সামরিক ভাষায় WMD-এর পূর্ণরূপ কী?
A
Weapons of Modern Design
B
World Military Defense
C
World Medical Department
D
Weapons of Mass Destruction
উত্তরের বিবরণ
WMD হলো Weapons of Mass Destruction, যা গণবিধ্বংসী অস্ত্র বোঝায়। সামরিক ভাষায় এটি এমন অস্ত্রকে নির্দেশ করে যা বৃহৎ পরিসরে ধ্বংস ও মানব জীবনের ব্যাপক ক্ষতি সাধন করতে পারে। এই শব্দটি প্রথম ব্যবহার করা হয় ১৯৩৭ সালে, বোমারু বিমানের ব্যাপক ধ্বংসের ক্ষমতা বর্ণনা করতে।
-
Weapons of Mass Destruction-এ অন্তর্ভুক্ত অস্ত্রসমূহ:
-
Nuclear Weapon (পারমাণবিক অস্ত্র)
-
Chemical Weapon (রাসায়নিক অস্ত্র)
-
Biological Weapon (জৈবিক অস্ত্র)
-
-
২০০৩ সালে WMD থাকার আশঙ্কায় মার্কিন নেতৃত্বাধীন জোট ইরাকে আক্রমণ করেছিল
উৎস:

0
Updated: 18 hours ago
ধরিত্রী সম্মেলনের ফলাফল হিসেবে কোন দুটি গুরুত্বপূর্ণ ঘোষণা দেওয়া হয়?
Created: 3 weeks ago
A
ভিয়েনা ঘোষণা ও এজেন্ডা ২১
B
মন্ট্রিল ঘোষণা ও এজেন্ডা ২১
C
রিও ঘোষণা ও এজেন্ডা ২১
D
লন্ডন ঘোষণা ও এজেন্ডা ২১
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
আন্তর্জাতিক রাজনৈতিক সংস্থা
আন্তর্জাতিক রেড ক্রস
ধরিত্রি সম্মেলন
সাম্রাজ্যের পতন
ধরিত্রী সম্মেলন (Earth Summit – 1992)
-
সময়: ৩–১৪ জুন, ১৯৯২
-
স্থান: রিও ডি জেনিরো, ব্রাজিল
-
অন্য নাম: রিও সামিট, রিও কনফারেন্স, ধরিত্রী সম্মেলন
-
আয়োজক: জাতিসংঘ
-
অংশগ্রহণকারী: ১৭৯টি দেশের রাজনৈতিক নেতা, কূটনীতিক, বিজ্ঞানী, গণমাধ্যম প্রতিনিধি ও এনজিও
-
মূল উদ্দেশ্য: পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নে বৈশ্বিক পদক্ষেপ গ্রহণ
-
গুরুত্বপূর্ণ নীতি: Polluter Pays Principle
উল্লেখযোগ্য সাফল্যসমূহ
-
রিও ঘোষণা
-
২৭ দফা নীতিসহ পরিবেশ ও উন্নয়নের কাঠামো নির্ধারণ।
-
-
এজেন্ডা ২১
-
২১শ শতাব্দীর জন্য টেকসই উন্নয়নের কর্মপরিকল্পনা।
-
-
UNFCCC (United Nations Framework Convention on Climate Change)
-
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বৈশ্বিক কাঠামো।
-
পরবর্তীতে কিয়োটো প্রোটোকল ও প্যারিস চুক্তি এর ভিত্তি।
-
-
Convention on Biological Diversity (CBD)
-
জৈব বৈচিত্র্য সংরক্ষণ, টেকসই ব্যবহার ও ন্যায্য বণ্টন নিশ্চিতকরণ।
-
-
Forest Principles
-
বন সংরক্ষণ ও টেকসই ব্যবস্থাপনার ঘোষণা।
-
-
Small Island Developing States (SIDS) Conference – 1994
-
ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্রগুলোর টেকসই উন্নয়নের প্রথম সম্মেলন।
-
উৎস: UN ওয়েবসাইট

0
Updated: 3 weeks ago
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট কে?
Created: 1 month ago
A
আব্রাহাম লিংকন
B
থমাস জেফারসন
C
জন অ্যাডামস
D
জর্জ ওয়াশিংটন
মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্কিত তথ্য
-
স্বাধীনতা ও জাতীয় দিবস:
-
স্বাধীনতা লাভ: ৪ জুলাই, ১৭৭৬ সালে যুক্তরাজ্য থেকে
-
জাতীয় দিবস: ৪ জুলাই
-
-
অঙ্গরাজ্য:
-
মোট অঙ্গরাজ্য: ৫০টি
-
সর্বশেষ অঙ্গরাজ্য: হাওয়াই
-
পতাকায় তারকা সংখ্যা: ৫০টি
-
-
আইনসভা (Congress):
-
দ্বিকক্ষ বিশিষ্ট
-
নিম্নকক্ষ: House of Representatives (হাউস অফ রিপ্রেজেন্টেটিভ)
-
উচ্চকক্ষ: Senate (সিনেট)
-
-
প্রেসিডেন্ট:
-
বর্তমান (আগস্ট ২০২৫): ডোনাল্ড ট্রাম্প (৪৭তম)
-
প্রথম প্রেসিডেন্ট: জর্জ ওয়াশিংটন
-
১৬তম প্রেসিডেন্ট: আব্রাহাম লিংকন
-
যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথা বিলোপ: ১৮৬৩
-
-
-
অন্যান্য তথ্য:
-
যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অব লিবার্টি উপহার দিয়েছে: ফ্রান্স
-
জর্জ ওয়াশিংটন কখনো হোয়াইট হাউজে বসবাস করেননি
-
তথ্যসূত্র: Britannica.com

0
Updated: 1 month ago
নিচের কোন কারণগুলো ব্রেক্সিটের পক্ষে ভোট দেওয়ার সঙ্গে সম্পর্কিত?
Created: 1 day ago
A
ইউরো-জোনের ঋণ সংকট
B
মধ্যপ্রাচ্য এবং আফ্রিকান সংঘাত
C
উন্মুক্ত সীমান্ত নীতি
D
উপরোক্ত সবগুলো
ব্রেক্সিটের পক্ষে ভোট দেওয়ার কারণগুলো মূলত ব্রিটিশ জনগণের রাজনৈতিক নিয়ন্ত্রণ, অর্থনৈতিক স্থিতি এবং সামাজিক পরিবর্তন নিয়ে উদ্বেগের ফল ছিল। তারা মনে করতেন ইউরোপীয় ইউনিয়নের নীতিমালা যুক্তরাজ্যের নিজস্ব সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে সীমিত করছে এবং দেশের অর্থনীতি ও জনসংখ্যাগত ভারসাম্যে চাপ সৃষ্টি করছে।
-
উন্মুক্ত সীমান্ত নীতি: ইইউর উন্মুক্ত সীমান্তের কারণে অন্যান্য সদস্যদেশ থেকে ক্রমবর্ধমান অভিবাসন অনেক ব্রিটিশ নাগরিকের মধ্যে উদ্বেগ তৈরি করে।
-
অভিবাসী ঢেউ: ২০১৫ সালে মধ্যপ্রাচ্য ও আফ্রিকার সংঘাত থেকে আগত বিপুল সংখ্যক অভিবাসীর আগমন এই উদ্বেগকে আরও তীব্র করে তোলে।
-
ইউরো-জোন ঋণ সংকট: বিশেষ করে গ্রিসের আর্থিক সংকট ও বেইলআউট ইইউর অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে সন্দেহের সৃষ্টি করে।
-
সার্বভৌমত্বের ক্ষতি: ইউরো সংশয়বাদীরা মনে করতেন যে যুক্তরাজ্য ধীরে ধীরে নিজের নীতি নির্ধারণের ক্ষমতা হারাচ্ছে।
-
ইইউ নিয়ন্ত্রণের প্রভাব: ইইউর অতিরিক্ত বিধিনিষেধ ভোক্তা, নিয়োগকর্তা এবং পরিবেশ নীতিতে জটিলতা সৃষ্টি করে, যা ব্রিটিশ অর্থনীতির প্রবৃদ্ধিতে বাধা দিচ্ছিল।

0
Updated: 1 day ago