র মুক্ত বিশ্ব গড়ার লক্ষ্যে ২০১৭ সালের ৭ জুলাই চুক্তিটি গৃহীত হয়
-
ভোটে চুক্তির পক্ষে: ১২২টি দেশ
-
ভোটে বিপক্ষে: ১টি দেশ (নেদারল্যান্ডস)
-
-
স্বাক্ষরিত হয়: ২০ সেপ্টেম্বর, ২০১৭
-
কার্যকর হয়: ২২ জানুয়ারি, ২০২১
-
স্বাক্ষরিত দেশ: ৯৪টি
-
বাংলাদেশ ২০১৭ সালের ২০ সেপ্টেম্বর স্বাক্ষর করে এবং ২০১৯ সালের ২৬ সেপ্টেম্বর অনুমোদন করে
উৎস:

0
Updated: 18 hours ago
ভিয়েনা কনভেনশন-এর আওতায় নিম্নের কোন প্রটোকলটি গৃহীত হয়?
Created: 3 weeks ago
A
মন্ট্রিল প্রটোকল
B
কার্টাগেনা প্রটোকল
C
কিয়েটো প্রটোকল
D
নাগোয়া প্রটোকল
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
আন্তর্জাতিক রাজনৈতিক সংস্থা
আন্তর্জাতিক রেড ক্রস
আন্তর্জাতিক সংস্থা
মনট্রিল প্রটোকল
ভিয়েনা কনভেনশন (Vienna Convention)
-
পূর্ণরূপ: The Vienna Convention for the Protection of the Ozone Layer
-
ধরন: জাতিসংঘের ওজোন স্তর সংরক্ষণ ও সুরক্ষা বিষয়ক আন্তর্জাতিক চুক্তি
-
প্রস্তাব ও কার্যকর:
-
গৃহীত: ২২ মার্চ, ১৯৮৫
-
কার্যকর: ২২ সেপ্টেম্বর, ১৯৮৮
-
-
স্থান: ভিয়েনা, অস্ট্রিয়া
-
স্বাক্ষরকারী দেশ: ২৮টি
-
অনুমোদনকারী দেশ: ১৯৮টি
-
বৈশ্বিক অনুমোদন লাভ: ২০০৯
-
পর্যবেক্ষণ: সংশ্লিষ্ট পক্ষরা প্রতি ৩ বছরে চুক্তির অগ্রগতি ও অন্যান্য বিষয় নিয়ে বৈঠক করে
প্রেক্ষাপট ও উদ্দেশ্য
-
ওজোন স্তর ক্ষয়কারী গ্যাস:
-
ক্লোরোফ্লোরোকার্বন (CFC), হ্যালন, কার্বন টেট্রাক্লোরাইড, মিথাইল ক্লোরোফর্ম, মিথাইল ব্রোমাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, হাইড্রোব্রোমোফ্লোরোকার্বন ইত্যাদি।
-
-
সমস্যা: ওজোন স্তর ক্ষয় হচ্ছে, ফলে ওজোন হোল বা গর্ত তৈরি হচ্ছে।
-
প্রভাব: এই গ্যাসগুলো অধিকাংশ ক্ষেত্রে গ্রিনহাউস গ্যাস হিসেবে কাজ করে এবং বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিতে সহায়ক।
-
ব্যবহার: রেফ্রিজারেশন, এয়ার কন্ডিশনিং, অ্যাজমা ইনহেলার, ফ্যান, প্লাস্টিক ফোম, মাইক্রোইলেকট্রনিক সার্কিট পরিস্কার ইত্যাদি।
-
প্রয়োজন: সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে মানবসভ্যতাকে রক্ষার জন্য ওজোন স্তরের সুরক্ষা অত্যাবশ্যক।
গুরুত্বপূর্ণ সংযোগ
-
ভিয়েনা কনভেনশন হলো ওজোন স্তর রক্ষার জন্য প্রথম আন্তর্জাতিক উদ্যোগ।
-
১৯৮৭ সালে মন্ট্রিল প্রটোকল গৃহীত হয়, যা ওজোন ক্ষয়কারী পদার্থের ব্যবহার কমাতে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত।
উৎস:
i) UNEP ওয়েবসাইট
ii) Ozone Secretariat
iii) তথ্য অধিদফতর (PID)

0
Updated: 3 weeks ago
ABM Treaty কবে বাতিল হয়?
Created: 18 hours ago
A
১৩ ডিসেম্বর, ২০০১
B
১৩ ডিসেম্বর, ২০০২
C
১৩ জুন, ২০০১
D
১৩ জুন, ২০০২
ABM Treaty হলো Anti Ballistic Missile Treaty, যা একটি ক্ষেপণাস্ত্র সীমিতকরণ দ্বিপাক্ষিক চুক্তি। এটি স্বাক্ষরিত হয় যুক্তরাষ্ট্র ও সাবেক সোভিয়েত ইউনিয়নের মধ্যে এবং চুক্তির অন্য নাম হলো Treaty on the Limitation of Anti-Ballistic Missile Systems। চুক্তিটি স্বাক্ষরিত হয় ২৬ মে, ১৯৭২ এবং কার্যকর হয় ৩ অক্টোবর, ১৯৭২, স্বাক্ষরের স্থান ছিল মস্কো, রাশিয়া। চুক্তির মূল বিষয় ছিল দ্বিপাক্ষিক অস্ত্র সীমিতকরণ, এবং এটি পরে ১৩ জুন, ২০০২-এ বাতিল করা হয়।
-
উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্র ১৩ ডিসেম্বর, ২০০১-এ চুক্তি থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় এবং এটি ৬ মাস পরে জুন, ২০০২-এ কার্যকর হয়।
উৎস:

0
Updated: 18 hours ago
গ্রিন ক্লাইমেট ফান্ড গঠিত হয় কবে?
Created: 1 month ago
A
২০০৮ সালে
B
২০১০ সালে
C
২০১২ সালে
D
২০১৩ সালে
Green Climate Fund (GCF):
-
প্রতিষ্ঠা: ২০১০ সালে (COP-16, Cancun, Mexico)।
-
সদরদপ্তর: ইয়েনচিয়ন (Incheon), দক্ষিণ কোরিয়া।
-
মূল উদ্দেশ্য: উন্নয়নশীল দেশগুলোকে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় (mitigation ও adaptation) অর্থায়ন করা।
-
লক্ষ্যমাত্রা: বছরে 100 বিলিয়ন মার্কিন ডলার সংগ্রহ।
-
গুরুত্ব: এটি UNFCCC-এর আর্থিক প্রক্রিয়ার সবচেয়ে বড় আন্তর্জাতিক তহবিল।
👉 এই টপিকটি পড়ে "Environment & Climate Change" / "International Organizations" অধ্যায়ে প্রশ্ন আসতে পারে।

0
Updated: 1 month ago