মিউনিখ নিরাপত্তা সম্মেলন (MSC) প্রথম কবে অনুষ্ঠিত হয়?
A
১৯৫১ সালে
B
১৯৫৩ সালে
C
১৯৬১ সালে
D
১৯৬৩ সালে
উত্তরের বিবরণ
মিউনিখ নিরাপত্তা সম্মেলন (Munich Security Conference - MSC) হলো একটি বার্ষিক আন্তর্জাতিক সম্মেলন, যা নিরাপত্তা এবং প্রতিরক্ষা সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করার জন্য আয়োজন করা হয়। এটি সর্বপ্রথম অনুষ্ঠিত হয় ১৯৬৩ সালে এবং বর্তমানে বিশ্বের অন্যতম প্রভাবশালী নিরাপত্তা সম্মেলন হিসেবে বিবেচিত। সম্মেলনের মূল লক্ষ্য হলো বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জগুলো আলোচনা করা এবং সমাধান খোঁজা। এটি প্রতি বছর ফেব্রুয়ারিতে জার্মানির মিউনিখে অনুষ্ঠিত হয়, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, কূটনীতিক এবং নিরাপত্তা বিশ্লেষকরা অংশ নেন।
-
মিউনিখ নিরাপত্তা সম্মেলনের প্রধান দুই উদ্যোক্তা: এভাল্ড ভন ক্লাইস্ট ও হোর্স্ট টেল্টশিক
-
প্রথম এক দশক শুধুমাত্র যুক্তরাষ্ট্র ও ন্যাটো জোটভুক্ত দেশ অংশগ্রহণ করত
-
স্নায়ুযুদ্ধের অবসানের পর, উদ্যোক্তারা সম্মেলনকে বিশ্বজনীন রূপ দেওয়ার জন্য নতুন রূপরেখা তৈরি করেন
-
এরপর থেকে পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্রনায়করা অংশগ্রহণ করে পারস্পরিক সম্পর্ক ও সমস্যা নিয়ে আলোচনা করছেন
-
২০২৫ সালে অনুষ্ঠিত হবে ৬১তম মিউনিখ নিরাপত্তা সম্মেলন
উৎস:
0
Updated: 1 month ago
’মোসাদ’ এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
Created: 1 month ago
A
হেব্রন
B
জেরুজালেম
C
হাইফা
D
তেলআবিব
মোসাদ হলো ইসরায়েলের মূল গোয়েন্দা সংস্থা, যা আন্তর্জাতিক ক্ষেত্রে অত্যন্ত প্রভাবশালী।
-
এটি ১৩ ডিসেম্বর, ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয়।
-
প্রতিষ্ঠাতা ছিলেন ডেভিড বেনগুরিয়ন।
-
সদরদপ্তর তেলআবিব, ইসরায়েল।
-
মোসাদ কাজ করে তথ্য সংগ্রহ, গোপন অভিযান এবং সন্ত্রাসবাদ দমন নিয়ে।
-
এর পরিচালক সরাসরি ইসরায়েলের প্রধানমন্ত্রীর কাছে জবাবদিহি করেন।
-
এটি বিশ্বের বৃহত্তম গুপ্তচর সংস্থাগুলোর মধ্যে একটি।
-
মোসাদের কার্যক্রম এবং বাজেট কোনো আইন দ্বারা নির্দিষ্টভাবে সংজ্ঞায়িত নয়।
0
Updated: 1 month ago
ইন্টারপোল প্রতিষ্ঠিত হয় কবে?
Created: 1 month ago
A
১৯২৫ সালে
B
১৯৩০ সালে
C
১৯২৩ সালে
D
১৯২১ সালে
ইন্টারপোল (Interpol) হলো একটি আন্তর্জাতিক সংস্থা, যা বিশ্বের দেশগুলোকে অপরাধীদের সনাক্তকরণ ও গ্রেপ্তারে পরস্পরের সাথে সহযোগিতা করার লক্ষ্যে প্রতিষ্ঠিত।
-
পূর্ণরূপ: International Criminal Police Organization
-
প্রতিষ্ঠা: ৭ সেপ্টেম্বর, ১৯২৩; স্থান – ভিয়েনা, অস্ট্রিয়া
-
সদর দপ্তর: লিঁও, ফ্রান্স
-
ভাষা: ইংরেজি, ফরাসি, স্প্যানিশ ও আরবি
-
সদস্য সংখ্যা: ১৯৬টি দেশ (আগস্ট, ২০২৫ অনুযায়ী)
-
সর্বশেষ সদস্য: পালাউ
উৎস:
0
Updated: 1 month ago
ক্রিমিয়ার যুদ্ধে বিজয়ী হয় -
Created: 1 month ago
A
অটোমান সাম্রাজ্য
B
ফ্রান্স
C
ব্রিটেন
D
উপরের সবগুলো
ক্রিমিয়ার যুদ্ধ চলেছিল ১৮৫৩ থেকে ১৮৫৬ সাল পর্যন্ত। এই যুদ্ধ রাশিয়ার এবং তুরস্ক (অটোমান সাম্রাজ্য)-এর মিত্রশক্তি ব্রিটেন, ফ্রান্স ও সারডিনিয়া-এর মধ্যে সংঘটিত হয়।
যুদ্ধের মূল তথ্য:
-
১৮৫৩ সালে রাশিয়া ইউরোপের তুর্কি এলাকায় আক্রমণ চালায়, যা যুদ্ধের সূচনা।
-
রাশিয়ার উদ্দেশ্য ছিল দারদানেলিস প্রণালীতে যুদ্ধ জাহাজ চলাচলের অধিকার প্রতিষ্ঠা এবং তুরস্কের খ্রিস্টানদের রক্ষা করার অজুহাত দেখানো।
-
তুরস্কের সহায়তায় ব্রিটেন ও ফ্রান্স যুদ্ধের মধ্যে প্রবেশ করে।
-
যুদ্ধের সমাপ্তি ঘটে ১৮৫৬ সালে প্যারিস চুক্তি স্বাক্ষরের মাধ্যমে।
-
এই যুদ্ধে রাশিয়া পরাজিত হয় এবং বিজয়ী হয় ফ্রান্স, ব্রিটেন ও অটোমান সাম্রাজ্য।
উৎস:
0
Updated: 1 month ago