ABM Treaty কবে বাতিল হয়?
A
১৩ ডিসেম্বর, ২০০১
B
১৩ ডিসেম্বর, ২০০২
C
১৩ জুন, ২০০১
D
১৩ জুন, ২০০২
উত্তরের বিবরণ
ABM Treaty হলো Anti Ballistic Missile Treaty, যা একটি ক্ষেপণাস্ত্র সীমিতকরণ দ্বিপাক্ষিক চুক্তি। এটি স্বাক্ষরিত হয় যুক্তরাষ্ট্র ও সাবেক সোভিয়েত ইউনিয়নের মধ্যে এবং চুক্তির অন্য নাম হলো Treaty on the Limitation of Anti-Ballistic Missile Systems। চুক্তিটি স্বাক্ষরিত হয় ২৬ মে, ১৯৭২ এবং কার্যকর হয় ৩ অক্টোবর, ১৯৭২, স্বাক্ষরের স্থান ছিল মস্কো, রাশিয়া। চুক্তির মূল বিষয় ছিল দ্বিপাক্ষিক অস্ত্র সীমিতকরণ, এবং এটি পরে ১৩ জুন, ২০০২-এ বাতিল করা হয়।
-
উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্র ১৩ ডিসেম্বর, ২০০১-এ চুক্তি থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় এবং এটি ৬ মাস পরে জুন, ২০০২-এ কার্যকর হয়।
উৎস:

0
Updated: 18 hours ago
Arms Trade Treaty (ATT)-এর মূল উদ্যোক্তা কে?
Created: 18 hours ago
A
অস্কার অ্যারিয়াস
B
মেনাচেম বেগিন
C
রিচার্ড নিক্সন
D
বর্ণিত সবাই
Arms Trade Treaty (ATT) হলো প্রচলিত আন্তর্জাতিক অস্ত্র বাণিজ্য নিয়ন্ত্রণ চুক্তি, যা প্রচলিত অস্ত্রের অবৈধ বাণিজ্য রোধ ও মানবাধিকার রক্ষা নিশ্চিত করতে গৃহীত। চুক্তির প্রস্তাবক ছিল জাতিসংঘ, এবং এটি ২ এপ্রিল, ২০১৩ সালে স্বাক্ষরিত হয় (জাতিসংঘ সাধারণ পরিষদে), কার্যকর হয় ২৪ ডিসেম্বর, ২০১৪। বর্তমানে ১১৬টি দেশ চুক্তি অনুমোদন করেছে, আর ২৬টি দেশ স্বাক্ষর করেছে কিন্তু এখনও অনুমোদন দেয়নি।
-
নোবেল শান্তি পুরস্কার বিজয়ী কোস্টারিকার প্রাক্তন রাষ্ট্রপতি অস্কার অ্যারিয়াস (Oscar Arias) ছিলেন ATT ধারণার মূল প্রবক্তা
-
যুক্তরাজ্য ২০০৬ সালে ATT প্রস্তাব জাতিসংঘে উত্থাপন করে
-
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং অক্সফাম ATT-এর পক্ষে ব্যাপক প্রচারণা চালায়
-
চূড়ান্তভাবে ATT ২০১৩ সালে স্বাক্ষরিত হয়
উৎস:

0
Updated: 18 hours ago
MERCOSUR কোন অঞ্চলের বাণিজ্য জোট?
Created: 21 hours ago
A
উত্তর আমেরিকা
B
দক্ষিণ আমেরিকা
C
দক্ষিণ-পূর্ব এশিয়া
D
উত্তর আফ্রিকা
MERCOSUR দক্ষিণ আমেরিকার একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক বাণিজ্য জোট, যা সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা ও মুক্ত বাণিজ্যকে উৎসাহিত করার উদ্দেশ্যে গঠিত হয়েছে।
-
প্রতিষ্ঠার তারিখ: ২৬ মার্চ, ১৯৯১
-
প্রতিষ্ঠাকালীন চুক্তি: Treaty of Asuncion
-
চুক্তি স্বাক্ষরের স্থান: আসুনসিয়ন, প্যারাগুয়ে
-
সদরদপ্তর: মন্টিভিডিও, উরুগুয়ে
-
প্রধান ভাষা: স্প্যানিশ ও পর্তুগিজ
-
বর্তমান সদস্য দেশ: ৬টি – আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে, বলিভিয়া, উরুগুয়ে ও ভেনেজুয়েলা [আগস্ট ২০২৫ অনুযায়ী]
-
বিশেষ অবস্থা: ভেনেজুয়েলার সদস্যপদ ২০১৬ সালে স্থগিত করা হয়
-
সহযোগী সদস্য দেশ: পানামা, চিলি, পেরু, ইকুয়েডর, গায়ানা, সুরিনাম ও কলম্বিয়া
উৎস:

0
Updated: 21 hours ago
নিচের কোন দেশটি আসিয়ানের প্রতিষ্ঠাতা সদস্য দেশ নয়?
Created: 21 hours ago
A
থাইল্যান্ড
B
সিঙ্গাপুর
C
ভিয়েতনাম
D
মালয়েশিয়া
ভিয়েতনাম আসিয়ানের প্রতিষ্ঠাতা সদস্য নয়, বরং পরবর্তীতে যুক্ত হওয়া দেশগুলোর একটি।
-
ASEAN-এর পূর্ণরূপ: Association of Southeast Asian Nations
-
এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে সহযোগিতা ও ঐক্যের উদ্দেশ্যে গঠিত একটি আঞ্চলিক সংগঠন
-
প্রতিষ্ঠাকাল: ৮ আগস্ট, ১৯৬৭ সাল
-
প্রতিষ্ঠাস্থল: ব্যাংকক, থাইল্যান্ড
-
প্রতিষ্ঠার মাধ্যম: ব্যাংকক ডিক্লারেশন স্বাক্ষরের মাধ্যমে
-
প্রথম সদস্য দেশ: থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর এবং ফিলিপাইন (মোট ৫টি)
-
সদরদপ্তর: জাকার্তা, ইন্দোনেশিয়া
-
বর্তমান সদস্য দেশ: ১০টি [আগস্ট, ২০২৫ অনুযায়ী]
-
অন্য সদস্য দেশগুলো: ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া
-
বর্তমান সভাপতি দেশ: ইন্দোনেশিয়া (সদর জাকার্তায় অবস্থিত)
উৎস:

0
Updated: 21 hours ago