২০২৫ সালের ন্যাটো শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে?
A
দ্য হেগ
B
ওয়াশিংটন ডি.সি.
C
ব্রাসেলস
D
ভিয়েনা
উত্তরের বিবরণ
NATO হলো North Atlantic Treaty Organisation বা উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সামরিক সহযোগিতা ও প্রতিরক্ষা নিশ্চিত করার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়। এটি প্রতিষ্ঠিত হয় ৪ এপ্রিল, ১৯৪৯ সালে, প্রাথমিকভাবে ১২টি দেশ সদস্য ছিল এবং বর্তমানে এর ৩২টি সদস্য দেশ রয়েছে। সদর দপ্তর অবস্থিত ব্রাসেলস, বেলজিয়াম-এ, এবং বর্তমান মহাসচিব মার্ক রুট্টে। মুসলিম দেশ হিসেবে এর মধ্যে আলবেনিয়া ও তুরস্ক রয়েছে, এবং সর্বশেষ যোগ হওয়া সদস্য হলো সুইডেন।
-
নাটো শীর্ষ সম্মেলন:
-
২০২৫ সালের ২৪-২৫ জুন নেদারল্যান্ডসের হেগ শহরে ৭৬তম ন্যাটো শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত
-
ন্যাটো সদস্য রাষ্ট্রগুলো সম্মত হয়েছে ২০৩৫ সালের মধ্যে প্রতিরক্ষা ব্যয়ের লক্ষ্যমাত্রা দ্বিগুণেরও বেশি বাড়িয়ে মোট দেশজ উৎপাদনের (GDP) ৫ শতাংশ নির্ধারণ করতে
-
এই ৫ শতাংশের মধ্যে কমপক্ষে ৩.৫ শতাংশ ব্যয় হবে সরাসরি প্রতিরক্ষার জন্য, বাকি অর্থ ব্যয় হবে প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ অবকাঠামো, নাগরিক প্রস্তুতি, উদ্ভাবন এবং প্রতিরক্ষা শিল্পের সক্ষমতা বৃদ্ধির জন্য
-
উৎস:
0
Updated: 1 month ago
যুক্তরাজ্য ও আর্জেন্টিনার মাঝে বিরোধপূর্ণ অঞ্চল-
Created: 1 month ago
A
ফকল্যান্ড দ্বীপপুঞ্জ
B
হাওয়াই দ্বীপপুঞ্জ
C
স্প্রাটলী দ্বীপপুঞ্জ
D
বোর্নিও দ্বীপপুঞ্জ
ফকল্যান্ড দ্বীপপুঞ্জ হলো দক্ষিণ আটলান্টিক মহাসাগরে অবস্থিত একটি যুক্তরাজ্যের বিদেশি অঞ্চল, যা কয়েক শত ছোট দ্বীপসহ মূলত দুটি বড় দ্বীপ—ইস্ট ফকল্যান্ড ও ওয়েস্ট ফকল্যান্ড—দ্বারা গঠিত।
-
মোট আয়তন: ১২,১৭৩ বর্গকিলোমিটার
-
মালিকানা বিরোধ: যুক্তরাজ্য ও আর্জেন্টিনা।
-
১৯৮২ সালের ২ এপ্রিল, আর্জেন্টিনার সামরিক সরকার দ্বীপপুঞ্জ আক্রমণ করে।
-
এর প্রেক্ষিতে ফকল্যান্ড যুদ্ধ শুরু হয়।
-
১০ সপ্তাহ পর, স্ট্যানলিতে ব্রিটিশ সৈন্যদের কাছে আর্জেন্টাইন বাহিনীর আত্মসমর্পণের মাধ্যমে যুদ্ধ শেষ হয়।
-
ব্রিটিশ সৈন্যরা জোরপূর্বক দ্বীপগুলো পুনরায় দখল করে।
0
Updated: 1 month ago
ওয়ার্ল্ড ওয়াচ (World Watch) কোন দেশ ভিত্তিক পরিবেশ সংস্থা?
Created: 2 months ago
A
যুক্তরাজ্য
B
যুক্তরাষ্ট্র
C
নেদারল্যান্ড
D
সুইডেন
World Watch
-
প্রতিষ্ঠা: ১৯৭৪
-
সদর দপ্তর: ওয়াশিংটন, ডিসি, যুক্তরাষ্ট্র
-
প্রতিষ্ঠাতা: লেস্টার আর ব্রাউন
-
প্রকৃতি: যুক্তরাষ্ট্র ভিত্তিক পরিবেশবাদী সংস্থা যা পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়ন প্রচারে কাজ করে
উৎস: World Watch ওয়েবসাইট
0
Updated: 2 months ago
'UN Ocean Conference-2025' কোথায় অনুষ্ঠিত হয়েছে? (সেপ্টেম্বর, ২০২৫)
Created: 1 month ago
A
অস্ট্রেলিয়া
B
জার্মানি
C
স্পেন
D
ফ্রান্স
UN Ocean Conference
- ২০২৫ সালের UN Ocean Conference (তৃতীয় সম্মেলন) ৯–১৩ জুন ২০২৫ তারিখে অনুষ্ঠিত হয়েছিল UN Ocean Conference
- ২০২৫ সালের UN Ocean Conference (তৃতীয় সম্মেলন) ৯–১৩ জুন ২০২৫ তারিখে অনুষ্ঠিত হয়েছিল Nice, France-এ।
- এই বছরের সম্মেলনটিতে ফ্রান্স ও কোস্টারিকা সহ-আয়োজক ছিল।
- প্রথম সম্মেলন হয়: ২০১৭ সালে নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে।
• UN Ocean Conference এর মূল থিম ও লক্ষ্য:
- SDG ১৪: Life Below Water
- সামুদ্রিক দূষণ হ্রাস।
- অতিরিক্ত মাছ শিকার বন্ধ।
- সমুদ্র-সম্পদের টেকসই ব্যবহার।
- সমুদ্রের ৩০% এলাকা ২০৩০ সালের মধ্যে সংরক্ষণ (৩০×৩০ লক্ষ্য)।
- জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা।
- Deep-sea mining ও bottom trawling-এর মতো ক্ষতিকর কার্যক্রম নিয়ন্ত্রণ।
- এই বছরের সম্মেলনটিতে ফ্রান্স ও কোস্টারিকা সহ-আয়োজক ছিল।
- প্রথম সম্মেলন হয়: ২০১৭ সালে নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে।
• UN Ocean Conference এর মূল থিম ও লক্ষ্য:
- SDG ১৪: Life Below Water
- সামুদ্রিক দূষণ হ্রাস।
- অতিরিক্ত মাছ শিকার বন্ধ।
- সমুদ্র-সম্পদের টেকসই ব্যবহার।
- সমুদ্রের ৩০% এলাকা ২০৩০ সালের মধ্যে সংরক্ষণ (৩০×৩০ লক্ষ্য)।
- জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা।
- Deep-sea mining ও bottom trawling-এর মতো ক্ষতিকর কার্যক্রম নিয়ন্ত্রণ।
0
Updated: 1 month ago