২০২৫ সালের ন্যাটো শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে?
A
দ্য হেগ
B
ওয়াশিংটন ডি.সি.
C
ব্রাসেলস
D
ভিয়েনা
উত্তরের বিবরণ
NATO হলো North Atlantic Treaty Organisation বা উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সামরিক সহযোগিতা ও প্রতিরক্ষা নিশ্চিত করার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়। এটি প্রতিষ্ঠিত হয় ৪ এপ্রিল, ১৯৪৯ সালে, প্রাথমিকভাবে ১২টি দেশ সদস্য ছিল এবং বর্তমানে এর ৩২টি সদস্য দেশ রয়েছে। সদর দপ্তর অবস্থিত ব্রাসেলস, বেলজিয়াম-এ, এবং বর্তমান মহাসচিব মার্ক রুট্টে। মুসলিম দেশ হিসেবে এর মধ্যে আলবেনিয়া ও তুরস্ক রয়েছে, এবং সর্বশেষ যোগ হওয়া সদস্য হলো সুইডেন।
-
নাটো শীর্ষ সম্মেলন:
-
২০২৫ সালের ২৪-২৫ জুন নেদারল্যান্ডসের হেগ শহরে ৭৬তম ন্যাটো শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত
-
ন্যাটো সদস্য রাষ্ট্রগুলো সম্মত হয়েছে ২০৩৫ সালের মধ্যে প্রতিরক্ষা ব্যয়ের লক্ষ্যমাত্রা দ্বিগুণেরও বেশি বাড়িয়ে মোট দেশজ উৎপাদনের (GDP) ৫ শতাংশ নির্ধারণ করতে
-
এই ৫ শতাংশের মধ্যে কমপক্ষে ৩.৫ শতাংশ ব্যয় হবে সরাসরি প্রতিরক্ষার জন্য, বাকি অর্থ ব্যয় হবে প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ অবকাঠামো, নাগরিক প্রস্তুতি, উদ্ভাবন এবং প্রতিরক্ষা শিল্পের সক্ষমতা বৃদ্ধির জন্য
-
উৎস:

0
Updated: 18 hours ago
সর্বোচ্চ গ্রিন হাউজ গ্যাস নিঃসরণকারী দেশ কোন দুটি? [আগস্ট, ২০২৫]
Created: 3 weeks ago
A
চীন ও যুক্তরাষ্ট্র
B
চীন ও ভারত
C
ভারত ও যুক্তরাষ্ট্র
D
ভারত ও রাশিয়া
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
আন্তর্জাতিক রাজনৈতিক সংস্থা
আন্তর্জাতিক রেড ক্রস
গ্রিন হাউস
সাম্রাজ্যের পতন
গ্রিন হাউস গ্যাস (Greenhouse Gases)
-
সংজ্ঞা: গ্রিন হাউস ইফেক্টের জন্য দায়ী গ্যাসগুলোকে গ্রিন হাউস গ্যাস বলা হয়।
-
কার্যপ্রণালী:
-
এরা সূর্য থেকে আগত অতিবেগুনী (UV) ও অবলোহিত (IR) রশ্মির কিছু অংশ শোষণ করে।
-
পুনরায় মহাশূন্যে ফিরিয়ে দিয়ে পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে।
-
ফলে পৃথিবীতে জীববৈচিত্র্য টিকে থাকার মতো একটি স্থায়ী তাপমাত্রা বজায় থাকে।
-
-
প্রধান গ্রিন হাউস গ্যাস:
-
জলীয় বাষ্প (H₂O)
-
কার্বন ডাই-অক্সাইড (CO₂)
-
মিথেন (CH₄)
-
ওজোন (O₃)
-
নাইট্রাস অক্সাইড (N₂O)
-
ক্লোরোফ্লুরোকার্বনস (CFCs)
-
গ্রিন হাউস গ্যাস নিঃসরণে শীর্ষ দেশসমূহ (২০২৫ অনুযায়ী)
-
চীন 🌏
-
যুক্তরাষ্ট্র 🇺🇸
-
ভারত 🇮🇳
-
ইউরোপীয় ইউনিয়ন (EU) 🇪🇺
-
রাশিয়া 🇷🇺
উৎস:
i) Investopedia
ii) U.S. Environmental Protection Agency (EPA)

0
Updated: 3 weeks ago
ইন্টারপোলের বর্তমান সদস্য রাষ্ট্র কয়টি?[সেপ্টেম্বর,২০২৫]
Created: 9 hours ago
A
১৯৫টি
B
১৯৬টি
C
১৯৪টি
D
১৯৭টি
Interpol:
- International Criminal Police Organization হলো আন্তর্জাতিক পুলিশ সংস্থা।
- Interpol ১৯২৩ সালের সেপ্টেম্বরে প্রতিষ্ঠিত হয়।
- এটির বর্তমান সদর দপ্তর ফ্রান্সের লিওঁ শহরে অবস্থিত।
- ১৯৪৬ সালে ফ্রান্সের প্যারিসে এবং ১৯৮৯ সালে ফ্রান্সের লিওঁ শহরে সদর দপ্তর স্থাপন করা হয়।
- এর বর্তমান সদস্য ১৯৬টি দেশ। [সেপ্টেম্বর,২০২৫]
- বাংলাদেশ ১৯৭৬ সালের ১৪ অক্টোবর ইন্টারপোলের সদস্যপদ লাভ করে।

0
Updated: 9 hours ago
ম্যাপল পাতার দেশ নামে পরিচিতি -
Created: 1 month ago
A
অস্ট্রেলিয়া
B
কানাডা
C
অস্ট্রিয়া
D
মেক্সিকো
কানাডা সম্পর্কে তথ্য
-
উপাখ্যান: ম্যাপল পাতার দেশ
-
দেশটিতে ম্যাপল গাছের আধিক্য এবং জনজীবনে এর গুরুত্বের কারণে কানাডাকে ম্যাপল পাতার দেশ বলা হয়।
-
জাতীয় পতাকায়ও ম্যাপল পাতার ছবি রয়েছে।
-
বিশ্বের মোট ম্যাপল সিরাপের ৭০% কানাডা থেকে রপ্তানি হয়।
-
-
অবস্থান ও আয়তন:
-
কানাডা উত্তর আমেরিকাতে অবস্থিত।
-
আয়তনে এটি পৃথিবীর ২য় বৃহত্তম দেশ।
-
-
রাজধানী ও প্রধান শহর:
-
রাজধানী: অটোয়া
-
বৃহত্তম শহর: টরেন্টো
-
-
রাজনৈতিক ব্যবস্থা:
-
কানাডার রাজনৈতিক ব্যবস্থা সাংবিধানিক রাজতন্ত্র।
-
তথ্যসূত্র: কানাডার সরকারি ওয়েবসাইট

0
Updated: 1 month ago